অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এতদিন কি তাহলে বিআরটিএ ঘুমিয়ে ছিল? প্রশ্ন কাদেরের Logo ঢাকা জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলাম সাময়িক বরখাস্ত Logo স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তারা- আ’লীগের আর্দশের প্রতীক ছিলেন হাবিবুর রহমান মোল্লা Logo বাউফলে বিদ্যালয় প্রধানের অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ! Logo যৌতুকের দাবীতে নির্যাতন করে মৃত্যু ঘটানো মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার Logo ৫৭ বছর বয়সে এসএসসি পাশ করে চমক দেখালেন পুলিশ সদস্য ছামাদ Logo এপ্রিলে ৬৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৬৩২ : বিআরটিএ Logo বগুড়ার সানির ঝুলন্ত লাশ নবাবগঞ্জ আবাসিক হোটেল থেকে উদ্ধার Logo বাউফলে গনসচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা ও স্কুল বির্তক অনুষ্ঠিত! Logo লালমনিরহাটে রেলপথের সংস্কার কাজের অনিয়ম, অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন দুদক।

ভারতে ধর্মান্তরকরণে উদ্বেগ, আলোচনা হবে সংসদে

নয়া দিল্লি: ভারতের নানা প্রান্তে সাম্প্রদায়িক উত্তেজনা, গির্জায় আগুন, ধর্মান্তরকরণের আগ্রাসী অভিযান নিয়ে বুধবার সংসদে সরকারকে আলোচনায় বাধ্য করতে চলেছে বিরোধীরা। রাজ্যসভায় মঙ্গলবার একের পর এক বিরোধী সদস্য পরিস্থিতিতে উদ্বেগ জানান। বিশেষ করে উত্তর প্রদেশে আর এস এস-র উদ্যোগে গণহারে ধর্মান্তরকরণ নিয়ে জোরালো প্রতিবাদ ওঠে। ঠিক হয়েছে, সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা হবে।

দিল্লিতে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধির চেষ্টা চোখে দেখা যাচ্ছে। ত্রিলোকপুরীতে সংঘাতের ঘটনাও ঘটেছে। বিভিন্ন অঞ্চলেই বিদ্বেষ ছড়ানো হচ্ছে সংগঠিত ভাবে। এক সপ্তাহের মধ্যে একটি গির্জা পুড়িয়ে দেওয়া হয়েছে, অপরটিতে প্রার্থনা চলাকালীন আক্রমণ হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জনা জ্যোতির কুৎসিত মন্তব্য নিয়ে সংসদে অচলাবস্থাই তৈরি হয়েছিল। ছত্তিশগড়, মধ্য প্রদেশেও খৃস্টানদের ওপরে আক্রমণ বাড়ছে।

এর মধ্যেই উত্তর প্রদেশে আর এস এস ঘোষণা করেছে, কয়েক হাজার মুসলিম পরিবারকে হিন্দুধর্মে ’ফেরানো হবে’। ইতোমধ্যেই আগ্রায় প্রায় ২০০ মুসলিমের ‘ধর্মান্তরকরণ’ নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। সোমবার আগ্রার মধুনগরে আর এস এস-র ধর্ম জাগরণ সমন্বয় বিভাগ এবং বজরঙ দলের যৌথ উদ্যোগে ৫৭ পরিবারের ধর্ম বদল করানো হয়। সংখ্যালঘু নিবিড় বস্তিতে গেরুয়া ঝাণ্ডা টাঙিয়ে দেয় বজরঙ দল। আর এস এস সেখানে একটি মন্দির স্থাপন করেছে। সেখানেই মন্ত্র উচ্চারণ, দেবীমূর্তির পা জলে ধুইয়ে দেওয়া ও আরতি হয়। ‘ধর্মান্তরিত’ গরিব মানুষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আর এস এস থাকার জায়গা, টাকা ও শিশুদের পড়াশোনার ব্যবস্থা করবে প্রতিশ্রুতি দেওয়ায় তারা রাজি হয়ে গেছেন। প্রবীণা সুফিয়া বেগম সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ধর্ম তো আর খাবার দেয় না, ধর্ম পরিবর্তন করলেই বা কী?’

আর এস এস জানিয়েছে, আলিগড়ে ২৫শে ডিসেম্বর গণ ধর্মান্তরকরণ হবে। স্টেডিয়ামে জাঁকজমক করেই ওই অনুষ্ঠান হবে। বি জে পি সাংসদ যোগী আদিত্যনাথ এই কর্মসূচীতে নেতৃত্ব দেবেন। সঙ্ঘের আঞ্চলিক প্রধান রাজেশ্বর সিং দাবি করেছেন, শুধু ব্যক্তিগত ভাবেই ধর্ম বদল করানো হচ্ছে তা নয়, উত্তর প্রদেশে ইতোমধ্যেই ৬০টি গির্জা সঙ্ঘ দখল করেছে। ‘একদিন এই গির্জাগুলির দেওয়াল ভেঙে দেওয়া হবে এবং আমাদের দেশ হবে শুধুমাত্র হিন্দুদের’, সিং দাবি করেছেন।

রাজ্যসভায় মঙ্গলবার একাধিক সদস্য এই ঘটনার পিছনে সাম্প্রদায়িক শক্তির পরিকল্পনার অভিযোগ করেন। কংগ্রেস সদস্য রাজীব শুক্লা বলেন, ২০১৭-র বিধানসভা নির্বাচনের আগে উত্তর প্রদেশে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির লক্ষ্যে এই অভিযান চালানো হচ্ছে।- ওয়েবসাইট।

Tag :
জনপ্রিয় সংবাদ

এতদিন কি তাহলে বিআরটিএ ঘুমিয়ে ছিল? প্রশ্ন কাদেরের

ভারতে ধর্মান্তরকরণে উদ্বেগ, আলোচনা হবে সংসদে

আপডেট টাইম : ০৩:৪৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০১৪

নয়া দিল্লি: ভারতের নানা প্রান্তে সাম্প্রদায়িক উত্তেজনা, গির্জায় আগুন, ধর্মান্তরকরণের আগ্রাসী অভিযান নিয়ে বুধবার সংসদে সরকারকে আলোচনায় বাধ্য করতে চলেছে বিরোধীরা। রাজ্যসভায় মঙ্গলবার একের পর এক বিরোধী সদস্য পরিস্থিতিতে উদ্বেগ জানান। বিশেষ করে উত্তর প্রদেশে আর এস এস-র উদ্যোগে গণহারে ধর্মান্তরকরণ নিয়ে জোরালো প্রতিবাদ ওঠে। ঠিক হয়েছে, সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা হবে।

দিল্লিতে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধির চেষ্টা চোখে দেখা যাচ্ছে। ত্রিলোকপুরীতে সংঘাতের ঘটনাও ঘটেছে। বিভিন্ন অঞ্চলেই বিদ্বেষ ছড়ানো হচ্ছে সংগঠিত ভাবে। এক সপ্তাহের মধ্যে একটি গির্জা পুড়িয়ে দেওয়া হয়েছে, অপরটিতে প্রার্থনা চলাকালীন আক্রমণ হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জনা জ্যোতির কুৎসিত মন্তব্য নিয়ে সংসদে অচলাবস্থাই তৈরি হয়েছিল। ছত্তিশগড়, মধ্য প্রদেশেও খৃস্টানদের ওপরে আক্রমণ বাড়ছে।

এর মধ্যেই উত্তর প্রদেশে আর এস এস ঘোষণা করেছে, কয়েক হাজার মুসলিম পরিবারকে হিন্দুধর্মে ’ফেরানো হবে’। ইতোমধ্যেই আগ্রায় প্রায় ২০০ মুসলিমের ‘ধর্মান্তরকরণ’ নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। সোমবার আগ্রার মধুনগরে আর এস এস-র ধর্ম জাগরণ সমন্বয় বিভাগ এবং বজরঙ দলের যৌথ উদ্যোগে ৫৭ পরিবারের ধর্ম বদল করানো হয়। সংখ্যালঘু নিবিড় বস্তিতে গেরুয়া ঝাণ্ডা টাঙিয়ে দেয় বজরঙ দল। আর এস এস সেখানে একটি মন্দির স্থাপন করেছে। সেখানেই মন্ত্র উচ্চারণ, দেবীমূর্তির পা জলে ধুইয়ে দেওয়া ও আরতি হয়। ‘ধর্মান্তরিত’ গরিব মানুষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আর এস এস থাকার জায়গা, টাকা ও শিশুদের পড়াশোনার ব্যবস্থা করবে প্রতিশ্রুতি দেওয়ায় তারা রাজি হয়ে গেছেন। প্রবীণা সুফিয়া বেগম সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ধর্ম তো আর খাবার দেয় না, ধর্ম পরিবর্তন করলেই বা কী?’

আর এস এস জানিয়েছে, আলিগড়ে ২৫শে ডিসেম্বর গণ ধর্মান্তরকরণ হবে। স্টেডিয়ামে জাঁকজমক করেই ওই অনুষ্ঠান হবে। বি জে পি সাংসদ যোগী আদিত্যনাথ এই কর্মসূচীতে নেতৃত্ব দেবেন। সঙ্ঘের আঞ্চলিক প্রধান রাজেশ্বর সিং দাবি করেছেন, শুধু ব্যক্তিগত ভাবেই ধর্ম বদল করানো হচ্ছে তা নয়, উত্তর প্রদেশে ইতোমধ্যেই ৬০টি গির্জা সঙ্ঘ দখল করেছে। ‘একদিন এই গির্জাগুলির দেওয়াল ভেঙে দেওয়া হবে এবং আমাদের দেশ হবে শুধুমাত্র হিন্দুদের’, সিং দাবি করেছেন।

রাজ্যসভায় মঙ্গলবার একাধিক সদস্য এই ঘটনার পিছনে সাম্প্রদায়িক শক্তির পরিকল্পনার অভিযোগ করেন। কংগ্রেস সদস্য রাজীব শুক্লা বলেন, ২০১৭-র বিধানসভা নির্বাচনের আগে উত্তর প্রদেশে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির লক্ষ্যে এই অভিযান চালানো হচ্ছে।- ওয়েবসাইট।