পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতিতে বহিষ্কৃত অধ্যক্ষকে সভাপতি করতে এমপির ডিও

বাংলার খবর২৪.কম,index_49135রাজশাহী : রাজশাহীর পবার দারুসা কলেজের বহিষ্কৃত অধ্যক্ষ আবদুল মান্নানকে এবার একই কলেজের পরিচালনা কমিটির সভাপতি পদে বসানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আয়েন উদ্দিন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ডিমান্ড অর্ডার (ডিও লেটার) দিয়েছেন।

দুর্নীতি, স্বজনপ্রীতি, অর্থআত্মসাতসহ নানা অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২০১০ সালে আবদুল মান্নানকে ওই কলেজের অধ্যক্ষ পদ থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। কিন্তু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফ আলীকে অস্ত্রের মুখে জিম্মি করে ২০১৩ সালের ২৩ ডিসেম্বর অধ্যক্ষের পদ দখল করেন আবদুল মান্নান। তবে মান্নানের সে প্রচেষ্টাও সফল হয়নি। পরে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্য একজনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন।

এ ঘটনার কিছুদিন পরেই পবা-মোহনপুর আসনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা আয়েন উদ্দীন সংসদ সদস্য হন। সে সময় অভিযোগ উঠেছিল, আত্মীয়তার সূত্র থাকায় আয়েন উদ্দীনের ‘গ্রিন সিগনাল’ পেয়েই আবদুল মান্নান অস্ত্রের মুখে কলেজের অধ্যক্ষের পদ দখলের চেষ্টা করেছিলেন।

তবে পবা এলাকার সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর ‘খাস’ লোক হিসেবেই পরিচিত ছিলেন আবদুল মান্নান। রাসিক নির্বাচনে বিএনপি দলীয় বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে সম্মিলিত নাগরিক ফোরামের সদস্যও ছিলেন তিনি।

কলেজের শিক্ষক ও কলেজ পরিচালনা কমিটির অভিযোগ, দুর্নীতির অভিযোগে বহিষ্কৃত সেই আবদুল মান্নানকে রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে আবার দারুসা কলেজে ফিরিয়ে আনার প্রচেষ্টা শুরু হয়েছে।

সংসদ সদস্য আয়েন উদ্দীন গত দেড় মাস আগে নিজেরই মনোনীত বর্তমান কলেজ পরিচালনা কমিটির সভাপতি হারুন-অর-রশিদকে সরিয়ে আবদুল মান্নানকে ফিরিয়ে আনতে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ডিমান্ড অর্ডার (ডিও লেটার) দিয়েছেন।

তবে আয়েন উদ্দীন দাবি করেছেন, মান্নানকে কলেজে ফেরাতে কোনো ডিও লেটার দেওয়া হয়নি। দারুসা কলেজে দীর্ঘদিন ধরে নানা সংকট চলছে। তা মেটাতেই কলেজ সভাপতিকে পরিবর্তনের জন্য শিক্ষা বোর্ডকে বলেছেন তিনি। যদিও কলেজ পরিচালনা কমিটি ও শিক্ষক-কর্মচারীরা জানিয়েছেন, কলেজে কোনো সংকট নেই। বরং অধ্যক্ষ মান্নানকে সরিয়েই কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুর রউফ মিয়া ডিও লেটার পাওয়ার কথা স্বীকার করলেও দাফতরিক কাজে ঢাকায় থাকায় কাগজপত্র না দেখে পুরো বিষয়টি বলতে পারবেন না বলে জানান।

শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আনারুল হক প্রামাণিক জানান, সংসদ সদস্য আয়েন উদ্দীনের একটি ডিও লেটার পাওয়া গেছে। সেখানে তিনি কলেজ পরিচালনা কমিটির সভাপতিকে পরিবর্তনের কথা বলেছেন। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বোর্ড চেয়ারম্যান। তিনি ঢাকায় আছেন। তাই পরে আলোচনা করে ডিও লেটারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজশাহীর পবা উপজেলার দারুসা কলেজ ফান্ডের অর্থআত্মসাৎ, জালিয়াতির মাধ্যমে স্ত্রীকে চাকরি দেওয়া, কলেজের জমি নিজে ভোগদখল, রেজুলেশন জালিয়াতি, প্যাটার্ন বহির্ভূত শিক্ষক নিয়োগসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে কলেজের অধ্যক্ষ আবদুল মান্নানকে ২০১০ সালে জেলা প্রশাসকের নির্দেশে কলেজ পরিচালনা পর্ষদ বরখান্ত করে।

এরপর রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডও অধ্যক্ষ আবদুল মান্নানকে বরখাস্তের বিষয়টি অনুমোদন দেয়। বরখাস্তের প্রতিবাদে অধ্যক্ষ আবদুল মান্নান উচ্চ আদালতে রিট করেন। রিটের এখনো কোনো সুরাহা হয়নি।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

দুর্নীতিতে বহিষ্কৃত অধ্যক্ষকে সভাপতি করতে এমপির ডিও

আপডেট টাইম : ০৩:২৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০১৪

বাংলার খবর২৪.কম,index_49135রাজশাহী : রাজশাহীর পবার দারুসা কলেজের বহিষ্কৃত অধ্যক্ষ আবদুল মান্নানকে এবার একই কলেজের পরিচালনা কমিটির সভাপতি পদে বসানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আয়েন উদ্দিন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ডিমান্ড অর্ডার (ডিও লেটার) দিয়েছেন।

দুর্নীতি, স্বজনপ্রীতি, অর্থআত্মসাতসহ নানা অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২০১০ সালে আবদুল মান্নানকে ওই কলেজের অধ্যক্ষ পদ থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। কিন্তু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফ আলীকে অস্ত্রের মুখে জিম্মি করে ২০১৩ সালের ২৩ ডিসেম্বর অধ্যক্ষের পদ দখল করেন আবদুল মান্নান। তবে মান্নানের সে প্রচেষ্টাও সফল হয়নি। পরে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্য একজনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন।

এ ঘটনার কিছুদিন পরেই পবা-মোহনপুর আসনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা আয়েন উদ্দীন সংসদ সদস্য হন। সে সময় অভিযোগ উঠেছিল, আত্মীয়তার সূত্র থাকায় আয়েন উদ্দীনের ‘গ্রিন সিগনাল’ পেয়েই আবদুল মান্নান অস্ত্রের মুখে কলেজের অধ্যক্ষের পদ দখলের চেষ্টা করেছিলেন।

তবে পবা এলাকার সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর ‘খাস’ লোক হিসেবেই পরিচিত ছিলেন আবদুল মান্নান। রাসিক নির্বাচনে বিএনপি দলীয় বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে সম্মিলিত নাগরিক ফোরামের সদস্যও ছিলেন তিনি।

কলেজের শিক্ষক ও কলেজ পরিচালনা কমিটির অভিযোগ, দুর্নীতির অভিযোগে বহিষ্কৃত সেই আবদুল মান্নানকে রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে আবার দারুসা কলেজে ফিরিয়ে আনার প্রচেষ্টা শুরু হয়েছে।

সংসদ সদস্য আয়েন উদ্দীন গত দেড় মাস আগে নিজেরই মনোনীত বর্তমান কলেজ পরিচালনা কমিটির সভাপতি হারুন-অর-রশিদকে সরিয়ে আবদুল মান্নানকে ফিরিয়ে আনতে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ডিমান্ড অর্ডার (ডিও লেটার) দিয়েছেন।

তবে আয়েন উদ্দীন দাবি করেছেন, মান্নানকে কলেজে ফেরাতে কোনো ডিও লেটার দেওয়া হয়নি। দারুসা কলেজে দীর্ঘদিন ধরে নানা সংকট চলছে। তা মেটাতেই কলেজ সভাপতিকে পরিবর্তনের জন্য শিক্ষা বোর্ডকে বলেছেন তিনি। যদিও কলেজ পরিচালনা কমিটি ও শিক্ষক-কর্মচারীরা জানিয়েছেন, কলেজে কোনো সংকট নেই। বরং অধ্যক্ষ মান্নানকে সরিয়েই কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুর রউফ মিয়া ডিও লেটার পাওয়ার কথা স্বীকার করলেও দাফতরিক কাজে ঢাকায় থাকায় কাগজপত্র না দেখে পুরো বিষয়টি বলতে পারবেন না বলে জানান।

শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আনারুল হক প্রামাণিক জানান, সংসদ সদস্য আয়েন উদ্দীনের একটি ডিও লেটার পাওয়া গেছে। সেখানে তিনি কলেজ পরিচালনা কমিটির সভাপতিকে পরিবর্তনের কথা বলেছেন। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বোর্ড চেয়ারম্যান। তিনি ঢাকায় আছেন। তাই পরে আলোচনা করে ডিও লেটারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজশাহীর পবা উপজেলার দারুসা কলেজ ফান্ডের অর্থআত্মসাৎ, জালিয়াতির মাধ্যমে স্ত্রীকে চাকরি দেওয়া, কলেজের জমি নিজে ভোগদখল, রেজুলেশন জালিয়াতি, প্যাটার্ন বহির্ভূত শিক্ষক নিয়োগসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে কলেজের অধ্যক্ষ আবদুল মান্নানকে ২০১০ সালে জেলা প্রশাসকের নির্দেশে কলেজ পরিচালনা পর্ষদ বরখান্ত করে।

এরপর রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডও অধ্যক্ষ আবদুল মান্নানকে বরখাস্তের বিষয়টি অনুমোদন দেয়। বরখাস্তের প্রতিবাদে অধ্যক্ষ আবদুল মান্নান উচ্চ আদালতে রিট করেন। রিটের এখনো কোনো সুরাহা হয়নি।