বাংলার খবর২৪.কম,নারায়ণগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুরিন্দা বাজার এলাকায় শুক্রবার দুপুরে বাস ও লেগুনার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৩ জন। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি সোহেল আহমেদ জানান, ঢাকাগামী একটি বাসের সঙ্গে নরসিংদী গামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক যুবক (৩৫) নিহত হন।
এ সময় আহত হন আরো ১৪ জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে আরো এক নারী (২৮) মারা যান। নিহতদের কারো পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে ওসি সোহেল আহমেদ জানান ।