পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

সঙ্কটের ঘূর্ণাবর্তে সৌদি সাম্রাজ্য

ডেস্ক: অপরিশোধিত তেলের মূল্য নির্ধারণে দীর্ঘদিনের একনায়ক পরাক্রমশালী সৌদি সাম্রাজ্য আজ চরম বিপর্যয়ের মুখোমুখি।

সিরিয়া ও ইয়েমেনে প্রক্সি যুদ্ধে পরাজয়, প্রশ্নবিদ্ধ ওপেক নেতৃত্ব, তেলের মূল্য নির্ধারণে হস্তক্ষেপ করতে না পারা এবং দীর্ঘদিনের পশ্চিমা মিত্রদের সাথে দূরত্ব সৌদি আরবের পথচলা কঠিন করে তুলেছে।

অন্যদিকে, সৌদির চিরপ্রতিদ্বন্দ্বী ইরান ক্রমেই সবদিক থেকে অনেক বেশি সংগঠিত ও শক্তিশালী হয়ে উঠছে যা সৌদির বিপর্যস্ত অবস্থাকে আরো তীব্র করে তুলছে।

রিয়াদকে ক্রমেই ভাবিয়ে তুলছে এমন কিছু দুর্বলতার মধ্যে অন্যতম হলো তেল উতপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেকে সৌদি তার দীর্ঘদিনের নেতৃত্ব হারিয়ে ফেলছে। যুক্তরাষ্ট্রের বিক্রি বৃদ্ধি, রাশিয়ার ক্রমবৃদ্ধিমান উৎপাদন এবং ইরানের দৃঢ় অবস্থান সৌদির নেতৃত্বকে চ্যালেঞ্জ করছে। ফলে তেলের মূল্য নির্ধারণে সৌদি আরব বর্তমানে ক্ষমতাহীন বলে প্রতীয়মান হচ্ছে।

তেলের ক্রমহ্রাসমান মূল্য সৌদি আরবের অর্থনীতিকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে। সৌদি আরবের সরকারি একটি সূত্র জানিয়েছে, তেলের মূল্য এভাবে কমতে থাকলে রিয়াদের মজুতকৃত তেল মাত্র ৪ বছর টিকে থাকবে। অন্যদিকে, ইরান এতদিন অবরোধ প্রত্যাহারের অপেক্ষা করছিল। অবরোধ প্রত্যাহার হওয়ায় তারা তেল উৎপাদন আরো বৃদ্ধি করবে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে।

সৌদির জন্য আরেকটি দুশ্চিস্তা হলো ক্রমশ ইরানের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়া। ইরাক, সিরিয়ার সংখ্যাগরিষ্ঠ শিয়া জনগণ বা হিজবুল্লাহর মতো শিয়া সংগঠনই নয় বরং সুন্নি অধ্যুষিত দেশগুলোর শিয়া সংখ্যালঘুদেরকেও সাধ্যমত সাহায্য সহযোগিতা করে গোটা অঞ্চলের শিয়াদের কাছেই ইরান হয়ে উঠেছে ভরসার প্রতীক। খোদ সৌদি আরবের ১৫% শিয়া জনগোষ্ঠী ইরানের প্রত্যক্ষ সহায়তায় সৌদি রাজপরিবারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে। সম্প্রতি সৌদি আরব শিয়াপন্থী শীর্ষ আলেম নিমর আল-নিমরকে ফাঁসি দেয়ায় গোটা মুসলিম বিশ্বের শিয়া সম্প্রদায় সৌদির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

সৌদি আরব ইরানের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হলে জয়লাভের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। ইরান সৌদির তুলনায় জনসংখ্যার দিক দিয়ে অনেক বড়। এছাড়া ইরানের রয়েছে অনেকগুলো যুদ্ধে অংশ নেয়া শক্তিশালী সেনাবাহিনী। অন্যদিকে রাজপরিবারের আজ্ঞাবহ জেনারেলদের দ্বারা পরিচালিত সৌদির অনভিজ্ঞ সেনাবাহিনী যুদ্ধ পারদর্শী ইরানিদের সাথে যুদ্ধে সফলতা লাভ করবে একথা কঠোর সৌদি সমর্থকও দাবি করবেন না।

সৌদি আরবের একটি সুসজ্জিত অস্ত্রভা-ার থাকলেও উন্নত প্রযুক্তির এসব অস্ত্র পরিচালনায় পশ্চিমা বাহিনীর সাহায্য প্রয়োজন হয়। কিন্তু যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা সৌদি আরবকে ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে কোনো ধরনের সাহায্য করতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। কেননা, আফগানিস্তান ও ইরাক যুদ্ধের ভুলের মাশুল এখনো দিচ্ছে মার্কিন প্রশাসন।

পশ্চিমা মিত্রদের সঙ্গে সৌদির সম্পর্কে একটি ভারসাম্য রক্ষা করা হয়। যুক্তরাষ্ট্র সৌদি আরবের নিকট অস্ত্র বিক্রয় করবে এবং বিনিময়ে সৌদি আরবকে প্রত্যক্ষভাবে সাহায্য করবে। তবে নিজেদের সমস্যায় জর্জরিত যুক্তরাষ্ট্র সৌদি আরবকে বলেছে, ‘যুক্তরাষ্ট্র সাহায্য করবে এই আশায় ইরানের সাথে যুদ্ধে না জড়ানোই ভালো’।

সৌদি রাজপরিবারও জানে, মার্কিন সাহায্য ছাড়া ইরানকে পরাজিত করা অসম্ভব। তাই সম্ভবত রাজপরিবার ইরানের সাথে যুদ্ধে জড়ানোর চিন্তা বিবেচনায় আনছে না।

সৌদি আরব সবদিক থেকেই আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে। ওপেক নেতৃত্ব হারানো থেকে প্রক্সি যুদ্ধে জড়িয়ে রিজার্ভের অবনতি এবং একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বন্ধুহীন হয়ে পড়া। এরকম শোচনীয় অবস্থা আল সৌদ পরিবারের আগে কখনো হয়নি। মরার উপর খাঁড়ার ঘা হল, গত মঙ্গলবার ১২ বছরে প্রথমবারের মতো তেলের দাম ব্যারেল প্রতি ৩০ ডলারের নিচে নেমে এসেছে।

ক্রমেই সংকুচিত হয়ে আসছে সৌদি রাজপরিবারের পৃথিবী। নিজ দেশেও স্বস্তিতে নেই তারা। মারাত্মক অর্থনৈতিক সঙ্কট ঘরে-বাইরে বিপাকে ফেলেছে সৌদি আরবকে। এ অবস্থা থেকে উদ্ধারের জন্য সৌদি রাজপরিবার নতুন কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে আছে বিশ্ববাসী।

বিজনেস ইনসাইডারে প্রকাশিত টম কুলের নিবন্ধ

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

সঙ্কটের ঘূর্ণাবর্তে সৌদি সাম্রাজ্য

আপডেট টাইম : ০৩:৪০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০১৬

ডেস্ক: অপরিশোধিত তেলের মূল্য নির্ধারণে দীর্ঘদিনের একনায়ক পরাক্রমশালী সৌদি সাম্রাজ্য আজ চরম বিপর্যয়ের মুখোমুখি।

সিরিয়া ও ইয়েমেনে প্রক্সি যুদ্ধে পরাজয়, প্রশ্নবিদ্ধ ওপেক নেতৃত্ব, তেলের মূল্য নির্ধারণে হস্তক্ষেপ করতে না পারা এবং দীর্ঘদিনের পশ্চিমা মিত্রদের সাথে দূরত্ব সৌদি আরবের পথচলা কঠিন করে তুলেছে।

অন্যদিকে, সৌদির চিরপ্রতিদ্বন্দ্বী ইরান ক্রমেই সবদিক থেকে অনেক বেশি সংগঠিত ও শক্তিশালী হয়ে উঠছে যা সৌদির বিপর্যস্ত অবস্থাকে আরো তীব্র করে তুলছে।

রিয়াদকে ক্রমেই ভাবিয়ে তুলছে এমন কিছু দুর্বলতার মধ্যে অন্যতম হলো তেল উতপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেকে সৌদি তার দীর্ঘদিনের নেতৃত্ব হারিয়ে ফেলছে। যুক্তরাষ্ট্রের বিক্রি বৃদ্ধি, রাশিয়ার ক্রমবৃদ্ধিমান উৎপাদন এবং ইরানের দৃঢ় অবস্থান সৌদির নেতৃত্বকে চ্যালেঞ্জ করছে। ফলে তেলের মূল্য নির্ধারণে সৌদি আরব বর্তমানে ক্ষমতাহীন বলে প্রতীয়মান হচ্ছে।

তেলের ক্রমহ্রাসমান মূল্য সৌদি আরবের অর্থনীতিকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে। সৌদি আরবের সরকারি একটি সূত্র জানিয়েছে, তেলের মূল্য এভাবে কমতে থাকলে রিয়াদের মজুতকৃত তেল মাত্র ৪ বছর টিকে থাকবে। অন্যদিকে, ইরান এতদিন অবরোধ প্রত্যাহারের অপেক্ষা করছিল। অবরোধ প্রত্যাহার হওয়ায় তারা তেল উৎপাদন আরো বৃদ্ধি করবে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে।

সৌদির জন্য আরেকটি দুশ্চিস্তা হলো ক্রমশ ইরানের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়া। ইরাক, সিরিয়ার সংখ্যাগরিষ্ঠ শিয়া জনগণ বা হিজবুল্লাহর মতো শিয়া সংগঠনই নয় বরং সুন্নি অধ্যুষিত দেশগুলোর শিয়া সংখ্যালঘুদেরকেও সাধ্যমত সাহায্য সহযোগিতা করে গোটা অঞ্চলের শিয়াদের কাছেই ইরান হয়ে উঠেছে ভরসার প্রতীক। খোদ সৌদি আরবের ১৫% শিয়া জনগোষ্ঠী ইরানের প্রত্যক্ষ সহায়তায় সৌদি রাজপরিবারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে। সম্প্রতি সৌদি আরব শিয়াপন্থী শীর্ষ আলেম নিমর আল-নিমরকে ফাঁসি দেয়ায় গোটা মুসলিম বিশ্বের শিয়া সম্প্রদায় সৌদির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

সৌদি আরব ইরানের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হলে জয়লাভের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। ইরান সৌদির তুলনায় জনসংখ্যার দিক দিয়ে অনেক বড়। এছাড়া ইরানের রয়েছে অনেকগুলো যুদ্ধে অংশ নেয়া শক্তিশালী সেনাবাহিনী। অন্যদিকে রাজপরিবারের আজ্ঞাবহ জেনারেলদের দ্বারা পরিচালিত সৌদির অনভিজ্ঞ সেনাবাহিনী যুদ্ধ পারদর্শী ইরানিদের সাথে যুদ্ধে সফলতা লাভ করবে একথা কঠোর সৌদি সমর্থকও দাবি করবেন না।

সৌদি আরবের একটি সুসজ্জিত অস্ত্রভা-ার থাকলেও উন্নত প্রযুক্তির এসব অস্ত্র পরিচালনায় পশ্চিমা বাহিনীর সাহায্য প্রয়োজন হয়। কিন্তু যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা সৌদি আরবকে ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে কোনো ধরনের সাহায্য করতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। কেননা, আফগানিস্তান ও ইরাক যুদ্ধের ভুলের মাশুল এখনো দিচ্ছে মার্কিন প্রশাসন।

পশ্চিমা মিত্রদের সঙ্গে সৌদির সম্পর্কে একটি ভারসাম্য রক্ষা করা হয়। যুক্তরাষ্ট্র সৌদি আরবের নিকট অস্ত্র বিক্রয় করবে এবং বিনিময়ে সৌদি আরবকে প্রত্যক্ষভাবে সাহায্য করবে। তবে নিজেদের সমস্যায় জর্জরিত যুক্তরাষ্ট্র সৌদি আরবকে বলেছে, ‘যুক্তরাষ্ট্র সাহায্য করবে এই আশায় ইরানের সাথে যুদ্ধে না জড়ানোই ভালো’।

সৌদি রাজপরিবারও জানে, মার্কিন সাহায্য ছাড়া ইরানকে পরাজিত করা অসম্ভব। তাই সম্ভবত রাজপরিবার ইরানের সাথে যুদ্ধে জড়ানোর চিন্তা বিবেচনায় আনছে না।

সৌদি আরব সবদিক থেকেই আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে। ওপেক নেতৃত্ব হারানো থেকে প্রক্সি যুদ্ধে জড়িয়ে রিজার্ভের অবনতি এবং একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বন্ধুহীন হয়ে পড়া। এরকম শোচনীয় অবস্থা আল সৌদ পরিবারের আগে কখনো হয়নি। মরার উপর খাঁড়ার ঘা হল, গত মঙ্গলবার ১২ বছরে প্রথমবারের মতো তেলের দাম ব্যারেল প্রতি ৩০ ডলারের নিচে নেমে এসেছে।

ক্রমেই সংকুচিত হয়ে আসছে সৌদি রাজপরিবারের পৃথিবী। নিজ দেশেও স্বস্তিতে নেই তারা। মারাত্মক অর্থনৈতিক সঙ্কট ঘরে-বাইরে বিপাকে ফেলেছে সৌদি আরবকে। এ অবস্থা থেকে উদ্ধারের জন্য সৌদি রাজপরিবার নতুন কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে আছে বিশ্ববাসী।

বিজনেস ইনসাইডারে প্রকাশিত টম কুলের নিবন্ধ