অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সাতক্ষীরায় তিন হাজার বোতল ফেন্সিডিল আটক

500x350_5b29255f4dadb82045a6e0019ab40a93_pencidil(2)বাংলার খবর২৪.কম,সাতক্ষীরা : সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর সড়কের বাদামতলা নামক স্থানে বিজিবি অভিযান চালিয়ে ট্রাক সহ তিন হাজার বোতল ফেন্সিডিল আটক করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সাতীরা-ভোমরা স্থল বন্দর সড়কের বাদামতলায় চট্টগ্রাম মেট্রো ট-১১-০৫১৭ নাম্বরের একটি ট্রাক থেকে ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়। তবে, এ সময় বিজিবি কোন চোরাকারবারীকে আটক করতে সম হয়নি। আটককৃর্ত ট্রাক সহ ফেন্সিডিলের মূল্য অর্ধ কোটি টাকা ।

বিজিবি সাতীরা ৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা স্থল বন্দর সড়কের বাদামতলা এলাকায় টহলরত বিজিবি সদস্যরা একটি ট্রাককে থামার জন্য সিগন্যাল দেয়। এ সময় ড্রাইভারসহ চোরাকারবারীরা ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় তিন হাজার বোতল ফেন্সিডিল । বিজিবি ট্রাকটিও জব্দ করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় তিন হাজার বোতল ফেন্সিডিল আটক

আপডেট টাইম : ০৯:৩১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০১৪

500x350_5b29255f4dadb82045a6e0019ab40a93_pencidil(2)বাংলার খবর২৪.কম,সাতক্ষীরা : সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর সড়কের বাদামতলা নামক স্থানে বিজিবি অভিযান চালিয়ে ট্রাক সহ তিন হাজার বোতল ফেন্সিডিল আটক করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সাতীরা-ভোমরা স্থল বন্দর সড়কের বাদামতলায় চট্টগ্রাম মেট্রো ট-১১-০৫১৭ নাম্বরের একটি ট্রাক থেকে ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়। তবে, এ সময় বিজিবি কোন চোরাকারবারীকে আটক করতে সম হয়নি। আটককৃর্ত ট্রাক সহ ফেন্সিডিলের মূল্য অর্ধ কোটি টাকা ।

বিজিবি সাতীরা ৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা স্থল বন্দর সড়কের বাদামতলা এলাকায় টহলরত বিজিবি সদস্যরা একটি ট্রাককে থামার জন্য সিগন্যাল দেয়। এ সময় ড্রাইভারসহ চোরাকারবারীরা ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় তিন হাজার বোতল ফেন্সিডিল । বিজিবি ট্রাকটিও জব্দ করে।