পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo আমরা রাজনীতি করবো, প্রতিযোগিতা করবো, নির্বাচন করবো – বাবু গয়েশ্বর চন্দ্র রায় Logo লবণাক্ত জমিতে সবজি চাষ করে ভাগ্য ফিরেছে কৃষকের,পরিচিতি পেয়েছে ‘সবজি গ্রাম’ নামে। Logo হাতিবান্ধায় ক্লিনিকের সাইনবোর্ডে ‘আবার ফিরবে ছাত্রলীগ’ Logo পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ Logo পাটগ্রামে বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত  Logo লালমনিরহাটের মাহফিল থেকে ফেরার পথে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু Logo আজহারীর মাহফিলে চুরির হিড়িক, ২২ নারী আটক Logo লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চুরিকৃত ট্রাক আটক Logo লালমনিরহাটে আজহারীর মাহফিল, ১০ লাখ মানুষের জন্য প্রস্তুত ৪ মাঠ Logo প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি

রংপুরে আসামী ধরতে গিয়ে দুই এসআই আহত ,গ্রপ্তার-১

বাংলার খবর২৪.কমwpid-banglarkhabar24-banner.png.png : রংপুরে ডাকাতি ও ছিনতাই মামলার আসামী ধরতে গিয়ে হামলার স্বীকার হলেন পুলিশ সদস্যরা। ডাকাতদের হামলায় পুলিশের দুই এসআই আহত হয়েছেন। আত্মরক্ষার্থে পুলিশ ৮ রাউন্ড গুলি ছুড়ে। এ ঘটনায় গুলিবিদ্ধ এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোরে সদরের মমিনপুর এলাকায় ওই ঘটনা ঘটে।
এদিকে একই রাতে কামারপাড়া এলাকায় সাংবাদিক মমিনুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরদল গ্রিল কেটে ৪টি দামি সিম্ফনি মোবাইল নিয়ে যায়। এব্যাপারে থানায় জিডি করা হয়েছে।
কোতয়ালি থানা সুত্রে জানা গেছে, থানার ওসি আবদুল কাদের জিলানীর নির্দেশে এসআই হোসেন আলী ও তৌহিদুল ইসলামের নেতৃত্বে মোটরসাইকেল ডাকাতি ও ছিনতাই মামলার আসামী আলম মিয়া, সুলতান মিয়াসহ তাদের অন্যান্য সহযোগিদের গ্রেফতারে মমিনপুর বাধ এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় আলমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় ডাকাতদের সহযোগিরা পুলিশের উপর আক্রমন চালিয়ে আলমকে ছিনিয়ে নেয়। পুলিশ আত্মরক্ষার্থে ৮ রাউন্ড গুলি ছুড়ে। এতে হাতে গুলিবিদ্ধ হন সুলতান মিয়া এবং বাকিরা পালিয়ে যায়।সুলতাদের বাড়ি বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের চয়নের পাড় গ্রামে। ডাকাতদের হামলায় আহত হন এসআই হোসের আলী ও তৌহিদুল ইসলাম। এসআই হোসেন আলী জানান, আমরা ফাঁকা গুলি করে রক্ষা পাই। তা না হলে তারা আমাদের বড় ধরনের ক্ষতি করে ফেলত।

রসিকের ৬০ কাজের দরপত্রের লটারি
রংপুর সিটি কর্পোরেশন ও জিওবির যৌথ অর্থায়নে ২০১৪-২০১৫ অর্থ বছরের ৬০ টি প্যাকেজের আওতায় রাস্তা ও ড্রেন নির্মাণের দরপত্রের লটারি অনুষ্ঠিত হয় । বুধবার সকালে রসিক অডিটরিয়ামে দরপত্র দাতাদের অংগ্রহনে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টুর উপস্থিতে এদরপত্রের লটারি অনুষ্ঠিত হয় ।
মোট ৬০টি গ্রুপে প্রায় ১৫ কোটি টাকার কাজে মোট ৩১১৪টি দরপত্র জমা পড়ে এবং ২৫৫ জন ঠিকাদার অংশ দেন। পরে লটারির মাধ্যমে ২৫৫ জন ঠিকাদরের মধ্যে ৫১ জন ভাগ্যবান ঠিকাদার কাজ পান । এর মধ্যে সর্র্র্র্র্ব্বোচ মর্ডান কন্সট্রাকশন ৩টি,হাসান এন্ড কোং ৩টি, জাফর আজমি এন্টারপ্রাইজ ২টি,মেসার্স মাহমুদ কন্সট্রাকশন ২টি, মেসার্স বাবু এন্টাপ্রাইজ ২টি,মের্সাস আতিয়ার রহমান এন্টাপ্রাইজ ২টি কাজ পায় ।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমি খান, প্যানেল মেয়র গোলাম কবীর কাজল, কাউন্সিলর সেকেন্দার আলী, তৌহিদুল ইসলাম, নুরুন্নবী ফুলু,শাহজালাল করিম বকুল, নজরুল ইসলাম দেওয়ানী, শ্রী হারাধন চন্দ্র রায়,ইদ্রিস আলী,জহুরুল ইসলাম আজাব্বর,সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর জাফরিন ইসলাম রীপা, ফরিদা কালাম, সিটি কর্পোরেশনের সচিব ফজলুল কবীর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, গ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আজম আলী, প্রমুখ ।

Tag :
জনপ্রিয় সংবাদ

আমরা রাজনীতি করবো, প্রতিযোগিতা করবো, নির্বাচন করবো – বাবু গয়েশ্বর চন্দ্র রায়

রংপুরে আসামী ধরতে গিয়ে দুই এসআই আহত ,গ্রপ্তার-১

আপডেট টাইম : ০২:৪৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০১৪

বাংলার খবর২৪.কমwpid-banglarkhabar24-banner.png.png : রংপুরে ডাকাতি ও ছিনতাই মামলার আসামী ধরতে গিয়ে হামলার স্বীকার হলেন পুলিশ সদস্যরা। ডাকাতদের হামলায় পুলিশের দুই এসআই আহত হয়েছেন। আত্মরক্ষার্থে পুলিশ ৮ রাউন্ড গুলি ছুড়ে। এ ঘটনায় গুলিবিদ্ধ এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোরে সদরের মমিনপুর এলাকায় ওই ঘটনা ঘটে।
এদিকে একই রাতে কামারপাড়া এলাকায় সাংবাদিক মমিনুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরদল গ্রিল কেটে ৪টি দামি সিম্ফনি মোবাইল নিয়ে যায়। এব্যাপারে থানায় জিডি করা হয়েছে।
কোতয়ালি থানা সুত্রে জানা গেছে, থানার ওসি আবদুল কাদের জিলানীর নির্দেশে এসআই হোসেন আলী ও তৌহিদুল ইসলামের নেতৃত্বে মোটরসাইকেল ডাকাতি ও ছিনতাই মামলার আসামী আলম মিয়া, সুলতান মিয়াসহ তাদের অন্যান্য সহযোগিদের গ্রেফতারে মমিনপুর বাধ এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় আলমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় ডাকাতদের সহযোগিরা পুলিশের উপর আক্রমন চালিয়ে আলমকে ছিনিয়ে নেয়। পুলিশ আত্মরক্ষার্থে ৮ রাউন্ড গুলি ছুড়ে। এতে হাতে গুলিবিদ্ধ হন সুলতান মিয়া এবং বাকিরা পালিয়ে যায়।সুলতাদের বাড়ি বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের চয়নের পাড় গ্রামে। ডাকাতদের হামলায় আহত হন এসআই হোসের আলী ও তৌহিদুল ইসলাম। এসআই হোসেন আলী জানান, আমরা ফাঁকা গুলি করে রক্ষা পাই। তা না হলে তারা আমাদের বড় ধরনের ক্ষতি করে ফেলত।

রসিকের ৬০ কাজের দরপত্রের লটারি
রংপুর সিটি কর্পোরেশন ও জিওবির যৌথ অর্থায়নে ২০১৪-২০১৫ অর্থ বছরের ৬০ টি প্যাকেজের আওতায় রাস্তা ও ড্রেন নির্মাণের দরপত্রের লটারি অনুষ্ঠিত হয় । বুধবার সকালে রসিক অডিটরিয়ামে দরপত্র দাতাদের অংগ্রহনে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টুর উপস্থিতে এদরপত্রের লটারি অনুষ্ঠিত হয় ।
মোট ৬০টি গ্রুপে প্রায় ১৫ কোটি টাকার কাজে মোট ৩১১৪টি দরপত্র জমা পড়ে এবং ২৫৫ জন ঠিকাদার অংশ দেন। পরে লটারির মাধ্যমে ২৫৫ জন ঠিকাদরের মধ্যে ৫১ জন ভাগ্যবান ঠিকাদার কাজ পান । এর মধ্যে সর্র্র্র্র্ব্বোচ মর্ডান কন্সট্রাকশন ৩টি,হাসান এন্ড কোং ৩টি, জাফর আজমি এন্টারপ্রাইজ ২টি,মেসার্স মাহমুদ কন্সট্রাকশন ২টি, মেসার্স বাবু এন্টাপ্রাইজ ২টি,মের্সাস আতিয়ার রহমান এন্টাপ্রাইজ ২টি কাজ পায় ।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমি খান, প্যানেল মেয়র গোলাম কবীর কাজল, কাউন্সিলর সেকেন্দার আলী, তৌহিদুল ইসলাম, নুরুন্নবী ফুলু,শাহজালাল করিম বকুল, নজরুল ইসলাম দেওয়ানী, শ্রী হারাধন চন্দ্র রায়,ইদ্রিস আলী,জহুরুল ইসলাম আজাব্বর,সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর জাফরিন ইসলাম রীপা, ফরিদা কালাম, সিটি কর্পোরেশনের সচিব ফজলুল কবীর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, গ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আজম আলী, প্রমুখ ।