পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে ২০ বছরের মেয়াদউত্তীর্ন বাস ও ২৫ বছরের ট্রাকের বিরুদ্ধে অভিযানে বিআরটিএ Logo রুয়েট ছাত্র ছাত্রীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ Logo বগুড়া সান্তাহার পৌর এলাকায় চলছে চুরি, ছিনতাই ও ডাকাতি’র ঘটনা Logo যশোরের শার্শা উপজেলায় উলাশীতে বিএনপির জরুরী কর্মী সমাবেশ Logo কোটা সংস্কার আন্দোলনে নিহত রাজবাড়ীর কোরবান শেখের মৃত্যু বার্ষিকী আজ Logo রাজধানী ভাটারায় মোবাইল কোর্ট পরিচালনার করছে বিআরটিএ Logo মফস্বল সাংবাদিক এসোসিয়েশন’র চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ও মহাসচিব তাজুল ইসলাম Logo ইকোনমিক লাইফ অতিক্রম করা যানবাহনের বিরুদ্ধে ময়মনসিংহ বিভাগে বিআরটিএ মোবাইল কোর্ট অভিযান Logo ইকোনমিক লাইফ অতিক্রম করা যানবাহনের বিরুদ্ধে চট্টগ্রাম বিআরটিএ মোবাইল কোর্ট অভিযান Logo মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে কুমিল্লা -চট্টগ্রাম সড়কে কুমিল্লা বিআরটিএ অভিযান

৩০০তম গোল করে তৃতীয় স্থানে রোনালদো

ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে ৩০০তম গোল করে এখন তৃতীয় স্থানে রয়েছেন। সর্বাধিক গোলদাতাদের তালিকাতে রয়েছেন তিনি। অপর দুজন হলেন কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো ও রাউল।

পর্তুগাল ফরোয়ার্ডটির ৬৮ মিনিটে দেয়া গোলে রিয়াল গত বুধবার রাতে রায়ো ভায়েকানোর বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয়ী পায়। অপর গোলটি করেন হামেস রদ্রিগেস। এ জয়ে রিয়াল শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে চার পয়েন্টের ব্যবধানটি ধরে রাখতে সক্ষম হলো। ক্লাবটির হয়ে নিজের ২৮৮তম খেলায় হেডে বিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেই রোনালদো আনন্দে মেতে ওঠেন। যদিও এ খেলাটিতে ডাইভিংয়ে কারণে রেফারি অযৌক্তিকভাবে তাকে হলুদ কার্ড দেখান।

বার্সেলোনা এ রাতে রিয়াল মাঠে নামার আগেই আলমেরিয়ার বিরুদ্ধে ৪-০ গোলে জয়ী হয়। ফলে দু’দলের ব্যবধানটা বেড়ে দাঁড়িয়েছিল সাত পয়েন্টে। কিন্তু রায়ো ভায়োকানোর মাঠে জিতে তা কমিয়ে আনতে সক্ষম হয় রিয়াল। যদিও গোলশূন্য প্রথমার্ধ ভুগিয়েছে কোচ কার্লো আনচেলোত্তির দলটিকে।

এ প্রসঙ্গে কোচ বলেন, ‘মাঠে আমরা তাদের অনেক চাপে রাখতে চেয়েছিলাম। কিন্তু প্রথমার্ধে আমাদের খেলা সন্তোষজনক ছিল না। দ্বিতীয়ার্ধে আমরা অনেক পরিপূর্ণ ছিলাম। আমরা ভাল খেলেছিলাম এবং যোগ্যতার নিরিখেই জয়ী হই।’

রোনালদো অ্যানচেলোত্তির কোচিংয়ে এ নিয়ে ৮৯ খেলায় ৯৯ গোল করলেন। আগের খেলাতেই গ্রানাডার বিরুদ্ধে পাঁচ গোল করেছিলেন ৩০ বছর বয়সী এই স্ট্রাইকারটি। এখন তার সামনে আছেন ৩৯৬ খেলায় ৩০৭ গোল করা স্টেফানো এবং ৭৪১ খেলায় ৩২৩ গোল করা রাউল। বার্নাব্যুর এই দুই কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার জন্য অবশ্য রোনালদোর যথেষ্ট সময় আছে এখনো। চলতি মৌসুমে লা লিগায় রোনালদোর এটি ৩৭তম গোল। ৩৩ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বার্সেলোনার লিওনেল মেসি।

কোচ অ্যানচেলোত্তির দাবি এটি ছিল পেনাল্টি কিন্তু তা না দিয়ে রেফারি উল্টো রোনালদোকে ডাইভিংয়ের অভিযোগে হলুদ কার্ড দেখান।

অ্যানচেলোত্তি জানিয়েছেন তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।

সংখ্যায়

রোনালদো

ম্যাচ গোল ডান পায়ে গোল বাম পায়ে গোল হেডে গোল পেনাল্টি মেরে গোল অপরের গোলে জোগান

২৮৮ ৩০০ ২০৬ ৫২ ৪১ ৫৫ ৭৭

Tag :
জনপ্রিয় সংবাদ

সারাদেশে ২০ বছরের মেয়াদউত্তীর্ন বাস ও ২৫ বছরের ট্রাকের বিরুদ্ধে অভিযানে বিআরটিএ

৩০০তম গোল করে তৃতীয় স্থানে রোনালদো

আপডেট টাইম : ০২:৩৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০১৫

ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে ৩০০তম গোল করে এখন তৃতীয় স্থানে রয়েছেন। সর্বাধিক গোলদাতাদের তালিকাতে রয়েছেন তিনি। অপর দুজন হলেন কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো ও রাউল।

পর্তুগাল ফরোয়ার্ডটির ৬৮ মিনিটে দেয়া গোলে রিয়াল গত বুধবার রাতে রায়ো ভায়েকানোর বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয়ী পায়। অপর গোলটি করেন হামেস রদ্রিগেস। এ জয়ে রিয়াল শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে চার পয়েন্টের ব্যবধানটি ধরে রাখতে সক্ষম হলো। ক্লাবটির হয়ে নিজের ২৮৮তম খেলায় হেডে বিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেই রোনালদো আনন্দে মেতে ওঠেন। যদিও এ খেলাটিতে ডাইভিংয়ে কারণে রেফারি অযৌক্তিকভাবে তাকে হলুদ কার্ড দেখান।

বার্সেলোনা এ রাতে রিয়াল মাঠে নামার আগেই আলমেরিয়ার বিরুদ্ধে ৪-০ গোলে জয়ী হয়। ফলে দু’দলের ব্যবধানটা বেড়ে দাঁড়িয়েছিল সাত পয়েন্টে। কিন্তু রায়ো ভায়োকানোর মাঠে জিতে তা কমিয়ে আনতে সক্ষম হয় রিয়াল। যদিও গোলশূন্য প্রথমার্ধ ভুগিয়েছে কোচ কার্লো আনচেলোত্তির দলটিকে।

এ প্রসঙ্গে কোচ বলেন, ‘মাঠে আমরা তাদের অনেক চাপে রাখতে চেয়েছিলাম। কিন্তু প্রথমার্ধে আমাদের খেলা সন্তোষজনক ছিল না। দ্বিতীয়ার্ধে আমরা অনেক পরিপূর্ণ ছিলাম। আমরা ভাল খেলেছিলাম এবং যোগ্যতার নিরিখেই জয়ী হই।’

রোনালদো অ্যানচেলোত্তির কোচিংয়ে এ নিয়ে ৮৯ খেলায় ৯৯ গোল করলেন। আগের খেলাতেই গ্রানাডার বিরুদ্ধে পাঁচ গোল করেছিলেন ৩০ বছর বয়সী এই স্ট্রাইকারটি। এখন তার সামনে আছেন ৩৯৬ খেলায় ৩০৭ গোল করা স্টেফানো এবং ৭৪১ খেলায় ৩২৩ গোল করা রাউল। বার্নাব্যুর এই দুই কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার জন্য অবশ্য রোনালদোর যথেষ্ট সময় আছে এখনো। চলতি মৌসুমে লা লিগায় রোনালদোর এটি ৩৭তম গোল। ৩৩ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বার্সেলোনার লিওনেল মেসি।

কোচ অ্যানচেলোত্তির দাবি এটি ছিল পেনাল্টি কিন্তু তা না দিয়ে রেফারি উল্টো রোনালদোকে ডাইভিংয়ের অভিযোগে হলুদ কার্ড দেখান।

অ্যানচেলোত্তি জানিয়েছেন তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।

সংখ্যায়

রোনালদো

ম্যাচ গোল ডান পায়ে গোল বাম পায়ে গোল হেডে গোল পেনাল্টি মেরে গোল অপরের গোলে জোগান

২৮৮ ৩০০ ২০৬ ৫২ ৪১ ৫৫ ৭৭