পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

খালেদা জিয়ার আগমন উপলক্ষে উৎসবের সাজে সেজেছে নাটোর

বাংলার খবর২৪.কমnatore picture-01-11-14_56392 : বেগম খালেদা জিয়ার আগমন ও ২০দলীয় জোটের জনসভাকে কেন্দ্র করে উৎসবের সাজে সেজেছে নাটোর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে বিকেল চারটায় জনসভায় যোগ দেবেন তিনি। ২০০৮ সালের ১৮ ডিসেম্বর তিনি স্থানীয় কানাইখালী মাঠে শেষ বারের মত নির্বাচনী ভাষণ দিয়েছিলেন। দীর্ঘ প্রায় ছয় বছর পর তিনি নাটোরে আসছেন। বেগম জিয়ার আগমনকে কেন্দ্র করে নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা থেকে শুরু করে রাজশাহীর সীমানা এবং বগুড়ার নন্দীগ্রাম ও পাবনা দাশুড়িয়া পর্যন্ত দীর্ঘ মহাসড়ক এবং জেলার অভ্যন্তরীণ সকল সড়কে নির্মাণ করা হয়েছে প্রায় তিন শতাধিক তোরণ। শহরে রাস্তার দু’ধারে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ছবি সম্বলিত শত শত ডিজিটাল ব্যানার দিয়ে সাজানো হয়েছে। বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে জেলা বিএনপি শহরের বড় হরিশপুর বাইপাস থেকে সমাবেশস্থল নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ মাঠ পর্যন্ত মহাসড়কের দুই পাশে রঙ্গিন বাতি, রঙ্গিন কাপড়, জাতীয় ও দলীয় পতাকা দিয়ে সাজিয়েছে। তৈরী করা হয়েছে ৬০ ফিট প্রস্থ ও ৪০ ফিট দৈর্ঘ্যরে সুবিশাল মঞ্চ। এই মঞ্চে এক সাথে তিনশ’ নেতাকর্মী বসার ব্যবস্থা রয়েছে। মাঠে ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, কৃষকদল, তাঁতীদল ও মৎস্যজীবী দলসহ প্রত্যেকটি অঙ্গ সংগঠনের জন্য বসার জন্য ভিন্ন ভিন্ন ব্যবস্থা করা হয়েছে।

বিএনপির সমাবেশ সম্পর্কে জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, নাটোরের নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ মাঠের জনসভা থেকেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকার পতন আন্দোলনের ঘোষণা দেবেন। প্রায় ৫ লাখ লোকের সমাগম ঘটবে এ সমাবেশে। এটা হবে নাটোরের স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বড় জনসভা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক জানান, জনসভা সফলভাবে করার লক্ষ্যে আমরা সকল প্রস্তুতি শেষ করেছি। বেগম জিয়ার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে রয়েছে। এ জনসভা থেকে চেয়ারপারসন যে দিক নির্দেশনা দেবেন আগামীতে আমরা সেভাবেই আন্দোলনের জন্য প্রস্তুত হবো।

এ জনসভার মাধ্যমে নাটোরের বিএনপিতে প্রাণ ফিরে আসবে এমনটাই মনে করছেন তৃর্ণমূল পর্যায়ের নেতা-কর্মীরা। বিএনপির সকল স্তরের নেতা-কর্মীরা মনে করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এ জনসভা থেকে এর একটি সমাধান বেরিয়ে আসবে আর সকল বিভেদ ভুলে আগামীতে সরকার পতনের আন্দোলনে নাটোর বিএনপি দৃষ্টান্তমূলক ভুমিকা রাখবে।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

খালেদা জিয়ার আগমন উপলক্ষে উৎসবের সাজে সেজেছে নাটোর

আপডেট টাইম : ০৩:৫০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কমnatore picture-01-11-14_56392 : বেগম খালেদা জিয়ার আগমন ও ২০দলীয় জোটের জনসভাকে কেন্দ্র করে উৎসবের সাজে সেজেছে নাটোর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে বিকেল চারটায় জনসভায় যোগ দেবেন তিনি। ২০০৮ সালের ১৮ ডিসেম্বর তিনি স্থানীয় কানাইখালী মাঠে শেষ বারের মত নির্বাচনী ভাষণ দিয়েছিলেন। দীর্ঘ প্রায় ছয় বছর পর তিনি নাটোরে আসছেন। বেগম জিয়ার আগমনকে কেন্দ্র করে নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা থেকে শুরু করে রাজশাহীর সীমানা এবং বগুড়ার নন্দীগ্রাম ও পাবনা দাশুড়িয়া পর্যন্ত দীর্ঘ মহাসড়ক এবং জেলার অভ্যন্তরীণ সকল সড়কে নির্মাণ করা হয়েছে প্রায় তিন শতাধিক তোরণ। শহরে রাস্তার দু’ধারে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ছবি সম্বলিত শত শত ডিজিটাল ব্যানার দিয়ে সাজানো হয়েছে। বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে জেলা বিএনপি শহরের বড় হরিশপুর বাইপাস থেকে সমাবেশস্থল নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ মাঠ পর্যন্ত মহাসড়কের দুই পাশে রঙ্গিন বাতি, রঙ্গিন কাপড়, জাতীয় ও দলীয় পতাকা দিয়ে সাজিয়েছে। তৈরী করা হয়েছে ৬০ ফিট প্রস্থ ও ৪০ ফিট দৈর্ঘ্যরে সুবিশাল মঞ্চ। এই মঞ্চে এক সাথে তিনশ’ নেতাকর্মী বসার ব্যবস্থা রয়েছে। মাঠে ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, কৃষকদল, তাঁতীদল ও মৎস্যজীবী দলসহ প্রত্যেকটি অঙ্গ সংগঠনের জন্য বসার জন্য ভিন্ন ভিন্ন ব্যবস্থা করা হয়েছে।

বিএনপির সমাবেশ সম্পর্কে জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, নাটোরের নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ মাঠের জনসভা থেকেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকার পতন আন্দোলনের ঘোষণা দেবেন। প্রায় ৫ লাখ লোকের সমাগম ঘটবে এ সমাবেশে। এটা হবে নাটোরের স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বড় জনসভা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক জানান, জনসভা সফলভাবে করার লক্ষ্যে আমরা সকল প্রস্তুতি শেষ করেছি। বেগম জিয়ার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে রয়েছে। এ জনসভা থেকে চেয়ারপারসন যে দিক নির্দেশনা দেবেন আগামীতে আমরা সেভাবেই আন্দোলনের জন্য প্রস্তুত হবো।

এ জনসভার মাধ্যমে নাটোরের বিএনপিতে প্রাণ ফিরে আসবে এমনটাই মনে করছেন তৃর্ণমূল পর্যায়ের নেতা-কর্মীরা। বিএনপির সকল স্তরের নেতা-কর্মীরা মনে করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এ জনসভা থেকে এর একটি সমাধান বেরিয়ে আসবে আর সকল বিভেদ ভুলে আগামীতে সরকার পতনের আন্দোলনে নাটোর বিএনপি দৃষ্টান্তমূলক ভুমিকা রাখবে।