
বাংলার খবর২৪.কম: রাজধানীর খিলক্ষেত থেকে ৬০০ ক্যান বিয়ারসহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোবাবর বিকেলে খিলক্ষেতের রাজউক ট্রেড সেন্টারের সামনে থেকে নেদারল্যান্ডের তৈরি বেভারিয়া ব্রান্ডের এসব বিয়ার আটক করা হয়। এসময় মো. উজ্জল হোসেন (৩৩) নামে একজনকে আটক করা হয়।
অধিদপ্তরের মতিঝিল সার্কেলের পরিদর্শক হেলাল উদ্দিন জানান, আটক ব্যাক্তি কয়েকটি বস্তায় বিয়ারগুলো নিয়ে রাস্তার পাশে অপেক্ষা করছিলেন। তিনি এগুলো এখান থেকে অন্য কোথাও পাচারের চেষ্টা করছিলেন।
তবে কোথা থেকে এগুলো সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় এসব বিয়ার নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি ।
এ বিষয়ে আটক ব্যাক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।