
বাংলার খবর২৪.কম: যাত্রাবাড়ী থানার শনির আখড়ার কালভার্ট ব্রিজ এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে ও টেম্পুর সংঘর্ষের ঘটনায় পথচারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩ জন। বুধবার রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে টেম্পুর দুই যাত্রী নিহত হন। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
তিনি আরও জানান, দুর্ঘটনায় নাসরিন আক্তার (২০) নামে এক পথচারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পর মারা যান। সে সিদ্ধেশ্বরী কলেজের ফিনান্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ২য় বর্ষের শিক্ষার্থী আয়েশা কাদির লাভলী (২০), মেহেদি হাসান (২০) ও বানারুল ইসলামকে (২৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।