
বাংলার খবর২৪.কম ডেস্ক : জনপ্রিয় ক্রিকেটার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া পাকিস্তান তেহরিক-এ-ইনসাফের নেতা ইমরান খান ব্যাপক আকারে গণ-অসহযোগের ডাক দিয়েছেন। কর প্রদান, পানি, বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধ থেকে সমর্থকদের বিরত থাকার আহ্বান জানান তিনি। এ খবর দিয়েছে অনলাইন ওয়াল স্ট্রিট জার্নাল। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সরকারকে ক্ষমতা থেকে উৎখাতে বদ্ধপরিকর ইমরান রাজধানী ইসলামাবাদে তৃতীয় দিনের বিক্ষোভে অংশ নেয়ার সময় বিশাল এক জনসভায় বক্তৃতা দেন। সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ইমরান বলেন, আর দুই দিন পর প্রধানমন্ত্রীর বাসভবনে তিনি তার সমর্থকদের জোর করে ঢোকার বিষয়টি থামাতে পারবেন না। তিনি বলেন, নওয়াজ শরীফের ব্যাপারে কি করা যায়, তা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। কারণ, তিনি সব আইন পাশ কাটিয়ে যান এবং ভোট-জালিয়াতির আশ্রয় নেন। তিনি বলেন, আমরা এ অন্যায় শাসনব্যবস্থাকে আর চলতে দিতে পারি না।