অপরাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo তিস্তা মহা পরিকল্পনার বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা Logo মরা গরুর মাংস বিক্রির দায়ে দশ হাজার টাকা জরিমানা ও মাংস আগুনে বিনষ্ট। Logo হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু Logo হাতীবান্ধায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি জিহান গ্রেফতার Logo পাটগ্রাম সরকারি কর্মকর্তা আওয়ামী লীগের লিফলেট বিতরণে Logo ভেঙে ফেলা হয়েছে বরগুনায় নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম নৌকা জাদুঘর। Logo হাতীবান্ধায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন মোটরসাইকেল আরোহী Logo বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটানের বোল্ডার আমদানি বন্ধ Logo বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটানের বোল্ডার আমদানি বন্ধ Logo লালমনিরহাটে তিস্তা সড়ক সেতুর ইজারা মূল্য জমা দানে ব্যর্থ হয়েছেন এক ঠিকাদারি প্রতিষ্ঠান

পদ্মায় লঞ্চডুবি নতুন কৌশলে খোঁজা হচ্ছে পিনাক-৬

বাংলার খবর২৪.কমimages_47007: মাওয়ার পদ্মা নদীতে পিনাক-৬ লঞ্চডুবি ঘটনায় ৬ দিনের মাথায় নতুন কৌশল অবলম্বন করেছে উদ্ধারকারী দল।

শনিবার সকাল থেকে ‘গ্রাফনল’ ব্যবহার করে নদীর তলদেশ সন্ধান করা হচ্ছে বলে জানান নৌবাহিনীর প্রধান সমন্বয়কারী ক্যাপ্টেন নজরুল ইসলাম।

তিনি জানান, এ পর্যন্ত সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে পিনাক-৬ অনুসন্ধানে। সর্বশেষ এবং সর্বাধুনিক জাহাজ জরিপ-১০ ও কান্ডারি-২ রয়েছে এ উদ্ধার কাজে। এর মধ্যে আছে সাইড স্ক্যান সোনার তাছাড়াও এ বহরে আছে ‘তিস্তা’, ‘সন্ধান’, ‘আইটি ৯৭’ ও ‘ব-দ্বীপ’ এর মতো অভিযানের যান।

তিনি জানান, ‘গ্রাফনল’ বেঁধে স্রোতের অনুকুলে নদীর তলদেশের সাথে সংযুক্ত করা হয়েছে। এর ফলে স্রোত যেদিকে যাবে গ্রাফনলসহ কান্ডারী-২ দুর্ঘটনা এলাকা থেকে ভাটির দিকে এগিয়ে যাচ্ছে এবং ডুবে যাওয়ার পর লঞ্চটির ওজন, আয়তন ও পরিধি হিসেব করে এবং স্রোতের তোরে লঞ্চটি কোথায় গিয়ে পড়তে পারে এরুপ সম্ভাব্য কয়েকটি এলাকা চিহ্নিত করা হয়েছে এবং ওই চিহ্নিত এলাকায় জরিপ-১০ কাজ করছে।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল জানান, নতুন এ পদ্ধতি অবলম্বনে আশানুরূপ ফল আসবে বলে ধারণা করা যাচ্ছে। কারণ লঞ্চটি যদি স্রোতের তোরে ভেসে যায় তাহলে এ পদ্ধতি কার্যকর।

তিনি আরও বলেন- এ অনুসন্ধান বহরে আছে ‘তিস্তা’, ‘সন্ধান’, ‘আইটি ৯৭’ ও ‘ব-দ্বীপ’ এই চারটি জাহাজ বিভিন্ন এলাকায় সাইড স্ক্যান সোনার দিয়ে সন্ধান চালাচ্ছে। নদীর তলদেশ ১০ মিটার থেকে ৪৬ মিটার পর্যন্ত গভীরতায় নিখাঁদ সন্ধান চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

তিস্তা মহা পরিকল্পনার বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা

পদ্মায় লঞ্চডুবি নতুন কৌশলে খোঁজা হচ্ছে পিনাক-৬

আপডেট টাইম : ০৮:২৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০১৪

বাংলার খবর২৪.কমimages_47007: মাওয়ার পদ্মা নদীতে পিনাক-৬ লঞ্চডুবি ঘটনায় ৬ দিনের মাথায় নতুন কৌশল অবলম্বন করেছে উদ্ধারকারী দল।

শনিবার সকাল থেকে ‘গ্রাফনল’ ব্যবহার করে নদীর তলদেশ সন্ধান করা হচ্ছে বলে জানান নৌবাহিনীর প্রধান সমন্বয়কারী ক্যাপ্টেন নজরুল ইসলাম।

তিনি জানান, এ পর্যন্ত সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে পিনাক-৬ অনুসন্ধানে। সর্বশেষ এবং সর্বাধুনিক জাহাজ জরিপ-১০ ও কান্ডারি-২ রয়েছে এ উদ্ধার কাজে। এর মধ্যে আছে সাইড স্ক্যান সোনার তাছাড়াও এ বহরে আছে ‘তিস্তা’, ‘সন্ধান’, ‘আইটি ৯৭’ ও ‘ব-দ্বীপ’ এর মতো অভিযানের যান।

তিনি জানান, ‘গ্রাফনল’ বেঁধে স্রোতের অনুকুলে নদীর তলদেশের সাথে সংযুক্ত করা হয়েছে। এর ফলে স্রোত যেদিকে যাবে গ্রাফনলসহ কান্ডারী-২ দুর্ঘটনা এলাকা থেকে ভাটির দিকে এগিয়ে যাচ্ছে এবং ডুবে যাওয়ার পর লঞ্চটির ওজন, আয়তন ও পরিধি হিসেব করে এবং স্রোতের তোরে লঞ্চটি কোথায় গিয়ে পড়তে পারে এরুপ সম্ভাব্য কয়েকটি এলাকা চিহ্নিত করা হয়েছে এবং ওই চিহ্নিত এলাকায় জরিপ-১০ কাজ করছে।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল জানান, নতুন এ পদ্ধতি অবলম্বনে আশানুরূপ ফল আসবে বলে ধারণা করা যাচ্ছে। কারণ লঞ্চটি যদি স্রোতের তোরে ভেসে যায় তাহলে এ পদ্ধতি কার্যকর।

তিনি আরও বলেন- এ অনুসন্ধান বহরে আছে ‘তিস্তা’, ‘সন্ধান’, ‘আইটি ৯৭’ ও ‘ব-দ্বীপ’ এই চারটি জাহাজ বিভিন্ন এলাকায় সাইড স্ক্যান সোনার দিয়ে সন্ধান চালাচ্ছে। নদীর তলদেশ ১০ মিটার থেকে ৪৬ মিটার পর্যন্ত গভীরতায় নিখাঁদ সন্ধান চলছে।