অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ Logo বগুড়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে গৃহবধু আহত Logo বাউফলে নির্বাচনী সহিংসতা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, ইউপি সদস্যকে কুপিয়ে জখম।  Logo সান্তাহারে ট্রেনে পৃথক স্থানে কাটা পড়ে দুই যুবকের মৃত্য Logo বগুড় সান্তাহারে এক স্কুল ছাত্রীর আত্মহত্যা Logo জন্মগত জটিল রোগে ভুগছেন শিশু কাওসার, অর্থের অভাবে থেমে আছে চিকিৎসা। Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo বেবিচকের ধনকুবের খ্যাত শত কোটি টাকার মালিক সুব্রত চন্দ্র দে। দুদকে অভিযোগে Logo বিআরটিএ’র পরিদর্শক আরিফুলের অবৈধ সম্পদের পাহার, দুদকের মামলা, এখনো বহাল তবিয়তে Logo এতদিন কি তাহলে বিআরটিএ ঘুমিয়ে ছিল? প্রশ্ন কাদেরের

উল্টো মাথার বিস্ময়কর মানুষ (ভিডিওসহ)

বাংলার খবর২৪.কম :500x350_2c5877f3f9d01a81a06c5be6b8384652_1111111111_35731_0_27659 সকলের মাথা যেমন ঘাড়ের উপরে থাকে, অলিভিয়েরার ক্ষেত্রে ঠিক তেমনটি নয়। তার মাথা ঘাড়সহ পিঠের ওপর পড়ে থাকে। এ কারণে সে সামনে থেকে দেখতে পায় না। দেখতে হয় পেছন দিক দিয়ে!
ব্রাজিলের মন্টে সান্তোতে জন্মগ্রহণকারী ক্লদিও ভিয়েরা দি অলিভিয়েরার (৩৭) দেহ দেখার পর যে কেউ অবাক না হয়ে পারেন না। তার কথা শুনলে অবাকের মাত্রা আরও বেড়ে যায়।
সোজা পায়ে দাঁড়াতে পারে না সে, হাত দুটোও অকার্যকর। আর মাথা দেখলে তো রীতিমতো শিউরে উঠতে হয়। অথচ সেই অলিভিয়েরাই কিনা দাবি করেন, তিনি একজন স্বাভাবিক মানুষ!
সম্প্রতি জনসম্মুখে দেওয়া বক্তৃতায় এমনটাই দাবি করেছেন অলিভিয়েরা। এর কারণও অবশ্য ব্যাখ্যা করেছেন তিনি। কোনো কাজের জন্য কখনো অন্যের ওপর নির্ভর করতে চান না তিনি। সকল কাজ নিজে নিজে করার চেষ্টা করেন। সুতরাং, যে নিজের কাজ নিজেই করতে পারে, তাকে তো স্বাভাবিক মানুষই বলতে হবে।
অলিভিয়েরা জানান, টেলিভিশন-রেডিও চালু, মুঠোফোনে কল ধরা ও করা, ইন্টারনেট ও কম্পিউটার ব্যবহার সব নিজেই করেন। অথচ চিকিৎসাবিজ্ঞানের ভাষায় অলিভিয়েরার বেঁচে থাকাটাই বিস্ময়কর। তার জন্মের পরই মা মারিয়া জোসেকে নিজ সন্তানকে খাবার খাওয়ানো বন্ধ করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। তারা জানিয়েছিলেন, এই শিশু বেশি দিন বাঁচবে না।
শুধু চিকিৎসকরাই নন, অলিভিয়েরাকে খুব কম নিঃশ্বাস নিতে দেখে অনেকেই তাকে মৃত হিসেবে উল্লেখ করেছিলেন। তবে সকলের কথাকে উপেক্ষা করে নিজ ছেলেকে খাওয়াতে থাকেন মারিয়া। সৃষ্টিকর্তাও তাকে পুরস্কৃত করেন বিস্ময়কর ছেলেকে বাঁচিয়ে রেখে।

বিস্ময়কর এ ব্যক্তির কার্যক্রম দেখতে ভিডিওটি ক্লিক করুন :
https://www.youtube.com/watch?v=Wgy8ryPe-Po

Tag :
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ বিআরটিএ টাকা ছাড়া কাজ করেন না সহকারী পরিচালক এস এম ওয়াজেদ, সেবাগ্রহীতাদের অসন্তোষ

উল্টো মাথার বিস্ময়কর মানুষ (ভিডিওসহ)

আপডেট টাইম : ১০:৩৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম :500x350_2c5877f3f9d01a81a06c5be6b8384652_1111111111_35731_0_27659 সকলের মাথা যেমন ঘাড়ের উপরে থাকে, অলিভিয়েরার ক্ষেত্রে ঠিক তেমনটি নয়। তার মাথা ঘাড়সহ পিঠের ওপর পড়ে থাকে। এ কারণে সে সামনে থেকে দেখতে পায় না। দেখতে হয় পেছন দিক দিয়ে!
ব্রাজিলের মন্টে সান্তোতে জন্মগ্রহণকারী ক্লদিও ভিয়েরা দি অলিভিয়েরার (৩৭) দেহ দেখার পর যে কেউ অবাক না হয়ে পারেন না। তার কথা শুনলে অবাকের মাত্রা আরও বেড়ে যায়।
সোজা পায়ে দাঁড়াতে পারে না সে, হাত দুটোও অকার্যকর। আর মাথা দেখলে তো রীতিমতো শিউরে উঠতে হয়। অথচ সেই অলিভিয়েরাই কিনা দাবি করেন, তিনি একজন স্বাভাবিক মানুষ!
সম্প্রতি জনসম্মুখে দেওয়া বক্তৃতায় এমনটাই দাবি করেছেন অলিভিয়েরা। এর কারণও অবশ্য ব্যাখ্যা করেছেন তিনি। কোনো কাজের জন্য কখনো অন্যের ওপর নির্ভর করতে চান না তিনি। সকল কাজ নিজে নিজে করার চেষ্টা করেন। সুতরাং, যে নিজের কাজ নিজেই করতে পারে, তাকে তো স্বাভাবিক মানুষই বলতে হবে।
অলিভিয়েরা জানান, টেলিভিশন-রেডিও চালু, মুঠোফোনে কল ধরা ও করা, ইন্টারনেট ও কম্পিউটার ব্যবহার সব নিজেই করেন। অথচ চিকিৎসাবিজ্ঞানের ভাষায় অলিভিয়েরার বেঁচে থাকাটাই বিস্ময়কর। তার জন্মের পরই মা মারিয়া জোসেকে নিজ সন্তানকে খাবার খাওয়ানো বন্ধ করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। তারা জানিয়েছিলেন, এই শিশু বেশি দিন বাঁচবে না।
শুধু চিকিৎসকরাই নন, অলিভিয়েরাকে খুব কম নিঃশ্বাস নিতে দেখে অনেকেই তাকে মৃত হিসেবে উল্লেখ করেছিলেন। তবে সকলের কথাকে উপেক্ষা করে নিজ ছেলেকে খাওয়াতে থাকেন মারিয়া। সৃষ্টিকর্তাও তাকে পুরস্কৃত করেন বিস্ময়কর ছেলেকে বাঁচিয়ে রেখে।

বিস্ময়কর এ ব্যক্তির কার্যক্রম দেখতে ভিডিওটি ক্লিক করুন :
https://www.youtube.com/watch?v=Wgy8ryPe-Po