
বাংলার খবর২৪.কম, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচিতে বাস চাপায় এক শিশু নিহত ও তার মা গুরুতর আহত হয়েছে। নিহত হুমায়রা খাতুন (৯) বেলকুচি উপজেলার আজুগড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে। গুরুতর আহত মা হোসনে আরাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাতে একটি রিকসা ভ্যান যোগে বেলকুচি থেকে মায়ের সাথে বাড়ি ফিরছিলো হুমায়রা খাতুন। ভ্যানটি মেঘুল্লা এলাকায় পৌছলে সিরাজগঞ্জ থেকে এনায়েতপুর গামী সোনার মদিনা পরিবহনের একটি বাস তাদের রিকসা ভ্যানকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখানে হুমায়রার অবস্থা অবনতি হলে রাতেই তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা মঙ্গলবার দুপুরে সে মারা যায়। এ ব্যাপারে বেলকুচি থানায় মামলা দায়ের করা হয়েছে।