
বাংলার খবর২৪.কম: দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের শাস্তি কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। ফলে আগামী অক্টোবরে জিম্বাবুয়ের বিরুদ্ধে হোম সিরিজে তাকে দেখা যেতে পারে। এ ছাড়া আসন্ন ঘরোয়া লিগেও অংশগ্রহণ করতে পারবেন বিশ্ব টেস্ট ক্রিকেটের এক নম্বর অলরাউন্ডার।
আচরণগত সমস্যার কারণে গত ৭ জুলাই সাকিবকে বোর্ড সভার সিদ্ধান্তক্রমে শাস্তি দেয়া হয়েছে। এরপর ২০ জুলাই বিসিবির কাছে শাস্তি পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছেন তিনি। ভবিষ্যতে এমন আচরণ আর করবেন না বলে আবেদনপত্রে উল্লেখ করেছেন সাকিব। দেশবাসীর কাছেও তিনি ক্ষমা চেয়েছেন। সাকিবের আবেদনপত্র পেয়েও বিসিবি তুষ্ট। আর সেই কারণেই শাস্তি কমানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।