অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কাঁটাতারের বেড়ায় কাঁচের বোতল ঝুলিয়ে দিল বিএসএফ Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo ফিটনেসবিহীন গাড়ি বন্ধে অভিযান চলমান থাকবে : মহাসড়ক বিভাগের সচিব Logo নামে খাকদোন নদী ,নাব্য সংকটে ব্যাহত নৌ চলাচল,সারাবছর ধরেই বাধা থাকে ড্রেজিং মেশিন Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে গরু পারাপারকারী আহত ১ Logo দহগ্রাম সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণ বন্ধ করে দিলো বিজিবি, সীমান্তে টহল জোরদার Logo সীমান্ত আইন লঙ্ঘনে আগ্রাসী বিএসএফ দহগ্রাম-আঙ্গরপোতা জোরপূর্বক বেড়া নির্মাণ, উত্তেজনা Logo সীমান্ত হতে বিজিবি কর্তৃক ১৩ লক্ষ টাকা মাদকদ্রব্যসহ ০৫ জন চোরাকারবারী আটক Logo বিজিবির আপত্তিতে শূন্যরেখা থেকে স্থাপনা সরিয়ে নিল বিএসএফ Logo রাজশাহীর পবা হাইওয়ে থানার শৃঙ্খলা ও দুর্ঘটনা রোধকল্পে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা

ফারুকী হত্যা: খুনিরা ছিলো ‘প্রশিক্ষিত ও পেশাদার

500x350_252de974d3ad1a86fc65c3db4c1d4b80_Faruqi-012-450x336বাংলার খবর২৪.কম: চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘কাফেলা‘র উপস্থাপক মাওলানা শেখ নুরুল ইসলাম ফারুকীর খুনিরা প্রশিক্ষিত ও পেশাদার। হত্যার ধরণ দেখেই এমনটিই মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও গোয়েন্দারা। তাই হত্যাকান্ডর বেশ কয়েকটি মোটিভ নিয়ে কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কর্নেল জিয়াউল আহসান বলেন, ধর্মীয় মতবাদ ছাড়াও রাজনৈতিক, ব্যবসায়ীক ও পারিবারিক কোনও বিরোধ রয়েছে কি-না সেসব মোটিভ নিয়ে তারা কাজ করছেন। ধর্মীয় মতভেদের কারনে তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছিলো বলেও স্বজনদের পক্ষ থেকে বলা হয়েছে। তিনি বলেন, প্রায় আট মাস আগে গত ২১ ডিসেম্বর গোপীবাগে যে ছয়জনের খুনের ঘটনা ঘটেছিল, সেই হত্যাকানেভবর সঙ্গে মাওলানা ফারুকীর হত্যাকান্ডের ধরণ প্রায় একই রকম। তবে খুনিদের শনাক্ত ও গ্রেফতারে এখন পর্যন্ত আশানুরূপ কোনও তথ্য তারা পাননি।
একই বক্তব্য দেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, পুলিশ অনেকগুলো বিষয় নিয়ে খুনিদের দ্রুত গ্রেফতারে কাজ করছে। ফারুকীর ধর্মীয় মতাদর্শ, রাজনৈতিক, পারিবারিক ও ব্যবসায়ীক বিরোধসহ আরও কয়েকটি বিষয় নিবিড়ভাবে খতিয়ে দেখছেন তারা। তবে ধর্মীয় মতভেদের বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন। খুনের ধরণ দেখে তিনি মনে করছেন, খুনিরা ছিলো ‘প্রশিক্ষিত ও পেশাদার‘।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি-পূর্ব) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, মাওলানা ফারুকীর হত্যাকাণ্ডের সঙ্গে গোপীবাগে ছয় হত্যাকান্ডের মিল রয়েছে। দু‘টি হত্যাকাণ্ডের ধরণ একই মনে হচ্ছে। ওই ছয় হত্যাকাণ্ডের ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কিন্তু সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করা হলেও এখন পর্যন্ত কোনও ক্লু খুঁজে পাওয়া যায়নি। দুই হত্যাকাণ্ডের খুনিরাও একই হতে পারে বলে তার ধারণা।

বুধবার রাত ৯টার সময় ১৭৪ পূর্ব রাজাবাজারের বাসায় হজ্বে যাওয়ার বিষয়ে আলোচনার কথা বলে ঢুকে মাওলানা ফারুকীকে (৫০) জবাই করে হত্যা করা হয়। ফারুকী ইসলামীক ফ্রন্ট নামের একটি রাজনৈতিক দলের প্রেসিডিয়াম সদস্য। একই সঙ্গে তিনি চ্যানেল আই এবং মাই টিভিতে ইসলামী অনুষ্ঠান পরিচালনা করতেন। এসব অনুষ্ঠানে তিনি জামায়াতে ইসলামী ও হিযবুত তাওহীদের বিরুদ্ধে কথা বলায় তাকে হুমকিও দেওয়া হয়েছিলো বলে জানান ফারুকীর অনুসারীরা। তার এক শিষ্য আবদুর রহমান জানান, তার বিশ্বাস-এটি উগ্র জঙ্গিবাদীদের কাজ। এর আগেও মাওলানা ফারুকীকে তারা হুমকি দিয়েছিল। আবদুর রহমান নর্দান ইউনিভার্সিটিতে পড়েন। তিনি স্বজনদের বরাত দিয়ে বলেন, খুনিদের মধ্যে একজনের মাথায় টুপি ও ছোট ছোট দাড়ি ছিলো। তাদের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে।

শরে বাংলা নগর থানায় মাওলানা ফারুকীর ছেলে ফয়সাল ফারুকীর দায়ের করা মামলাতেও অন্যান্য বিষয়ের পাশাপাশি ডাকাতির কথা বলা হয়েছে। এজাহারে বলা হয়, খুনিরা নগদ দুই লাখ টাকা, একটি ক্যামেরা, একটি ট্যাব এবং সাড়ে পাঁচ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তবে মামলায় ডাকাতির কথা বলা হলেও ঘটনাটি নিছক ডাকাতি করতে গিয়ে মাওলানা ফারুকীকে হত্যা করা হয়েছে বলে মনে করেন না পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার। তবে যে কারনেই এই হত্যাকান্ডঘটুক তার রহস্য খুব শিগগির বের করা হবে বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কাঁটাতারের বেড়ায় কাঁচের বোতল ঝুলিয়ে দিল বিএসএফ

ফারুকী হত্যা: খুনিরা ছিলো ‘প্রশিক্ষিত ও পেশাদার

আপডেট টাইম : ০৯:২১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০১৪

500x350_252de974d3ad1a86fc65c3db4c1d4b80_Faruqi-012-450x336বাংলার খবর২৪.কম: চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘কাফেলা‘র উপস্থাপক মাওলানা শেখ নুরুল ইসলাম ফারুকীর খুনিরা প্রশিক্ষিত ও পেশাদার। হত্যার ধরণ দেখেই এমনটিই মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও গোয়েন্দারা। তাই হত্যাকান্ডর বেশ কয়েকটি মোটিভ নিয়ে কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কর্নেল জিয়াউল আহসান বলেন, ধর্মীয় মতবাদ ছাড়াও রাজনৈতিক, ব্যবসায়ীক ও পারিবারিক কোনও বিরোধ রয়েছে কি-না সেসব মোটিভ নিয়ে তারা কাজ করছেন। ধর্মীয় মতভেদের কারনে তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছিলো বলেও স্বজনদের পক্ষ থেকে বলা হয়েছে। তিনি বলেন, প্রায় আট মাস আগে গত ২১ ডিসেম্বর গোপীবাগে যে ছয়জনের খুনের ঘটনা ঘটেছিল, সেই হত্যাকানেভবর সঙ্গে মাওলানা ফারুকীর হত্যাকান্ডের ধরণ প্রায় একই রকম। তবে খুনিদের শনাক্ত ও গ্রেফতারে এখন পর্যন্ত আশানুরূপ কোনও তথ্য তারা পাননি।
একই বক্তব্য দেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, পুলিশ অনেকগুলো বিষয় নিয়ে খুনিদের দ্রুত গ্রেফতারে কাজ করছে। ফারুকীর ধর্মীয় মতাদর্শ, রাজনৈতিক, পারিবারিক ও ব্যবসায়ীক বিরোধসহ আরও কয়েকটি বিষয় নিবিড়ভাবে খতিয়ে দেখছেন তারা। তবে ধর্মীয় মতভেদের বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন। খুনের ধরণ দেখে তিনি মনে করছেন, খুনিরা ছিলো ‘প্রশিক্ষিত ও পেশাদার‘।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি-পূর্ব) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, মাওলানা ফারুকীর হত্যাকাণ্ডের সঙ্গে গোপীবাগে ছয় হত্যাকান্ডের মিল রয়েছে। দু‘টি হত্যাকাণ্ডের ধরণ একই মনে হচ্ছে। ওই ছয় হত্যাকাণ্ডের ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কিন্তু সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করা হলেও এখন পর্যন্ত কোনও ক্লু খুঁজে পাওয়া যায়নি। দুই হত্যাকাণ্ডের খুনিরাও একই হতে পারে বলে তার ধারণা।

বুধবার রাত ৯টার সময় ১৭৪ পূর্ব রাজাবাজারের বাসায় হজ্বে যাওয়ার বিষয়ে আলোচনার কথা বলে ঢুকে মাওলানা ফারুকীকে (৫০) জবাই করে হত্যা করা হয়। ফারুকী ইসলামীক ফ্রন্ট নামের একটি রাজনৈতিক দলের প্রেসিডিয়াম সদস্য। একই সঙ্গে তিনি চ্যানেল আই এবং মাই টিভিতে ইসলামী অনুষ্ঠান পরিচালনা করতেন। এসব অনুষ্ঠানে তিনি জামায়াতে ইসলামী ও হিযবুত তাওহীদের বিরুদ্ধে কথা বলায় তাকে হুমকিও দেওয়া হয়েছিলো বলে জানান ফারুকীর অনুসারীরা। তার এক শিষ্য আবদুর রহমান জানান, তার বিশ্বাস-এটি উগ্র জঙ্গিবাদীদের কাজ। এর আগেও মাওলানা ফারুকীকে তারা হুমকি দিয়েছিল। আবদুর রহমান নর্দান ইউনিভার্সিটিতে পড়েন। তিনি স্বজনদের বরাত দিয়ে বলেন, খুনিদের মধ্যে একজনের মাথায় টুপি ও ছোট ছোট দাড়ি ছিলো। তাদের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে।

শরে বাংলা নগর থানায় মাওলানা ফারুকীর ছেলে ফয়সাল ফারুকীর দায়ের করা মামলাতেও অন্যান্য বিষয়ের পাশাপাশি ডাকাতির কথা বলা হয়েছে। এজাহারে বলা হয়, খুনিরা নগদ দুই লাখ টাকা, একটি ক্যামেরা, একটি ট্যাব এবং সাড়ে পাঁচ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তবে মামলায় ডাকাতির কথা বলা হলেও ঘটনাটি নিছক ডাকাতি করতে গিয়ে মাওলানা ফারুকীকে হত্যা করা হয়েছে বলে মনে করেন না পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার। তবে যে কারনেই এই হত্যাকান্ডঘটুক তার রহস্য খুব শিগগির বের করা হবে বলে জানান তিনি।