
আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তাড়াশে চলনবিলের পরিবেশগত ঝুঁকিসমুহ করণীয় পর্যালোচনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবর্তনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় পরিবর্তন সংস্থার সহ সভাপতি আমিরুজ্জামান আমিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন।
এসময় সাপ্তাহিক চলনবিল বার্তা নির্বাহী সম্পাদক ও পরিবর্তন সংস্থার পরিচালক আব্দুর রাজ্জাক রাজু’র সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, তাড়াশ প্রেসক্লাবের সাবেক সভাপতি সনাতন দাস,এম আতিকুল ইসলাম বুলবুল, এস আই সিরাজ, সাংবাদিক জাকির আকন্দ, শামীউল হক শামীম, মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম হোসেন, সাংবাদিক লুৎফর রহমান, আ:মাজেদ, হাদিউল হৃদয়, গণ উন্নয়ন কেন্দ্রের প্রজন্ম ম্যানেজার সামছূজ্জোহা, এনজিও কর্মী রোকসানা রুপা, মহসিন আলী, মোতাহার আলী প্রমুখ।