পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo তিস্তা মহা পরিকল্পনার বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা Logo মরা গরুর মাংস বিক্রির দায়ে দশ হাজার টাকা জরিমানা ও মাংস আগুনে বিনষ্ট। Logo হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু Logo হাতীবান্ধায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি জিহান গ্রেফতার Logo পাটগ্রাম সরকারি কর্মকর্তা আওয়ামী লীগের লিফলেট বিতরণে Logo ভেঙে ফেলা হয়েছে বরগুনায় নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম নৌকা জাদুঘর। Logo হাতীবান্ধায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন মোটরসাইকেল আরোহী Logo বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটানের বোল্ডার আমদানি বন্ধ Logo বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটানের বোল্ডার আমদানি বন্ধ Logo লালমনিরহাটে তিস্তা সড়ক সেতুর ইজারা মূল্য জমা দানে ব্যর্থ হয়েছেন এক ঠিকাদারি প্রতিষ্ঠান

পরিবেশদূষণ কমাতে সবাইকে উদ্যোগ নিতে হবে – পরিবেশ ও বন মন্ত্রী

বাংলার খবর২৪.কমwpid-banglarkhabar24-banner.png.png: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার জন্য উন্নত দেশগুলো থেকে ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি দূষণ কমাতে আমাদেরও উদ্যোগ নিতে হবে। এ কাজটি করতে পারলে দাতাসহ উন্নত দেশগুলোর কাছে ইতিবাচক বার্তা পৌঁছাবে। ইতোমধ্যে আমরা নিজস্ব অর্থায়নে পরিবেশের ক্ষয়ক্ষতি মোকাবিলায় কাজ শুরু করেছি।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের যৌথউদ্যোগে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা। কোনো দেশের পক্ষে এ সমস্যা একা মোকাবিলা করা সম্ভব নয়। বিদেশি অর্থ দিয়ে প্রকল্প বাস্তবায়নের প্রবণতা আগের তুলনায় এখন অনেক কমে এসেছে। তিনি বলেন, অনেকে বলে বাংলাদেশ ছোট। কিন্তু ১৬ কোটি মানুষের এ দেশ মোটেই ছোট নয়। আমাদের নিজস্ব শক্তিতে এগিয়ে যেতে হবে। প্রতিষ্ঠানগুলো উন্নয়ন করার মাধ্যমে এ কাজটি আমরা সহজেই করতে পারি।
ট্রাস্ট ফান্ডের অর্থের বিষয়ে মন্ত্রী বলেন, এ টাকা দিয়ে পরিবেশ মন্ত্রণালয় কোনো প্রকল্প বাস্তবায়ন করে না। ৫/৬টি মন্ত্রণালয়কে এ অর্থ দেয়া হয়। তারা নিজেদের মতো করে প্রকল্প বাস্তবায়ন করে। এতদিন এসব প্রকল্প মনিটরিং এর ব্যবস্থা ছিলো না। গত কয়েকমাসে ৬-৭টি প্রকল্প মনিটরিং করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন প্রতিবেদনে দেখা যায় একেবারে যে কাজ হয়নি তা নয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় সরাসরি এ কাজটি মনিটরিং করছে।
রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহেদ চৌধুরী। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ দিদারুল আহসান। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি কাওসার রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ড. কাজী খলিকুজ্জামান, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

তিস্তা মহা পরিকল্পনার বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা

পরিবেশদূষণ কমাতে সবাইকে উদ্যোগ নিতে হবে – পরিবেশ ও বন মন্ত্রী

আপডেট টাইম : ০৬:০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কমwpid-banglarkhabar24-banner.png.png: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার জন্য উন্নত দেশগুলো থেকে ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি দূষণ কমাতে আমাদেরও উদ্যোগ নিতে হবে। এ কাজটি করতে পারলে দাতাসহ উন্নত দেশগুলোর কাছে ইতিবাচক বার্তা পৌঁছাবে। ইতোমধ্যে আমরা নিজস্ব অর্থায়নে পরিবেশের ক্ষয়ক্ষতি মোকাবিলায় কাজ শুরু করেছি।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের যৌথউদ্যোগে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা। কোনো দেশের পক্ষে এ সমস্যা একা মোকাবিলা করা সম্ভব নয়। বিদেশি অর্থ দিয়ে প্রকল্প বাস্তবায়নের প্রবণতা আগের তুলনায় এখন অনেক কমে এসেছে। তিনি বলেন, অনেকে বলে বাংলাদেশ ছোট। কিন্তু ১৬ কোটি মানুষের এ দেশ মোটেই ছোট নয়। আমাদের নিজস্ব শক্তিতে এগিয়ে যেতে হবে। প্রতিষ্ঠানগুলো উন্নয়ন করার মাধ্যমে এ কাজটি আমরা সহজেই করতে পারি।
ট্রাস্ট ফান্ডের অর্থের বিষয়ে মন্ত্রী বলেন, এ টাকা দিয়ে পরিবেশ মন্ত্রণালয় কোনো প্রকল্প বাস্তবায়ন করে না। ৫/৬টি মন্ত্রণালয়কে এ অর্থ দেয়া হয়। তারা নিজেদের মতো করে প্রকল্প বাস্তবায়ন করে। এতদিন এসব প্রকল্প মনিটরিং এর ব্যবস্থা ছিলো না। গত কয়েকমাসে ৬-৭টি প্রকল্প মনিটরিং করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন প্রতিবেদনে দেখা যায় একেবারে যে কাজ হয়নি তা নয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় সরাসরি এ কাজটি মনিটরিং করছে।
রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহেদ চৌধুরী। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ দিদারুল আহসান। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি কাওসার রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ড. কাজী খলিকুজ্জামান, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।