অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

জাবি ছাত্রীদের হলে প্রবেশে আগের নিয়মই বহাল

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রাত ১০ টার পরে ছাত্রীদের হলে প্রবেশের দাবিতে চলমান আন্দোলনের পরেও ১৯৯৬ সালের আইন বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার রাতে ভিসির বাসভবনে অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে হল প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া ছাত্রীদের হলে ৭৫ শতাংশ উপস্থিতির বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

বিধিনিষেধ সম্পর্কে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, “এখনো আগের আইন বহাল রয়েছে কোনোরকম শিথিল হয়নি। তবে ছাত্রীরা প্রয়োজনে হল প্রশাসনের অনুমতি নিয়ে বাইরে যেতে পারবে”।

তিনি আরো বলেন,“আমাদের আগের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে তবে যৌক্তিক কারণে কোনো শিক্ষার্থীর বাইরে আসতে দেরী হলে সেটি বিবেচনা করা হবে, যেটা আগেও করা হত”।

গত ৭ ডিসেম্বর জাহানারা ইমাম হলে ছাত্রীদের রাত ১০ টার পর হলে প্রবেশে ও বাইরে যাওয়ার প্রয়োজন হলে বিভাগীয় সভাপতির অনুমতি লাগবে বলে বিজ্ঞপ্তি আকারে জানানো হয়। কিন্তু এই নিয়মের প্রতিবাদে বামপন্থি ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।

জানা যায়, গত রোববার জাহানারা ইমাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. শ্যামল কুমার রায় স্বাক্ষরিত এক লিখিত আদেশে রাত ১০ টার পর ছাত্রীদের হলে প্রবেশ ও বাইরে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়।

তবে এ নিয়মগুলো নতুন কোন নিয়ম নয় বরং আগে থেকেই ছিল বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. শাহেদুর রশিদ বলেন, ‘রাত ১০ টার মধ্যে ছাত্রীদের হলে প্রবেশের নিয়ম নতুন নয়। সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে নিয়মগুলো বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে”।

অন্যদিকে নারী হলগুলোতে প্রবেশ ও বের হওয়ার নিয়মকে নারী-পুরুষ শিক্ষার্থীদের মধ্যে এই নীতিকে বৈষম্যমুলক ও অযৌক্তিক দাবি করে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বামপন্থী শিক্ষকদের সংগঠন শিক্ষক মঞ্চ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর নারী শিক্ষার্থীদের জন্য সূর্যাস্তের সময় হলে প্রবেশ সংক্রান্ত ‘সান্ধ্য আইন’ করা হয়। পরবর্তীতে ১৯৯৬ সালে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে হলে প্রবেশের সময় বাড়িয়ে রাত ১০ টা নির্ধারণ করা হয়।

সম্প্রতি জাহানারা ইমাম হলে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করলে এ নিয়ে ক্যাম্পাসে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

জাবি ছাত্রীদের হলে প্রবেশে আগের নিয়মই বহাল

আপডেট টাইম : ০৪:০০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০১৪

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রাত ১০ টার পরে ছাত্রীদের হলে প্রবেশের দাবিতে চলমান আন্দোলনের পরেও ১৯৯৬ সালের আইন বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার রাতে ভিসির বাসভবনে অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে হল প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া ছাত্রীদের হলে ৭৫ শতাংশ উপস্থিতির বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

বিধিনিষেধ সম্পর্কে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, “এখনো আগের আইন বহাল রয়েছে কোনোরকম শিথিল হয়নি। তবে ছাত্রীরা প্রয়োজনে হল প্রশাসনের অনুমতি নিয়ে বাইরে যেতে পারবে”।

তিনি আরো বলেন,“আমাদের আগের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে তবে যৌক্তিক কারণে কোনো শিক্ষার্থীর বাইরে আসতে দেরী হলে সেটি বিবেচনা করা হবে, যেটা আগেও করা হত”।

গত ৭ ডিসেম্বর জাহানারা ইমাম হলে ছাত্রীদের রাত ১০ টার পর হলে প্রবেশে ও বাইরে যাওয়ার প্রয়োজন হলে বিভাগীয় সভাপতির অনুমতি লাগবে বলে বিজ্ঞপ্তি আকারে জানানো হয়। কিন্তু এই নিয়মের প্রতিবাদে বামপন্থি ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।

জানা যায়, গত রোববার জাহানারা ইমাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. শ্যামল কুমার রায় স্বাক্ষরিত এক লিখিত আদেশে রাত ১০ টার পর ছাত্রীদের হলে প্রবেশ ও বাইরে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়।

তবে এ নিয়মগুলো নতুন কোন নিয়ম নয় বরং আগে থেকেই ছিল বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. শাহেদুর রশিদ বলেন, ‘রাত ১০ টার মধ্যে ছাত্রীদের হলে প্রবেশের নিয়ম নতুন নয়। সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে নিয়মগুলো বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে”।

অন্যদিকে নারী হলগুলোতে প্রবেশ ও বের হওয়ার নিয়মকে নারী-পুরুষ শিক্ষার্থীদের মধ্যে এই নীতিকে বৈষম্যমুলক ও অযৌক্তিক দাবি করে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বামপন্থী শিক্ষকদের সংগঠন শিক্ষক মঞ্চ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর নারী শিক্ষার্থীদের জন্য সূর্যাস্তের সময় হলে প্রবেশ সংক্রান্ত ‘সান্ধ্য আইন’ করা হয়। পরবর্তীতে ১৯৯৬ সালে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে হলে প্রবেশের সময় বাড়িয়ে রাত ১০ টা নির্ধারণ করা হয়।

সম্প্রতি জাহানারা ইমাম হলে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করলে এ নিয়ে ক্যাম্পাসে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।