
ছাত্রীরা যৌন সংসর্গের দাবি করাতেই যৌন মিলনে লিপ্ত হয়েছেন বলে দাবি করলেন যোগগুরু বিক্রম চৌধুরি৷ সংবাদমাধ্যম মিরর সূত্রে খবর, সম্প্রতি মার্কিন ছয় ছাত্রী যোগগুরুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন৷ সেই অভিযোগের বিরুদ্ধে এতদিন কোনও মন্তব্য না করলেও অবশেষে মুখ খুললেন ৬৯ বছরের বিক্রম৷
সম্প্রতি এক সাক্ষাতকারে তিনি জানিয়েছিলেন, কোনও ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে যৌন মিলনে লিপ্ত হননি তিনি৷ বরং মানসিক ভাবে অবসাদগ্রস্ত বিভিন্ন ছাত্রীর মনঃকষ্ট দুর করতেই তাদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন তিনি৷ তিনি আরও দাবি করেছেন, বেশ কয়েকজন মহিলা অবসাদের জেরে আত্মহননের পন্থা অবলম্বনের কথা চিন্তা ভাবনা করছিলেন৷ কিন্তু তাদের সঙ্গে একান্তে নিবিড় ভাবে সময় অতিবাহিত করে তাদের সেই চিন্তা থেকে দুরে সরিয়ে এনেছেন তিনি৷
এক কথায় তারা শারীরিক মিললের ফলে আত্মহত্যার চিন্তা থেকে মুক্ত হয়েছে বলেও দাবি করেন যোগগুরু৷ তবে কোনও ক্ষেত্রেই কোনও মহিলা বা ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাদের সঙ্গে যৌন মিলনে লিপ্ত হননি বলে দাবি করেন তিনি৷
বিক্রম চৌধুরি আরও দাবি করেছেন, ছাত্রীরা তার সংসর্গ পেতে ভালবাসে৷ তার সঙ্গে একান্তে দীর্ঘক্ষণ সময় কাটাতে চায়৷ ফলে ছাত্রীদের সেই ভালবাসার মর্যাদা রাখতেই তাদের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছেন তিনি৷ শারীরিক মিলনের বিষয়টি হয়ে থাকলে সেটি গৌণ বিষয় মোটেই মুখ্য বিষয় নয়৷ ছাত্রীদের মানসিক অবসাদের হাত থেকে পরিত্রাণ দিতেই সম্ভোগের পথ বেছে নিয়েছিলেন বলেও দাবি করেন তিনি৷
২০১৩ সালে ছ’জন মহিলা যোগগুরুর বিরুদ্ধে ইচ্ছার বিরুদ্ধে যৌন সংসর্গের দাবি করেছিলেন৷
অভিযোগকারিনী এক ছাত্রী জানিয়েছিলেন, বিক্রমের কাছে প্রশিক্ষণ নেওয়ার প্রথম দিক থেকেই তার কুনজরে পড়েন তিনি৷ এরপর তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার তার সঙ্গে যৌন মিলন করেন ওই যোগগুরু৷ অন্যদিকে এই অভিযোগ নস্যাৎ করে বিক্রম চৌধুরি জানিয়েছেন, কঠোর পরিশ্রম করে এই স্থানাধিকার করতে হয়েছে তাকে৷ তবে ধর্ষণের ন্যাক্কারজনক অভিযোগের শিকার করতে হলে একথা স্বপ্নেও কল্পনা করেন নি তিনি৷