অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ Logo বগুড়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে গৃহবধু আহত Logo বাউফলে নির্বাচনী সহিংসতা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, ইউপি সদস্যকে কুপিয়ে জখম।  Logo সান্তাহারে ট্রেনে পৃথক স্থানে কাটা পড়ে দুই যুবকের মৃত্য Logo বগুড় সান্তাহারে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা Logo জন্মগত জটিল রোগে ভুগছেন শিশু কাওসার, অর্থের অভাবে থেমে আছে চিকিৎসা। Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo বেবিচকের ধনকুবের খ্যাত শত কোটি টাকার মালিক সুব্রত চন্দ্র দে। দুদকে অভিযোগে Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo এতদিন কি তাহলে বিআরটিএ ঘুমিয়ে ছিল? প্রশ্ন কাদেরের

শচিন না সৌরভ- শিরোপা কার?

মুম্বাই: অ্যাটলেটিকো দি কলকাতা ও কেরালা ব্লাস্টার্সের মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে শনিবার পর্দা নামতে যাচ্ছে প্রথমবারের মতো আয়োজিত ইন্ডিয়ান সুপার লিগ’র (আইএসএল)। সৌরভ গাঙ্গুলির কলকাতা নাকি শচিন টেন্ডুলকারের কেরালা? কে হাসবে শেষ হাসি- তা জানতে অপেক্ষা করতে হবে আর মাত্র ১০ ঘণ্টা।

এর আগেও শচিন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলি মুখোমুখি হয়েছেন। কখনও জিতেছেন শচিন৷ আবার কখনও শেষ হাসি হেসেছেন প্রিন্স অব কলকাতা৷ তবে গড়পড়তাশচিনই হারিয়েছেন সৌরভকে৷ ফের মুখোমুখি ভারতীয় ক্রিকেটের দুই সুপারস্টার৷ তবে এবার অবশ্য ক্রিকেটে নয়৷ এবার ফুটবলে মুখোমুখি দুই মহাতারকা৷

শচিন বা সৌরভ অবশ্য এবার মাঠে নেমে খেলবেন না, খেলবে তাদের দল৷ শনিবার আইএসএলের মেগা ফাইনালে শচিনের কেরালা ব্লাটার্সের মুখোমুখি হবে সৌরভের অ্যাটলেটিকো কলকাতা৷ ট্রাইব্রেকারে গোয়াকে সেমিফাইনালে হারানোর পরে ফাইনাল ম্যাচের জন্য আত্মবিশ্বাসী হাবাসের দল৷ আইএসএলের প্রথম মেগা ফাইনাল জিতে ইতিহাস সৃষ্টি করতে মরিয়া সৌরভের ছেলেরা।

এদিকে চোটের কারণে ফাইনাল না খেলেই চিকিৎসার জন্য দক্ষিণ আফ্রিকা চলে যাচ্ছেন অ্যাটলেটিকো কলকাতার এক নম্বর স্ট্রাইকার ফিকরু৷ তবে চোটের কথা অ্যাটলেটিকো কলকাতার পক্ষ থেকে বলা হলেও খবরের ভিতরের খবর, হাবাসের সঙ্গে গণ্ডোগোলের জেরেই ফিকরুকে ছেঁটে ফেলা হল৷গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলেছিলেন ফিকরু৷ গোয়ার বিরুদ্ধে দুটো সেমিফাইনাল ম্যাচে খেলেননি তিনি৷

তাই ফিকরু না খেললেও মেগা ফাইনাল ম্যাচে কোনও সমস্যা হবে না বলে মনে করছে অ্যাটলেটিকো কলকাতার টিম ম্যানেজমেন্ট৷ বরংশচিনের দলের বিরুদ্ধে মেগা ফাইনাল জেতার জন্য কলকাতা শিবির তাকিয়ে রয়েছে সেই মার্কিন ফুটবলার লুইস গার্সিয়ার দিকেই৷ কলকাতা দলে মাঝমাঠে খেলা তৈরি করেন গার্সিয়া৷ লিভারপুলের সাবেক এই ফুটবলারটি যেদিন খেলেননি তার অভাব অনুভুত হয়েছে। গার্সিয়ার সঙ্গেও বিরোধ বেঁধেছিল হাবাসের৷ কিন্তু ভুল বুঝতে পেরে কিছুটা সমস্যা মিটিয়ে নিয়েছেন কলকাতা কোচ৷ এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য গার্সিয়ার দিকেই তাকিয়ে রয়েছেন তিনি। -ওয়েবসাইট

Tag :
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ

শচিন না সৌরভ- শিরোপা কার?

আপডেট টাইম : ০৫:১৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০১৪

মুম্বাই: অ্যাটলেটিকো দি কলকাতা ও কেরালা ব্লাস্টার্সের মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে শনিবার পর্দা নামতে যাচ্ছে প্রথমবারের মতো আয়োজিত ইন্ডিয়ান সুপার লিগ’র (আইএসএল)। সৌরভ গাঙ্গুলির কলকাতা নাকি শচিন টেন্ডুলকারের কেরালা? কে হাসবে শেষ হাসি- তা জানতে অপেক্ষা করতে হবে আর মাত্র ১০ ঘণ্টা।

এর আগেও শচিন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলি মুখোমুখি হয়েছেন। কখনও জিতেছেন শচিন৷ আবার কখনও শেষ হাসি হেসেছেন প্রিন্স অব কলকাতা৷ তবে গড়পড়তাশচিনই হারিয়েছেন সৌরভকে৷ ফের মুখোমুখি ভারতীয় ক্রিকেটের দুই সুপারস্টার৷ তবে এবার অবশ্য ক্রিকেটে নয়৷ এবার ফুটবলে মুখোমুখি দুই মহাতারকা৷

শচিন বা সৌরভ অবশ্য এবার মাঠে নেমে খেলবেন না, খেলবে তাদের দল৷ শনিবার আইএসএলের মেগা ফাইনালে শচিনের কেরালা ব্লাটার্সের মুখোমুখি হবে সৌরভের অ্যাটলেটিকো কলকাতা৷ ট্রাইব্রেকারে গোয়াকে সেমিফাইনালে হারানোর পরে ফাইনাল ম্যাচের জন্য আত্মবিশ্বাসী হাবাসের দল৷ আইএসএলের প্রথম মেগা ফাইনাল জিতে ইতিহাস সৃষ্টি করতে মরিয়া সৌরভের ছেলেরা।

এদিকে চোটের কারণে ফাইনাল না খেলেই চিকিৎসার জন্য দক্ষিণ আফ্রিকা চলে যাচ্ছেন অ্যাটলেটিকো কলকাতার এক নম্বর স্ট্রাইকার ফিকরু৷ তবে চোটের কথা অ্যাটলেটিকো কলকাতার পক্ষ থেকে বলা হলেও খবরের ভিতরের খবর, হাবাসের সঙ্গে গণ্ডোগোলের জেরেই ফিকরুকে ছেঁটে ফেলা হল৷গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলেছিলেন ফিকরু৷ গোয়ার বিরুদ্ধে দুটো সেমিফাইনাল ম্যাচে খেলেননি তিনি৷

তাই ফিকরু না খেললেও মেগা ফাইনাল ম্যাচে কোনও সমস্যা হবে না বলে মনে করছে অ্যাটলেটিকো কলকাতার টিম ম্যানেজমেন্ট৷ বরংশচিনের দলের বিরুদ্ধে মেগা ফাইনাল জেতার জন্য কলকাতা শিবির তাকিয়ে রয়েছে সেই মার্কিন ফুটবলার লুইস গার্সিয়ার দিকেই৷ কলকাতা দলে মাঝমাঠে খেলা তৈরি করেন গার্সিয়া৷ লিভারপুলের সাবেক এই ফুটবলারটি যেদিন খেলেননি তার অভাব অনুভুত হয়েছে। গার্সিয়ার সঙ্গেও বিরোধ বেঁধেছিল হাবাসের৷ কিন্তু ভুল বুঝতে পেরে কিছুটা সমস্যা মিটিয়ে নিয়েছেন কলকাতা কোচ৷ এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য গার্সিয়ার দিকেই তাকিয়ে রয়েছেন তিনি। -ওয়েবসাইট