অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

‘পুতিনের জি-৭ সম্মেলনে ফেরার রাস্তা বন্ধ’

ডেস্ক : জি-৭ সম্মেলন শুরুর আগেই হাওয়া গরম৷ক্যানাডার প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ভ্লাদিমির পুতিনকে ক্ষমতায় রেখে রাশিয়া জি-৭-এ ফিরতে চাইলে তাঁর দেশ বিরোধিতা করবে৷রাশিয়ার ফেরার সম্ভাবনা আঙ্গেলা ম্যার্কেলও নাকচ করে দিয়েছেন৷

ক্রাইমিয়াকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করে নেয়ার পর রাশিয়াকে জি-৭ থেকে বহিষ্কার করা হয়৷ রবিবার জার্মানিতে শুরু হচ্ছে এবারের শীর্ষ সম্মেলন৷ তার আগে আসন্ন সম্মেলনে গুরুত্ব পেতে পারে এমন কিছু বিষয় নিয়েই কথা বলছেন সদস্য দেশগুলোর প্রতিনিধিরা৷ বার্তা সংস্থা এপিকে দেয়া সাক্ষাৎকারে ক্যানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার বলেছেন, ‘‘ভ্লাদিমির পুতিন থাকতে রাশিয়া আর জি-৭-এ ফেরার যোগ্যতা রাখে বলে আমি মনে করি না৷পুতিন ওখানে (জি-৭) এসে বসতে চাইলে ক্যানাডা কঠোরভাবে বিরোধিতা করবে৷”

এবারের জি-৭ শীর্ষ সম্মেলন হবে বাভারিয়ান আল্পসের শ্লস এলমাউ-তে৷ সম্মেলনে যোগ দিতে জার্মানি আসার আগে ইউক্রেনে যাচ্ছেন স্টিফেন হার্পার৷কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো এবং প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াৎসেনিয়ুকের সঙ্গে বৈঠক করবেন তিনি৷গুরুত্বপূর্ণ এ সফরের আগে হার্পার রাশিয়া সম্পর্কে আরো বলেন, ‘‘এ দেশটি প্রতিবেশী দেশগুলোকে দখল করে নিতে চায়, এমন ইচ্ছের প্রকাশ ঘটিয়েছে৷ তাই আমি মনে করি বিষয়টিকে হালকাভাবে না নিয়ে গুরুত্ব দিয়ে দেখা উচিত৷”

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল মনে করেন, জি-৭-এ রাশিয়ার ফেরার সম্ভাবনা আপাতত একেবারেই বাস্তবসম্মত নয়৷ বার্তা সংস্থা ডিপিএকে তিনি বলেছেন, ‘‘এ মুহূর্তে রাশিয়ার অংশগ্রহণের সম্ভাবনা নেই৷ জি-৭ এমন এক জোট যেখানে গণতন্ত্র এবং আইনের শাসনের মতো বিষয়গুলোকে গুরুত্ব দেয়া হয়৷ ক্রাইমিয়া দখল করে রাশিয়া আন্তর্জাতিক আইনও লঙ্ঘন করেছে৷” তবে পাশাপাশি রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার গুরুত্বও তুলে ধরেছেন তিনি৷ এ প্রসঙ্গে ম্যার্কেল বলেন, ‘‘আমরা অবশ্যই রাশিয়ার সঙ্গে কাজ করতে চাই৷ ভবিষ্যতে কখনো হয়ত করবো৷ আসলে সিরিয়া সংকটের মতো কিছু ইস্যু তো রাশিয়াকে ছাড়া সমাধান করা সম্ভব নয়৷ তাই আমি নিয়মিত ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি৷”

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

‘পুতিনের জি-৭ সম্মেলনে ফেরার রাস্তা বন্ধ’

আপডেট টাইম : ০৭:০৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫

ডেস্ক : জি-৭ সম্মেলন শুরুর আগেই হাওয়া গরম৷ক্যানাডার প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ভ্লাদিমির পুতিনকে ক্ষমতায় রেখে রাশিয়া জি-৭-এ ফিরতে চাইলে তাঁর দেশ বিরোধিতা করবে৷রাশিয়ার ফেরার সম্ভাবনা আঙ্গেলা ম্যার্কেলও নাকচ করে দিয়েছেন৷

ক্রাইমিয়াকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করে নেয়ার পর রাশিয়াকে জি-৭ থেকে বহিষ্কার করা হয়৷ রবিবার জার্মানিতে শুরু হচ্ছে এবারের শীর্ষ সম্মেলন৷ তার আগে আসন্ন সম্মেলনে গুরুত্ব পেতে পারে এমন কিছু বিষয় নিয়েই কথা বলছেন সদস্য দেশগুলোর প্রতিনিধিরা৷ বার্তা সংস্থা এপিকে দেয়া সাক্ষাৎকারে ক্যানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার বলেছেন, ‘‘ভ্লাদিমির পুতিন থাকতে রাশিয়া আর জি-৭-এ ফেরার যোগ্যতা রাখে বলে আমি মনে করি না৷পুতিন ওখানে (জি-৭) এসে বসতে চাইলে ক্যানাডা কঠোরভাবে বিরোধিতা করবে৷”

এবারের জি-৭ শীর্ষ সম্মেলন হবে বাভারিয়ান আল্পসের শ্লস এলমাউ-তে৷ সম্মেলনে যোগ দিতে জার্মানি আসার আগে ইউক্রেনে যাচ্ছেন স্টিফেন হার্পার৷কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো এবং প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াৎসেনিয়ুকের সঙ্গে বৈঠক করবেন তিনি৷গুরুত্বপূর্ণ এ সফরের আগে হার্পার রাশিয়া সম্পর্কে আরো বলেন, ‘‘এ দেশটি প্রতিবেশী দেশগুলোকে দখল করে নিতে চায়, এমন ইচ্ছের প্রকাশ ঘটিয়েছে৷ তাই আমি মনে করি বিষয়টিকে হালকাভাবে না নিয়ে গুরুত্ব দিয়ে দেখা উচিত৷”

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল মনে করেন, জি-৭-এ রাশিয়ার ফেরার সম্ভাবনা আপাতত একেবারেই বাস্তবসম্মত নয়৷ বার্তা সংস্থা ডিপিএকে তিনি বলেছেন, ‘‘এ মুহূর্তে রাশিয়ার অংশগ্রহণের সম্ভাবনা নেই৷ জি-৭ এমন এক জোট যেখানে গণতন্ত্র এবং আইনের শাসনের মতো বিষয়গুলোকে গুরুত্ব দেয়া হয়৷ ক্রাইমিয়া দখল করে রাশিয়া আন্তর্জাতিক আইনও লঙ্ঘন করেছে৷” তবে পাশাপাশি রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার গুরুত্বও তুলে ধরেছেন তিনি৷ এ প্রসঙ্গে ম্যার্কেল বলেন, ‘‘আমরা অবশ্যই রাশিয়ার সঙ্গে কাজ করতে চাই৷ ভবিষ্যতে কখনো হয়ত করবো৷ আসলে সিরিয়া সংকটের মতো কিছু ইস্যু তো রাশিয়াকে ছাড়া সমাধান করা সম্ভব নয়৷ তাই আমি নিয়মিত ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি৷”