পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

অবৈধ কাজে লিপ্ত থাকার সময় শাজাহানপুরে হাতেনাতে আটক বেয়াই-বেয়াইন!

বগুড়া শাজাহানপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ ১ বছর যাবৎ অবৈধ মেলামেশার পর অবশেষে এলাকাবাসির হাতে আটক হলেন উপজেলার ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি।
এলাকাবাসি আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে খবর দিলে কপোতি নাজমা সহ পিটুকে উদ্ধার করে রবিবার রাতে থানায় নিয়ে আসে পুলিশ। এরপর শুরু হয় স্থানীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জোর তদবীর এবং শেষ পর্যন্ত এরাই সফল।

কপোতি নাজমাকে ভুল বুঝিয়ে এক প্রকার চাপ দিয়েই স্বামীর ঘরে পাঠায় এবং কোন মামলা ছাড়াই ৫৪ ধারায় গ্রেফতারে আদালতে প্রেরনের মাধ্যমে তাদের সাফল্যের বহিঃপ্রকাশ ঘটে।

আটক কপোতি নাজমা ও স্থানীয় বরাতে জানাযায়, আটক পিটু ও নাজমা দুসম্পর্কের বেয়াই-বেয়াইন।

এ সূত্রে দীর্ঘদিন যাবৎ উভয় পরিবারের মধ্যে যাতায়াত ছিল। উভয়েরই স্ত্রী, স্বামী, সন্তান আছে। নাজমা উপজেলার রাজারামপুর গ্রামের মন্তেজারের স্ত্রী। এবং পিটু বড়নগর গ্রামের মৃত লোকমানের ছেলে।

মন্তেজার একটু বয়স্ক হওয়ায় এই সুযোগে বিভিন্ন চাটুকারীতা, বিয়ের প্রলোভন, নতুন সংসারের সপ্ন দেখিয়ে নাজমার সাথে এক পর্যায়ে একটি অবৈধ সম্পর্ক গড়ে তোলে পিটু।

স্বামীর অবর্তমানে নাজমার বাসায় যাতায়াত করত পিটু। দলীয় প্রভাব থাকায় পিটুকে কিছু বলার সাহস পেতনা পড়শীরা। কিন্তুু রবিবার রাতে এলাকার তরুন ও মাতববরা এক হয়ে নাজমা ও পিটুকে অবৈধ কাজে লিপ্ত থাকার সময় হাতেনাতে আটক করে পুলিশে সোর্পদ করে।

এসবের পরেও বৃদ্ধ স্বামী মন্তেজার ছোট দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে স্ত্রী নাজমাকে সবভুল মাফ করে নিজের ঘরে নিতে চায় আর এই সুযোগ কাজে লাগিয়ে দলীয় নেতাকর্মীরা চাপ পূর্বক এবং স্বামী মন্তেজারের নিকট হতে ২০ শতাংশ জমি নাজমার নামে দলীল করে নিয়ে দিবে মর্মে জোর পূর্বক ভাবে মন্তেজারের সাথে বাড়ি পাঠিয়ে দেয় এবং মামলা করে কিছুই করতে পারবেনা বলে নাজমাকে হুমকি দেয়। এ নিয়ে সাধারণ এলাকাবাসি একটি প্রবাদ বাক্য রটাচ্ছে “পাখি কাঁঠাল খাইছে, সুতরাং গাছেরই দোষ”।
এ বিষয়ে আটক থাকা অবস্থায় নাজমা জানায়, আমাকে গত রাতেই বাড়ী থেকে নিয়ে বিয়ে করার কথা ছিল পিটুর অথচ আজ সবকিছু
অস্বীকার করছে আর সবাই আমায় বাড়ি পাঠিয়ে দিচ্ছে কিন্তুু পিটু আমার সাথে মিথ্যা কথা বলে ১ বৎসর ধরে যে সম্পর্ক করল এর কোন বিচারই পেলাম না।

বিস্তারিত জানতে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক তাজমিলুর রহমান বলেন, এলাকাবাসির সংবাদের ভিত্তিতে আটক অবস্থায় উদ্ধার করে উভয়কে থানায় নিয়ে আসা হয়।

পিটুকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি। মামলা হলে পরবর্তীতে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

অবৈধ কাজে লিপ্ত থাকার সময় শাজাহানপুরে হাতেনাতে আটক বেয়াই-বেয়াইন!

আপডেট টাইম : ০৮:৫৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০১৫

বগুড়া শাজাহানপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ ১ বছর যাবৎ অবৈধ মেলামেশার পর অবশেষে এলাকাবাসির হাতে আটক হলেন উপজেলার ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি।
এলাকাবাসি আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে খবর দিলে কপোতি নাজমা সহ পিটুকে উদ্ধার করে রবিবার রাতে থানায় নিয়ে আসে পুলিশ। এরপর শুরু হয় স্থানীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জোর তদবীর এবং শেষ পর্যন্ত এরাই সফল।

কপোতি নাজমাকে ভুল বুঝিয়ে এক প্রকার চাপ দিয়েই স্বামীর ঘরে পাঠায় এবং কোন মামলা ছাড়াই ৫৪ ধারায় গ্রেফতারে আদালতে প্রেরনের মাধ্যমে তাদের সাফল্যের বহিঃপ্রকাশ ঘটে।

আটক কপোতি নাজমা ও স্থানীয় বরাতে জানাযায়, আটক পিটু ও নাজমা দুসম্পর্কের বেয়াই-বেয়াইন।

এ সূত্রে দীর্ঘদিন যাবৎ উভয় পরিবারের মধ্যে যাতায়াত ছিল। উভয়েরই স্ত্রী, স্বামী, সন্তান আছে। নাজমা উপজেলার রাজারামপুর গ্রামের মন্তেজারের স্ত্রী। এবং পিটু বড়নগর গ্রামের মৃত লোকমানের ছেলে।

মন্তেজার একটু বয়স্ক হওয়ায় এই সুযোগে বিভিন্ন চাটুকারীতা, বিয়ের প্রলোভন, নতুন সংসারের সপ্ন দেখিয়ে নাজমার সাথে এক পর্যায়ে একটি অবৈধ সম্পর্ক গড়ে তোলে পিটু।

স্বামীর অবর্তমানে নাজমার বাসায় যাতায়াত করত পিটু। দলীয় প্রভাব থাকায় পিটুকে কিছু বলার সাহস পেতনা পড়শীরা। কিন্তুু রবিবার রাতে এলাকার তরুন ও মাতববরা এক হয়ে নাজমা ও পিটুকে অবৈধ কাজে লিপ্ত থাকার সময় হাতেনাতে আটক করে পুলিশে সোর্পদ করে।

এসবের পরেও বৃদ্ধ স্বামী মন্তেজার ছোট দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে স্ত্রী নাজমাকে সবভুল মাফ করে নিজের ঘরে নিতে চায় আর এই সুযোগ কাজে লাগিয়ে দলীয় নেতাকর্মীরা চাপ পূর্বক এবং স্বামী মন্তেজারের নিকট হতে ২০ শতাংশ জমি নাজমার নামে দলীল করে নিয়ে দিবে মর্মে জোর পূর্বক ভাবে মন্তেজারের সাথে বাড়ি পাঠিয়ে দেয় এবং মামলা করে কিছুই করতে পারবেনা বলে নাজমাকে হুমকি দেয়। এ নিয়ে সাধারণ এলাকাবাসি একটি প্রবাদ বাক্য রটাচ্ছে “পাখি কাঁঠাল খাইছে, সুতরাং গাছেরই দোষ”।
এ বিষয়ে আটক থাকা অবস্থায় নাজমা জানায়, আমাকে গত রাতেই বাড়ী থেকে নিয়ে বিয়ে করার কথা ছিল পিটুর অথচ আজ সবকিছু
অস্বীকার করছে আর সবাই আমায় বাড়ি পাঠিয়ে দিচ্ছে কিন্তুু পিটু আমার সাথে মিথ্যা কথা বলে ১ বৎসর ধরে যে সম্পর্ক করল এর কোন বিচারই পেলাম না।

বিস্তারিত জানতে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক তাজমিলুর রহমান বলেন, এলাকাবাসির সংবাদের ভিত্তিতে আটক অবস্থায় উদ্ধার করে উভয়কে থানায় নিয়ে আসা হয়।

পিটুকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি। মামলা হলে পরবর্তীতে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।