
ডেস্ক: চেলসির কোচ হোসে মরিনহোর পক্ষে অঘটনের জন্ম নতুন কিছু না। তিনি কিছু না কিছু করেই আলোচনায় থাকবেন। নিজেকে নিজেই দাবি করেন স্পেশাল ওয়ান।
এবার তার মুখ থেকে রক্ষা পেলেন না ক্লাবের নারী চিকিৎসক ইভা কার্নিরো। তাকে মরিনহো সরাসরি ‘বেশ্যা’ বলে গালি দিয়েছেন।
স্কাই স্পোর্টস সূত্রের খবর, গত সপ্তাহে প্রিমিয়ার লিগে সোয়নসি সিটির সঙ্গে ম্যাচ চলাকালে ইভা কার্নিরোকে মরিনহো ‘বেশ্যা’ বলে গালি দেন। ওই ম্যাচে চেলসি ২-২ গোলে ড্র করেন।