
ভোলা : ভোলা পৌরসভার চরজংলা ৯নং ওয়ার্ডে ককটেল বিস্ফোরণে একই পরিবারের তিন শিশু আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক। তাদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ (রোববার) সকাল ৭টার দিকে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে মোক্তবে যাওয়ার পথে একটি গাছের সাথে লাল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় বলের মতো দেখে শিশুরা ওই ককটেলগুলো হাত দিয়ে ধরে। এ সময় দুইটি ককটেল বিস্ফোরণ ঘটলে শিশুরা আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।
আহত শিশুরা হলেন, ফাতেমা (১৩), সুফিয়া(৮) ও জান্নাত (১০)। এরা সবাই ওই এলাকার দিন মজুর কামালের মেয়ে। এদের মধ্যে জান্নাতের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।