পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত। Logo ঢাকায় থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার

কোবানিতে আইএস যোদ্ধাদের অগ্রাভিযান, মার্কিন জোটের বিমান ভূপাতিত করার চেষ্টা

বাংলার খবর২৪.কম500x350_8dfd8d150b45cf278dcef4796ff2ccea_apache-boeing-2 ডেস্ক : সিরিয়ার কোবানির আকাশে উড্ডয়নরত মার্কিন নেতৃত্বাধীন জোটের একটি বিমান গুলি করে ভূপাতিত করার চেষ্টা করেছে ইসলামিক স্টেটের জঙ্গিরা। সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণকারী একটি সংস্থা এ তথ্য জানান।

রাকা ভিত্তিক জঙ্গি বিরোধী একটি গ্রুপ জানায়, রাকায় নীরবে নৃশংসভাবে হত্যাকাণ্ড চালানো হচ্ছে।

গ্রুপটি আরো জানায়, রবিবার মার্কিন জোটের আকাশে উড্ডয়নরত একটি বিমানকে লক্ষ্য করে আইএস যোদ্ধারা বোমাবর্ষণ করে সেটি ভূপাতিত করার চেষ্টা করে।

মার্কিন হামলায় ইসলামিক স্টেটের এ পর্যন্ত প্রায় ২০ জন যোদ্ধা নিহত হয়েছে। এ হত্যার প্রতিশোধ নিতে ইসলামিক স্টেট যোদ্ধারা মার্কিন জোটের বিমানকে লক্ষ্য করে থার্মাল রকেট ব্যবহার করে সেটি ভূপাতিত করার চেষ্টা চালান।

বেশ কয়েক ধরণের থার্মাল রকেট রয়েছে। এটি এখনও স্পষ্ট নয় আইএস যোদ্ধারা কি ধরনের থার্মাল রকেট ব্যবহার করেছে।

যদি এটি সঠিকভাবে ব্যবহার করা হয় সেক্ষেত্রে থার্মাল রকেটের ক্ষমতা রয়েছে বিমানকে নিচে নামিয়ে আনার।

২০১৩ সালের মার্চে আলেপ্পোর কাছে সিরিয়ার বিদ্রোহীরা থার্মাল রকেটের সাহায্যে একটি সরকারি হেলিকপ্টার ভূপাতিত করেন।

এই সপ্তাহের শুরুর দিকে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, ইসলামিক স্টেটের নিকট বিমান বিধ্বংসী অস্ত্র রয়েছে।

১০ অক্টোবর প্রকাশিত ছবিতে দেখা যায় ইসলামিক স্টেটের যোদ্ধারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে ইরাকের একটি সরকারি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করে।

সামরিক বিশেষজ্ঞরা জানান, ইসলামিক স্টেটের মত জঙ্গিগোষ্ঠির নিকট বিমান বিধ্বংসী অস্ত্রের উপস্থিতি মার্কিন নেতৃত্বাধীন জোটের জন্য হুমকিস্বরূপ।

ইসলামিক স্টেটের নিকট যে বিমান বিধ্বংসী অস্ত্র রয়েছে তা সহজে বহনযোগ্য হওয়ায় এটি লুকিয়ে রাখা খুবই সহজ। এ অবস্থায় আইএসকে উদ্দেশ্য করে বিমান হামলা চালানো একটি কঠিন কাজ বলে তারা মন্তব্য করেন।

মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে ইরাকে এ্যাপাচি হেলিকপ্টার ব্যবহার করছে। বিমান বিধ্বংসী অস্ত্র দ্বারা খুব সহজেই এ ধরনের বিমান ভূপাতিত করা যায়।

কিভাবে গুলি করে বিমান ভূপাতিত করা যায় সে বিষয়ে যোদ্ধাদের জন্য নির্দেশনা সম্বলিত একটি নির্দেশিকা প্রকাশ করেছে ইসলামিক স্টেট।

এতে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়েছে যে কিভাবে সহজেই বহনযোগ্য এ বিমান বিধ্বংসী অস্ত্র দ্বারা রাশিয়ার তৈরি ‘এসএ -১৬’, ‘এসএ-১৮’ এবং আমেরিকার তৈরি ‘এফআইএম-৯২’ বিমানকে ভূপৃষ্ঠ থেকে থার্মাল রকেট ব্যবহার করে ভূপাতিত করা যায়।

সূত্র: ইন্টারন্যাশনাল বিজনেজ টাইমস

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

কোবানিতে আইএস যোদ্ধাদের অগ্রাভিযান, মার্কিন জোটের বিমান ভূপাতিত করার চেষ্টা

আপডেট টাইম : ০৬:০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম500x350_8dfd8d150b45cf278dcef4796ff2ccea_apache-boeing-2 ডেস্ক : সিরিয়ার কোবানির আকাশে উড্ডয়নরত মার্কিন নেতৃত্বাধীন জোটের একটি বিমান গুলি করে ভূপাতিত করার চেষ্টা করেছে ইসলামিক স্টেটের জঙ্গিরা। সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণকারী একটি সংস্থা এ তথ্য জানান।

রাকা ভিত্তিক জঙ্গি বিরোধী একটি গ্রুপ জানায়, রাকায় নীরবে নৃশংসভাবে হত্যাকাণ্ড চালানো হচ্ছে।

গ্রুপটি আরো জানায়, রবিবার মার্কিন জোটের আকাশে উড্ডয়নরত একটি বিমানকে লক্ষ্য করে আইএস যোদ্ধারা বোমাবর্ষণ করে সেটি ভূপাতিত করার চেষ্টা করে।

মার্কিন হামলায় ইসলামিক স্টেটের এ পর্যন্ত প্রায় ২০ জন যোদ্ধা নিহত হয়েছে। এ হত্যার প্রতিশোধ নিতে ইসলামিক স্টেট যোদ্ধারা মার্কিন জোটের বিমানকে লক্ষ্য করে থার্মাল রকেট ব্যবহার করে সেটি ভূপাতিত করার চেষ্টা চালান।

বেশ কয়েক ধরণের থার্মাল রকেট রয়েছে। এটি এখনও স্পষ্ট নয় আইএস যোদ্ধারা কি ধরনের থার্মাল রকেট ব্যবহার করেছে।

যদি এটি সঠিকভাবে ব্যবহার করা হয় সেক্ষেত্রে থার্মাল রকেটের ক্ষমতা রয়েছে বিমানকে নিচে নামিয়ে আনার।

২০১৩ সালের মার্চে আলেপ্পোর কাছে সিরিয়ার বিদ্রোহীরা থার্মাল রকেটের সাহায্যে একটি সরকারি হেলিকপ্টার ভূপাতিত করেন।

এই সপ্তাহের শুরুর দিকে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, ইসলামিক স্টেটের নিকট বিমান বিধ্বংসী অস্ত্র রয়েছে।

১০ অক্টোবর প্রকাশিত ছবিতে দেখা যায় ইসলামিক স্টেটের যোদ্ধারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে ইরাকের একটি সরকারি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করে।

সামরিক বিশেষজ্ঞরা জানান, ইসলামিক স্টেটের মত জঙ্গিগোষ্ঠির নিকট বিমান বিধ্বংসী অস্ত্রের উপস্থিতি মার্কিন নেতৃত্বাধীন জোটের জন্য হুমকিস্বরূপ।

ইসলামিক স্টেটের নিকট যে বিমান বিধ্বংসী অস্ত্র রয়েছে তা সহজে বহনযোগ্য হওয়ায় এটি লুকিয়ে রাখা খুবই সহজ। এ অবস্থায় আইএসকে উদ্দেশ্য করে বিমান হামলা চালানো একটি কঠিন কাজ বলে তারা মন্তব্য করেন।

মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে ইরাকে এ্যাপাচি হেলিকপ্টার ব্যবহার করছে। বিমান বিধ্বংসী অস্ত্র দ্বারা খুব সহজেই এ ধরনের বিমান ভূপাতিত করা যায়।

কিভাবে গুলি করে বিমান ভূপাতিত করা যায় সে বিষয়ে যোদ্ধাদের জন্য নির্দেশনা সম্বলিত একটি নির্দেশিকা প্রকাশ করেছে ইসলামিক স্টেট।

এতে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়েছে যে কিভাবে সহজেই বহনযোগ্য এ বিমান বিধ্বংসী অস্ত্র দ্বারা রাশিয়ার তৈরি ‘এসএ -১৬’, ‘এসএ-১৮’ এবং আমেরিকার তৈরি ‘এফআইএম-৯২’ বিমানকে ভূপৃষ্ঠ থেকে থার্মাল রকেট ব্যবহার করে ভূপাতিত করা যায়।

সূত্র: ইন্টারন্যাশনাল বিজনেজ টাইমস