অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

বিতর্কিত কর্মকাণ্ডে রাবি ছাত্রলীগ সম্পাদক তুহিনকে অব্যাহতি

image_96203_0বাংলার খবর২৪.কম রাজশাহী: বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সমালোচিত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম তৌহিদ আল হোসেন তুহিনকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

শুক্রবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তুহিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

তিনি আরো জানান, তুহিনকে অব্যাহতি দিয়ে রাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন বিপ্লবকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

তুহিনের যত অপকর্ম
রাবি সূত্র জানায়, পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশকারা এবং দলের প্রভাবশালী নেতাদের মদদপুষ্ট হয়ে দিন দিন বেপোরোয়া হয়ে ওঠেন এই ছাত্রলীগ নেতা। তার বিরুদ্ধে দলীয়কর্মীকে হত্যা, স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ডাকাতি, ক্যাম্পাসে প্রকাশ্যে অস্ত্রবাজি, শিবির নেতা রাসেলের পা কাটা, সাংবাদিককে হত্যার হুমকি এবং সর্বশেষ চাঁদা না দেয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করার অভিযোগ রয়েছে।

সূত্রে জানা যায়, গত বছরের ২০ জুলাই ২৪তম কাউন্সিলের মাধ্যমে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ও ক্যাম্পাসে অস্ত্রধারী ক্যাডার হিসেবে পরিচিত তৌহিদ আল তুহিন।তুহিন রাজশাহীর বাঘা উপজেলার দিঘা গ্রামের মো. হোসেন আলী শেখের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এমবিএর শিক্ষার্থী ।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৫ জুলাই গভীর রাতে পদ্মা সেতুর চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সমর্থকদের মধে গোলাগুলিতে সাধারণ সম্পাদক সমর্থক ছাত্রলীগের নেতা আবদুল্লাহ আল হাসান সোহেল গুলিবিদ্ধ হয়ে মারা যান। রাবি ছাত্রলীগের তৎকালীন সভাপতি আহম্মেদ আলী মোল্লা সমর্থক তুহিন ছাত্রলীগ কর্মী সোহেল হত্যা মামলার প্রধান আসামি। ওই ঘটনার পর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করে। ২১ নভেম্বর ছাত্রলীগ নেতা তাকিম দূর্বৃত্তের হামলায় আহত হওয়ার পর এ বহিস্কার আদেশ প্রত্যাহার করে নেয়া হয়।

এর আগে ২০১১ সালের ২১ আগস্ট রাজশাহীর পদ্মা আবাসিক এলাকার একটি বাড়িতে ডাকাতির মামলা রয়েছে তার বিরুদ্ধে। ডাকাতির ঘটনায় তিন যুবকের সঙ্গে তুহিনও গ্রেফতার হন। পরে ওই মামলায় পুলিশ তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অবশ্য পরে তুহিন এফিডেভিট করলে মামলা থেকে তাকে বাদ দেয়া হয়।

২০১২ সালের ২ অক্টোবর ছাত্রশিবির নেতাকর্মীদের ক্যাম্পাস থেকে হঠাতে ফিল্মি স্টাইলে প্রকাশ্য অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ করে ছাত্রলীগের চিহ্নিত ক্যাডাররা। এতে শিবির সেক্রেটারিসহ অন্তত পাঁচ কর্মী গুলিবিদ্ধ হন। সংঘর্ষের সময় পিস্তল ও ধারালো হাসুয়া নিয়ে অগ্রণী ভূমিকায় ছিলেন তৌহিদ আল তুহিন।

এ ঘটনার ছবি বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রোনিক মিডিয়ায় ফলাও করে প্রকাশ হলে শিক্ষামন্ত্রী এসব অস্ত্রধারীদের চিহ্নিত করে বিচারের আওতার আনার জন্য তৎকালীন রাবি উপাচার্য প্রফেসর এম আবদুস সোবহানকে নির্দেশ দেন। কিন্তু ছাত্রলীগ নেতারা উপাচার্যের নিয়ন্ত্রণে থাকায় তিনি এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

এরপর ২০১৩ সালের ২০ জুলাই রাবি ছাত্রলীগের ২৪তম কাউন্সিল অনুষ্ঠিত হয়। ক্যম্পাসে শিবিরের বিরুদ্ধে সাহসী ভূমিকা রাখায় ওই কাউন্সিলে তৌহিদ আল তুহিনকে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।ওই বছরের ২২ আগস্ট রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় নবাব আব্দুল লতিফ হল প্রাধ্যাক্ষের বাসভবনের সামনে দুর্বৃত্তরা তুহিনের ওপর হামলা চালিয়ে তার হাত-পায়ের রগ কেটে দেয়।

তবে এ ঘটনায় শিবিরকে দায়ী করে ছাত্রলীগ। প্রায় তিন মাসের চিকিৎসা শেষে ফের ক্যাম্পাসে ফিরে আসে তুহিন। শারীরিক অসুস্থতার কারণে তিনি কয়েক মাস ক্যাম্পাসে তৎপর ছিলেন না।

এরপর চলতি বছরের ১৬ জুন শিবির নেতা জিয়াউদ্দিন বাবলুকে আটকের সময় পুলিশের সামনেই পিস্তল উঁচিয়ে বাবলুকে গুলি করতে উদ্ধত হন তুহিন। এতে ব্যর্থ হয়ে আরেক শিবির নেতা রাসেল আলমের গোড়ালী থেকে পা বিচ্ছিন্ন করে দেয় ছাত্রলীগ ক্যাডাররা। এর আগে রাসেলকে তুহিন প্রায় দুই ঘন্টা আটকে রেখেছিল বলে প্রত্যাক্ষদর্শীরা জানান।

২৮ জুন মুঠোফানে নাম্বার সেভ না থাকায় দৈনিক আমাদের সময়ের রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আমজাদ হোসেন শিমুলকে গালিগালাজ এবং হত্যার হুমকি দেন রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিন। এ বিষয়ে ওইদিন রাতেই নিরাপত্তা চেয়ে তুহিনের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় লিখিত অভিযোগও দিয়েছেন সাংবাদিক শিমুল।

সর্বশেষ বৃহস্পতিবার দুপরে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সিরাজুম মুনিরকে বেধড়ক পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় ছাত্রলীগ ক্যাডাররা। উপাচার্যের দফতরে তুহিনের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে প্রত্যাক্ষদর্শীরা জানান।

তবে এ ঘটনায় আহত প্রকৌশলী সিরাজুম মুনির এখন পর্যন্ত থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ করেননি।

মতিহার থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন নতুন বার্তাকে জানান, এ ঘটনায় শুক্রবার বিকেল পর্যন্ত কেউ মামলা বা লিখিত অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ এলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহাম্মদ মিজান উদ্দিন নতুন বার্তাকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর উপর হামলাকারীদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে।”

কী ধরনের ব্যবস্থা নেয়া হবে এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, “সেটা ব্যবস্থা নেয়ার পরই দেখতে পাবেন।”

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

বিতর্কিত কর্মকাণ্ডে রাবি ছাত্রলীগ সম্পাদক তুহিনকে অব্যাহতি

আপডেট টাইম : ০৩:১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০১৪

image_96203_0বাংলার খবর২৪.কম রাজশাহী: বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সমালোচিত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম তৌহিদ আল হোসেন তুহিনকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

শুক্রবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তুহিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

তিনি আরো জানান, তুহিনকে অব্যাহতি দিয়ে রাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন বিপ্লবকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

তুহিনের যত অপকর্ম
রাবি সূত্র জানায়, পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশকারা এবং দলের প্রভাবশালী নেতাদের মদদপুষ্ট হয়ে দিন দিন বেপোরোয়া হয়ে ওঠেন এই ছাত্রলীগ নেতা। তার বিরুদ্ধে দলীয়কর্মীকে হত্যা, স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ডাকাতি, ক্যাম্পাসে প্রকাশ্যে অস্ত্রবাজি, শিবির নেতা রাসেলের পা কাটা, সাংবাদিককে হত্যার হুমকি এবং সর্বশেষ চাঁদা না দেয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করার অভিযোগ রয়েছে।

সূত্রে জানা যায়, গত বছরের ২০ জুলাই ২৪তম কাউন্সিলের মাধ্যমে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ও ক্যাম্পাসে অস্ত্রধারী ক্যাডার হিসেবে পরিচিত তৌহিদ আল তুহিন।তুহিন রাজশাহীর বাঘা উপজেলার দিঘা গ্রামের মো. হোসেন আলী শেখের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এমবিএর শিক্ষার্থী ।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৫ জুলাই গভীর রাতে পদ্মা সেতুর চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সমর্থকদের মধে গোলাগুলিতে সাধারণ সম্পাদক সমর্থক ছাত্রলীগের নেতা আবদুল্লাহ আল হাসান সোহেল গুলিবিদ্ধ হয়ে মারা যান। রাবি ছাত্রলীগের তৎকালীন সভাপতি আহম্মেদ আলী মোল্লা সমর্থক তুহিন ছাত্রলীগ কর্মী সোহেল হত্যা মামলার প্রধান আসামি। ওই ঘটনার পর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করে। ২১ নভেম্বর ছাত্রলীগ নেতা তাকিম দূর্বৃত্তের হামলায় আহত হওয়ার পর এ বহিস্কার আদেশ প্রত্যাহার করে নেয়া হয়।

এর আগে ২০১১ সালের ২১ আগস্ট রাজশাহীর পদ্মা আবাসিক এলাকার একটি বাড়িতে ডাকাতির মামলা রয়েছে তার বিরুদ্ধে। ডাকাতির ঘটনায় তিন যুবকের সঙ্গে তুহিনও গ্রেফতার হন। পরে ওই মামলায় পুলিশ তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অবশ্য পরে তুহিন এফিডেভিট করলে মামলা থেকে তাকে বাদ দেয়া হয়।

২০১২ সালের ২ অক্টোবর ছাত্রশিবির নেতাকর্মীদের ক্যাম্পাস থেকে হঠাতে ফিল্মি স্টাইলে প্রকাশ্য অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ করে ছাত্রলীগের চিহ্নিত ক্যাডাররা। এতে শিবির সেক্রেটারিসহ অন্তত পাঁচ কর্মী গুলিবিদ্ধ হন। সংঘর্ষের সময় পিস্তল ও ধারালো হাসুয়া নিয়ে অগ্রণী ভূমিকায় ছিলেন তৌহিদ আল তুহিন।

এ ঘটনার ছবি বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রোনিক মিডিয়ায় ফলাও করে প্রকাশ হলে শিক্ষামন্ত্রী এসব অস্ত্রধারীদের চিহ্নিত করে বিচারের আওতার আনার জন্য তৎকালীন রাবি উপাচার্য প্রফেসর এম আবদুস সোবহানকে নির্দেশ দেন। কিন্তু ছাত্রলীগ নেতারা উপাচার্যের নিয়ন্ত্রণে থাকায় তিনি এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

এরপর ২০১৩ সালের ২০ জুলাই রাবি ছাত্রলীগের ২৪তম কাউন্সিল অনুষ্ঠিত হয়। ক্যম্পাসে শিবিরের বিরুদ্ধে সাহসী ভূমিকা রাখায় ওই কাউন্সিলে তৌহিদ আল তুহিনকে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।ওই বছরের ২২ আগস্ট রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় নবাব আব্দুল লতিফ হল প্রাধ্যাক্ষের বাসভবনের সামনে দুর্বৃত্তরা তুহিনের ওপর হামলা চালিয়ে তার হাত-পায়ের রগ কেটে দেয়।

তবে এ ঘটনায় শিবিরকে দায়ী করে ছাত্রলীগ। প্রায় তিন মাসের চিকিৎসা শেষে ফের ক্যাম্পাসে ফিরে আসে তুহিন। শারীরিক অসুস্থতার কারণে তিনি কয়েক মাস ক্যাম্পাসে তৎপর ছিলেন না।

এরপর চলতি বছরের ১৬ জুন শিবির নেতা জিয়াউদ্দিন বাবলুকে আটকের সময় পুলিশের সামনেই পিস্তল উঁচিয়ে বাবলুকে গুলি করতে উদ্ধত হন তুহিন। এতে ব্যর্থ হয়ে আরেক শিবির নেতা রাসেল আলমের গোড়ালী থেকে পা বিচ্ছিন্ন করে দেয় ছাত্রলীগ ক্যাডাররা। এর আগে রাসেলকে তুহিন প্রায় দুই ঘন্টা আটকে রেখেছিল বলে প্রত্যাক্ষদর্শীরা জানান।

২৮ জুন মুঠোফানে নাম্বার সেভ না থাকায় দৈনিক আমাদের সময়ের রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আমজাদ হোসেন শিমুলকে গালিগালাজ এবং হত্যার হুমকি দেন রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিন। এ বিষয়ে ওইদিন রাতেই নিরাপত্তা চেয়ে তুহিনের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় লিখিত অভিযোগও দিয়েছেন সাংবাদিক শিমুল।

সর্বশেষ বৃহস্পতিবার দুপরে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সিরাজুম মুনিরকে বেধড়ক পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় ছাত্রলীগ ক্যাডাররা। উপাচার্যের দফতরে তুহিনের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে প্রত্যাক্ষদর্শীরা জানান।

তবে এ ঘটনায় আহত প্রকৌশলী সিরাজুম মুনির এখন পর্যন্ত থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ করেননি।

মতিহার থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন নতুন বার্তাকে জানান, এ ঘটনায় শুক্রবার বিকেল পর্যন্ত কেউ মামলা বা লিখিত অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ এলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহাম্মদ মিজান উদ্দিন নতুন বার্তাকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর উপর হামলাকারীদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে।”

কী ধরনের ব্যবস্থা নেয়া হবে এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, “সেটা ব্যবস্থা নেয়ার পরই দেখতে পাবেন।”