
ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে শনিবার গোয়েন্দা পুলিশ কর্তৃক গ্রেফতারের পর তা অস্বীকার করে র্যাবের কাছে হস্তান্তরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।
শনিবার রাতে এক বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে আজ গোয়েন্দা পুলিশ কর্তৃক গ্রেফতারের পর তা অস্বীকার করে র্যাবের কাছে হস্তান্তরের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। খোকনের পরিবারের আশংকা খোকনকে ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতারের পর অস্বীকার এবং পরে তাকে র্যাব এর কাছে হস্তান্তরের ঘটনায় যেকোন দুর্ঘটনা ঘটতে পারে।’
তিনি বলেন, ‘আমরা মনে করি, দেশে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে গ্রেফতারের পর অস্বীকারের রেওয়াজ চালু হয়েছে তাতে এখন রাষ্ট্রের কোন নাগরিকেরই জানমালের নিরাপত্তা নেই। আমাদের বক্তব্য-আনিসুর রহমান তালুকদার খোকন এর বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তাকে আদালতে উপস্থাপন করা হোক। আর যদি তা করা না হয় এবং আনিসুর রহমান তালুকদার খোকনের কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারকে সম্পূর্ণরুপে এর দায়-দায়িত্ব বহন করতে হবে। আমরা অবিলম্বে আনিসুর রহমান তালুকদার খোকনের অবস্থান তার পরিবারের নিকট নিশ্চিতকরণ এবং তাকে আদালতে উপস্থাপনের জোর দাবি জানাচ্ছি।’