অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

পিতা-পুত্রের দুই দশকের শিকলবন্দি জীবন

বাংলার খবর২৪.কম: 500x350_758e7310f066689a019b9f261ffb28ed_87936_1মানসিক রোগী পিতা-পুত্রের পায়ে শিকল বেঁধে রাখা হয়েছে ২০ বছর ধরে। স্বজনদের পক্ষ থেকে এ বিষয়ে সরকারি সহায়তা চেয়েও কোনো সাড়া মেলে নি। অর্থের অভাবে কোনো চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না। ফলে তারা শিকলবন্দিই থাকছেন।
ভারতের মধ্যপ্রদেশের নরসিংহপুরের একটি গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই গ্রামের একটি ছোট্ট বাড়ি। তার পেছনদিকে একটি গরু বাঁধা। একই রকমভাবে শিকলে বাঁধা ৬৫ বছর বয়সী চূড়ামন কৌরব ও তার এক ছেলে।
পরীক্ষা করে তাদের মানসিক সমস্যা ধরা পড়ে এক দশকেরও বেশি আগে । তাদের দেখভালের দায়িত্ব পড়ে আরেক ছেলে দিনেশ কৌরবের ওপর। কিন্তু দিনেশ হতদরিদ্র। মাসে তার আয় ৩০০০ রুপি। পরিবারে সদস্য ৭ জনের। এত বড় সংসার চালিয়ে পিতা ও ভাইয়ের চিকিৎসা খরচ চালানো তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কারণ, যা উপার্জন করেন তার এক-তৃতীয়াংশই চিকিৎসা খাতে খরচ করতে হয়। আর্থিক ও মানসিক এক যন্ত্রণা তাকে দংশন করছে। তা সত্ত্বেও কিছু করার নেই।
পিতা-পুত্রকে একসঙ্গে বেঁধে রাখা ছাড়া তার সামনে আর কোন পথ খোলা ছিল না। তাদের তিনি মাঝেমাঝে ঘর থেকে বের করে বাড়ির বাইরে নিয়ে যান। আবার নিয়ে যান বাড়ির ভেতরে।
দিনেশ বলেন, যদি বাবা ও ভাইয়ের পায়ের শিকল খুলে দিই তাহলে তারা নিজেদের ওপর আঘাত করতে পারে অথবা অন্যদের ওপরও আঘাত করতে পারে। তাদের ছবি নিয়ে আমি কালেক্টরের কাছে গিয়েছিলাম কিছু সাহায্যের আশায়। কিন্তু আমার জন্য কিছুই করে নি প্রশাসন। দিনেশ আরো বলেন, এর আগে আমি বাবা ও ভাইকে জাবালপুর ও গোয়ালিয়রে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চেষ্টা করেছি। কিন্তু সে ক্ষেত্রে আমার জমানো অর্থ শেষ হয়ে যায়। নিয়মিত চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে আমাকে কাজ থেকে সরে আসতে হয়।
স্থানীয় ট্যাক্স কালেকটর রাজেশ শাহ বলেন, ওই পরিবারটি তার কাছে গিয়েছিল সাহায্যের জন্য। আমরা তাদের চিকিৎসার জন্য সহায়তা করতে না পারায় তাদের বিপিএল তালিকাভুক্ত করেছি।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

পিতা-পুত্রের দুই দশকের শিকলবন্দি জীবন

আপডেট টাইম : ১২:২৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০১৪

বাংলার খবর২৪.কম: 500x350_758e7310f066689a019b9f261ffb28ed_87936_1মানসিক রোগী পিতা-পুত্রের পায়ে শিকল বেঁধে রাখা হয়েছে ২০ বছর ধরে। স্বজনদের পক্ষ থেকে এ বিষয়ে সরকারি সহায়তা চেয়েও কোনো সাড়া মেলে নি। অর্থের অভাবে কোনো চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না। ফলে তারা শিকলবন্দিই থাকছেন।
ভারতের মধ্যপ্রদেশের নরসিংহপুরের একটি গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই গ্রামের একটি ছোট্ট বাড়ি। তার পেছনদিকে একটি গরু বাঁধা। একই রকমভাবে শিকলে বাঁধা ৬৫ বছর বয়সী চূড়ামন কৌরব ও তার এক ছেলে।
পরীক্ষা করে তাদের মানসিক সমস্যা ধরা পড়ে এক দশকেরও বেশি আগে । তাদের দেখভালের দায়িত্ব পড়ে আরেক ছেলে দিনেশ কৌরবের ওপর। কিন্তু দিনেশ হতদরিদ্র। মাসে তার আয় ৩০০০ রুপি। পরিবারে সদস্য ৭ জনের। এত বড় সংসার চালিয়ে পিতা ও ভাইয়ের চিকিৎসা খরচ চালানো তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কারণ, যা উপার্জন করেন তার এক-তৃতীয়াংশই চিকিৎসা খাতে খরচ করতে হয়। আর্থিক ও মানসিক এক যন্ত্রণা তাকে দংশন করছে। তা সত্ত্বেও কিছু করার নেই।
পিতা-পুত্রকে একসঙ্গে বেঁধে রাখা ছাড়া তার সামনে আর কোন পথ খোলা ছিল না। তাদের তিনি মাঝেমাঝে ঘর থেকে বের করে বাড়ির বাইরে নিয়ে যান। আবার নিয়ে যান বাড়ির ভেতরে।
দিনেশ বলেন, যদি বাবা ও ভাইয়ের পায়ের শিকল খুলে দিই তাহলে তারা নিজেদের ওপর আঘাত করতে পারে অথবা অন্যদের ওপরও আঘাত করতে পারে। তাদের ছবি নিয়ে আমি কালেক্টরের কাছে গিয়েছিলাম কিছু সাহায্যের আশায়। কিন্তু আমার জন্য কিছুই করে নি প্রশাসন। দিনেশ আরো বলেন, এর আগে আমি বাবা ও ভাইকে জাবালপুর ও গোয়ালিয়রে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চেষ্টা করেছি। কিন্তু সে ক্ষেত্রে আমার জমানো অর্থ শেষ হয়ে যায়। নিয়মিত চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে আমাকে কাজ থেকে সরে আসতে হয়।
স্থানীয় ট্যাক্স কালেকটর রাজেশ শাহ বলেন, ওই পরিবারটি তার কাছে গিয়েছিল সাহায্যের জন্য। আমরা তাদের চিকিৎসার জন্য সহায়তা করতে না পারায় তাদের বিপিএল তালিকাভুক্ত করেছি।