অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কাঁটাতারের বেড়ায় কাঁচের বোতল ঝুলিয়ে দিল বিএসএফ Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo ফিটনেসবিহীন গাড়ি বন্ধে অভিযান চলমান থাকবে : মহাসড়ক বিভাগের সচিব Logo নামে খাকদোন নদী ,নাব্য সংকটে ব্যাহত নৌ চলাচল,সারাবছর ধরেই বাধা থাকে ড্রেজিং মেশিন Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে গরু পারাপারকারী আহত ১ Logo দহগ্রাম সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণ বন্ধ করে দিলো বিজিবি, সীমান্তে টহল জোরদার Logo সীমান্ত আইন লঙ্ঘনে আগ্রাসী বিএসএফ দহগ্রাম-আঙ্গরপোতা জোরপূর্বক বেড়া নির্মাণ, উত্তেজনা Logo সীমান্ত হতে বিজিবি কর্তৃক ১৩ লক্ষ টাকা মাদকদ্রব্যসহ ০৫ জন চোরাকারবারী আটক Logo বিজিবির আপত্তিতে শূন্যরেখা থেকে স্থাপনা সরিয়ে নিল বিএসএফ Logo রাজশাহীর পবা হাইওয়ে থানার শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধকল্পে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা

একটি মানবিক আবেদন!

10517465_481738138596083_40854370723284230_nফুলের মতো ফুটফুটে নিষ্পাপ দুটি শিশু ! মিম ও আলিফ। মিমের বয়স চার বছর এবং আলিফের বয়স ২ বছর। সম্পর্কে তারা আপন ভাইবোন । বর্তমানে এই শিশু দুটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে অবস্থান করছে। কারণ তাদের বাবা, মা কেউ বেঁচে নেই। ভিকটিম সাপোর্ট সেন্টারে ডিউটিরত নারী পুলিশ সদস্যদের যাকে সামনে দেখছে তাকেই আম্মা, আম্মা বলে সম্বোধন করছে তারা। ভিকটিম সাপোর্ট সেন্টারের নারী পুলিশ অফিসার ও সদস্যগণও পরম মমতায় শিশু দুটিকে সযত্নে লালন পালন করছে। নানাভাবে চেষ্টা করছে তাদের কোন বৈধ অভিভাবক বা নিকট আত্মীয়কে খুঁজে পেতে।

হতভাগ্য শিশু দুটির মা নাজমা বেগম গত ০২/০৭/১৪ ইং তারিখ সময় সন্ধ্য ০৬.৪৫ ঘটিকায় পেটে ও বুকে প্রচন্ড ব্যাথা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি বিভাগে ভর্তি হন (ইমারজেন্সি বিভাগে রেজিষ্ট্রেশন নং- ৪০২৯৪/১৩৪ নাম: নাজমা, ঠিকানা: অজ্ঞাত )। অতঃপর মেডিসিন বিভাগের ১০৯ নং ওয়ার্ডের ৩২ নং বেডে দীর্ঘ ১ মাস ১২ দন চিকিৎসাধীন থাকার পর গত ০৪/০৮/১৪ ইং সকাল ০৬.০০ ঘটিকায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত নাজমার কোন আত্মীয় স্বজন না থাকায় তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়। নাজমার স্বামী এবং এই শিশু দুটির পিতা, শাহজাহান কয়েক মাস আগে সড়ক দুর্ঘটনায় নিহত হয়। হাসপাতালের আয়া পারভীনের নিকট থেকে প্রাপ্ত নাজমার সৎ ভাইয়ের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান নাজমার আসল নাম আসমা, পিতা- মৃত: শামসুদ্দীন, গ্রামঃ যশোর রাঙ্গাপুর, থানা এবং জেলা-শরীয়তপুর এবং তার শ্বশুরবাড়ী রংপুর । নাজমার নিজস্ব কোন আত্মীয় স্বজন নেই বলেও তিনি জানান।

ইতোমধ্যে শিশু দুটির প্রতিপালনের দায়িত্ব নেওয়ার জন্য অনেকেই ইচ্ছা প্রকাশ করেছেন। শিশু দুটির বৈধ অভিভাবক বা নিকট আত্মীয় স্বজন থাকলে জরুরী ভিত্তিতে উপযুক্ত প্রমাণাদি সহ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে ভিকটিম সাপোর্ট সেন্টার। ভিকটিম সাপোর্ট সেন্টারে

যোগাযোগের ঠিকানাঃ-

তেজগাঁও থানা কমপ্লেক্স, তেজগাঁও, ঢাকা-১২১৫।
ফোনঃ ০২-৯১১০৮৮৫, মোবাইল নং০১৭৪৫৭৭৪৪৮৭
ই-মেইল vsc_dmp@yahoo.com

অথবা ডিএমপির মিডিয়া সেন্টারেও যোগাযোগ করা যেতে পারে।

মিডিয়া সেন্টারের ঠিকানাঃ

মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা। (রমনা থানা সংলগ্ন)
মোবাইল নং- ০১৭১৩৩৯৮৭৫৬

Tag :
জনপ্রিয় সংবাদ

কাঁটাতারের বেড়ায় কাঁচের বোতল ঝুলিয়ে দিল বিএসএফ

একটি মানবিক আবেদন!

আপডেট টাইম : ১২:৫৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০১৪

10517465_481738138596083_40854370723284230_nফুলের মতো ফুটফুটে নিষ্পাপ দুটি শিশু ! মিম ও আলিফ। মিমের বয়স চার বছর এবং আলিফের বয়স ২ বছর। সম্পর্কে তারা আপন ভাইবোন । বর্তমানে এই শিশু দুটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে অবস্থান করছে। কারণ তাদের বাবা, মা কেউ বেঁচে নেই। ভিকটিম সাপোর্ট সেন্টারে ডিউটিরত নারী পুলিশ সদস্যদের যাকে সামনে দেখছে তাকেই আম্মা, আম্মা বলে সম্বোধন করছে তারা। ভিকটিম সাপোর্ট সেন্টারের নারী পুলিশ অফিসার ও সদস্যগণও পরম মমতায় শিশু দুটিকে সযত্নে লালন পালন করছে। নানাভাবে চেষ্টা করছে তাদের কোন বৈধ অভিভাবক বা নিকট আত্মীয়কে খুঁজে পেতে।

হতভাগ্য শিশু দুটির মা নাজমা বেগম গত ০২/০৭/১৪ ইং তারিখ সময় সন্ধ্য ০৬.৪৫ ঘটিকায় পেটে ও বুকে প্রচন্ড ব্যাথা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি বিভাগে ভর্তি হন (ইমারজেন্সি বিভাগে রেজিষ্ট্রেশন নং- ৪০২৯৪/১৩৪ নাম: নাজমা, ঠিকানা: অজ্ঞাত )। অতঃপর মেডিসিন বিভাগের ১০৯ নং ওয়ার্ডের ৩২ নং বেডে দীর্ঘ ১ মাস ১২ দন চিকিৎসাধীন থাকার পর গত ০৪/০৮/১৪ ইং সকাল ০৬.০০ ঘটিকায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত নাজমার কোন আত্মীয় স্বজন না থাকায় তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়। নাজমার স্বামী এবং এই শিশু দুটির পিতা, শাহজাহান কয়েক মাস আগে সড়ক দুর্ঘটনায় নিহত হয়। হাসপাতালের আয়া পারভীনের নিকট থেকে প্রাপ্ত নাজমার সৎ ভাইয়ের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান নাজমার আসল নাম আসমা, পিতা- মৃত: শামসুদ্দীন, গ্রামঃ যশোর রাঙ্গাপুর, থানা এবং জেলা-শরীয়তপুর এবং তার শ্বশুরবাড়ী রংপুর । নাজমার নিজস্ব কোন আত্মীয় স্বজন নেই বলেও তিনি জানান।

ইতোমধ্যে শিশু দুটির প্রতিপালনের দায়িত্ব নেওয়ার জন্য অনেকেই ইচ্ছা প্রকাশ করেছেন। শিশু দুটির বৈধ অভিভাবক বা নিকট আত্মীয় স্বজন থাকলে জরুরী ভিত্তিতে উপযুক্ত প্রমাণাদি সহ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে ভিকটিম সাপোর্ট সেন্টার। ভিকটিম সাপোর্ট সেন্টারে

যোগাযোগের ঠিকানাঃ-

তেজগাঁও থানা কমপ্লেক্স, তেজগাঁও, ঢাকা-১২১৫।
ফোনঃ ০২-৯১১০৮৮৫, মোবাইল নং০১৭৪৫৭৭৪৪৮৭
ই-মেইল vsc_dmp@yahoo.com

অথবা ডিএমপির মিডিয়া সেন্টারেও যোগাযোগ করা যেতে পারে।

মিডিয়া সেন্টারের ঠিকানাঃ

মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা। (রমনা থানা সংলগ্ন)
মোবাইল নং- ০১৭১৩৩৯৮৭৫৬