অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে Logo বগুড়া আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ গণমাধ্যমে সমর্থকদের প্রচারণা Logo বগুড়া শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন ১৩ প্রার্থী Logo বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে দায়ের কোপে নিহত ১ Logo “আমার সম্ভ্রম ফেরত চাই নতুবা শাহিনের স্ত্রী হতে চাই” তরুনীর অনশন! Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

কন্যাদের স্বেচ্ছামৃত্যু কামনা করেন বাবা-মা

ডেস্ক: সাত বছর ধরে দুই প্রতিবন্ধী মেয়ের জন্য সাহায্য চেয়ে এসেছেন বৃদ্ধ বাবা-মা৷ কখনো হাত পেতেছেন স্থানীয় নেতা-কর্মকর্তাদের কাছে, কখনো আবার একের পর এক চিঠি লিখেছেন কেন্দ্র সরকারকে৷ সাহায্য মেলেনি৷ এদিকে, দম্পতির নিজেদেরও বয়স বাড়ছে৷ বাড়ছে রোগের জ্বালা৷

অভাব অনটনের এই সংসারে তাদের অবর্তমানে দুই মেয়েকে দেখবে কে? বাধ্য হয়ে তাই প্রতিবন্ধী দুই মেয়ের স্বেচ্ছামৃত্যুর দাবি জানিয়ে সরকারের দ্বারস্থ হলেন বাবা-মা৷ হতাশ দম্পতির একটাই আর্জি, ‘সাহায্য করতে না পারলে সরকার অন্তত মেয়েদের স্বেচ্ছামৃত্যুর অনুমতিটুকু দিক৷’

ঘটনাস্থল নদিয়া৷ পরিবারের কর্তা পেশায় দিনমজুর৷ স্ত্রী গৃহবধূ৷ ছেলে বিএসএফের জওয়ান৷ দেশরক্ষার ব্রত পালনে নিয়োজিত৷ দুই মেয়েকে নিয়ে দুটি ঘরে থাকে দম্পতি৷

দুই মেয়ে কৃষ্ণা এবং রমা ঘোষ শারীরিক প্রতিবন্ধী৷ তাদের শরীরের ৮৫ শতাংশই অসাড়৷ পাড়ার কয়েকজন শিশুকে পড়িয়ে সামান্য আয় করেন দুই বোন৷ কোনো রকমে টেনেটুনে চলে সংসার৷ হুইল-চেয়ারবন্দি রমার দাবি, ‘ছোট থেকে খুব কষ্ট করে পড়াশোনা করেছি৷ ছোটবেলায় তা-ও হাঁটতে পারতাম৷ কিন্তু তার পর থেকেই হুইল-চেয়ারবন্দি৷ মা-বাবাই দেখে৷ কিন্তু এখন তো মা-বাবারও যথেষ্ট বয়স হয়েছে৷

আমাদের আর টানতে পারছেন না৷ মা-বাবার অবর্তমানে আমাদের কে দেখবে? যদি আমাদের ভবিষ্যতের কোনো আশ্বাস সরকার না দিতে পারে, তাহলে বেঁচে থেকে কী লাভ, বলুন? একই সুর কৃষ্ণার গলাতেও৷ তার বক্তব্য, সরকার যদি আমাদের কোনো সাহায্য দিতে না পারে, তাহলে আমাদের স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিক৷ আমরা মরতে রাজি৷

এক জওয়ানের পরিবারের প্রতি সরকারের কোনো দায়িত্ব নেই? কোনো কর্তব্য নেই? কান্নাভেজা গলায় মা যমুনা ঘোষ বললেন, ‘বাবা-মায়েরা সন্তানের দীর্ঘায়ু কামনা করেন প্রার্থনা করে৷ আমরা মেয়েদের মৃত্যু চাইছি৷ ভেবে দেখুন, কতটা অসহায় আমরা! কতখানি কষ্ট থেকে এই সিদ্ধান্ত নিয়েছি৷

বার বার ঈশ্বরকে বলছি, আগে ওদের মৃত্যু দাও৷ কারণ, আমরা আর টানতে পারছি না৷ সরকারের তরফ থেকেও কোনো সাহায্য পাচ্ছি না৷ আমরা মরে গেলে ওদের কে দেখবে? তাই বলছি, যদি পাশে না দাঁড়াতে পারে, তাহলে অন্তত ওঁদের স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিক সরকার৷

স্বাধীনতার ৭০তম বর্ষে পা রাখছে দেশ৷ যে জওয়ানরা নিজেদের বুকের রক্ত দিয়ে দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করেন, স্বাধীনতা দিবসের প্রাক্কালে তাদেরই এক জনের পরিবারের দুরবস্থার এই চিত্র সত্যিই মর্মান্তিক৷

Tag :

দীর্ঘ একযোগেও ভোগান্তি কমেনি ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে

কন্যাদের স্বেচ্ছামৃত্যু কামনা করেন বাবা-মা

আপডেট টাইম : ১০:৫২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০১৬

ডেস্ক: সাত বছর ধরে দুই প্রতিবন্ধী মেয়ের জন্য সাহায্য চেয়ে এসেছেন বৃদ্ধ বাবা-মা৷ কখনো হাত পেতেছেন স্থানীয় নেতা-কর্মকর্তাদের কাছে, কখনো আবার একের পর এক চিঠি লিখেছেন কেন্দ্র সরকারকে৷ সাহায্য মেলেনি৷ এদিকে, দম্পতির নিজেদেরও বয়স বাড়ছে৷ বাড়ছে রোগের জ্বালা৷

অভাব অনটনের এই সংসারে তাদের অবর্তমানে দুই মেয়েকে দেখবে কে? বাধ্য হয়ে তাই প্রতিবন্ধী দুই মেয়ের স্বেচ্ছামৃত্যুর দাবি জানিয়ে সরকারের দ্বারস্থ হলেন বাবা-মা৷ হতাশ দম্পতির একটাই আর্জি, ‘সাহায্য করতে না পারলে সরকার অন্তত মেয়েদের স্বেচ্ছামৃত্যুর অনুমতিটুকু দিক৷’

ঘটনাস্থল নদিয়া৷ পরিবারের কর্তা পেশায় দিনমজুর৷ স্ত্রী গৃহবধূ৷ ছেলে বিএসএফের জওয়ান৷ দেশরক্ষার ব্রত পালনে নিয়োজিত৷ দুই মেয়েকে নিয়ে দুটি ঘরে থাকে দম্পতি৷

দুই মেয়ে কৃষ্ণা এবং রমা ঘোষ শারীরিক প্রতিবন্ধী৷ তাদের শরীরের ৮৫ শতাংশই অসাড়৷ পাড়ার কয়েকজন শিশুকে পড়িয়ে সামান্য আয় করেন দুই বোন৷ কোনো রকমে টেনেটুনে চলে সংসার৷ হুইল-চেয়ারবন্দি রমার দাবি, ‘ছোট থেকে খুব কষ্ট করে পড়াশোনা করেছি৷ ছোটবেলায় তা-ও হাঁটতে পারতাম৷ কিন্তু তার পর থেকেই হুইল-চেয়ারবন্দি৷ মা-বাবাই দেখে৷ কিন্তু এখন তো মা-বাবারও যথেষ্ট বয়স হয়েছে৷

আমাদের আর টানতে পারছেন না৷ মা-বাবার অবর্তমানে আমাদের কে দেখবে? যদি আমাদের ভবিষ্যতের কোনো আশ্বাস সরকার না দিতে পারে, তাহলে বেঁচে থেকে কী লাভ, বলুন? একই সুর কৃষ্ণার গলাতেও৷ তার বক্তব্য, সরকার যদি আমাদের কোনো সাহায্য দিতে না পারে, তাহলে আমাদের স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিক৷ আমরা মরতে রাজি৷

এক জওয়ানের পরিবারের প্রতি সরকারের কোনো দায়িত্ব নেই? কোনো কর্তব্য নেই? কান্নাভেজা গলায় মা যমুনা ঘোষ বললেন, ‘বাবা-মায়েরা সন্তানের দীর্ঘায়ু কামনা করেন প্রার্থনা করে৷ আমরা মেয়েদের মৃত্যু চাইছি৷ ভেবে দেখুন, কতটা অসহায় আমরা! কতখানি কষ্ট থেকে এই সিদ্ধান্ত নিয়েছি৷

বার বার ঈশ্বরকে বলছি, আগে ওদের মৃত্যু দাও৷ কারণ, আমরা আর টানতে পারছি না৷ সরকারের তরফ থেকেও কোনো সাহায্য পাচ্ছি না৷ আমরা মরে গেলে ওদের কে দেখবে? তাই বলছি, যদি পাশে না দাঁড়াতে পারে, তাহলে অন্তত ওঁদের স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিক সরকার৷

স্বাধীনতার ৭০তম বর্ষে পা রাখছে দেশ৷ যে জওয়ানরা নিজেদের বুকের রক্ত দিয়ে দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করেন, স্বাধীনতা দিবসের প্রাক্কালে তাদেরই এক জনের পরিবারের দুরবস্থার এই চিত্র সত্যিই মর্মান্তিক৷