অপরাহ্ন, রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পূর্ণাঙ্গ রায় দেখে আপিলের বিষয়ে সিদ্ধান্ত: অ্যাটর্নি জেনারেল Logo তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা ছিল ষড়যন্ত্রমূলক: মির্জা ফখরুল Logo দেশ ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে হবে: ড. ইউনূস Logo ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমানসহ সব আসামি খালাস Logo শিবপুর উপজেলার ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্ভোধন Logo বাউফলে ইউপি চেয়ারম্যান এসএম মহসিনের বিরুদ্ধে মানববন্ধন Logo বগুড়ায় চেয়ারম্যানকে গুলি করে হত্যায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড Logo নন্দীগ্রামে তারেক রহমানের মামলা খালাসে বিএনপির আনন্দ মিছিল Logo নন্দীগ্রামে নিরাপদ সড়ক চাই বর্ষপূর্তিতে শোভাযাত্রা Logo লালমনিরহাট ব্যাটালিয়ন ( ১৫ বিজিবি) কর্তৃক ৩৬১ বোতল ভারতীয় স্কাপ সহ আটক- ১

মেয়েরাও শয্যায় কামুক ও পাগল হয়ে ওঠে

ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সিন্ডি মেস্টন এবং ইভোল্যুশনারি সাইকোলজিস্ট ডেভিড বাস পৃথিবীর বিভিন্ন প্রান্তের ১০০৬ জন মহিলার সাক্ষাৎকার নিয়েছেন তাদের যৌন অনুপ্রেরণার বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে। আর মাত্র ১০০৬ জন নারীর কাছ থেকেই বেরিয়ে এসেছে যৌনতার ২৩৭ টি আলাদা আলাদা কারণ। যদিও অনেকগুলো কারণের ব্যাপারে প্রায় সবাই একমত, আবার অনেকগুলো কারণ কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ। তো দেখা যাক, কারণগুলি কী কী?

গবেষকরা নারীদের যৌন-প্রেরণাগুলিকে তিন ক্যাটাগরিতে বিভক্ত করেছেন- শারীরিক, আবেগ সংক্রান্ত এবং বস্তুবাদী কারণ। এই ক্যাটাগরির সাব ক্যাটাগরিতেই রয়েছে, আত্মবিশ্বাস বাড়ানো, সেল্ফন স্টিমুলেশন, প্রেমিককে ধরে রাখা। তেমনই রয়েছে- জোর-জবরদস্তির শিকার হওয়া পর্যন্ত। এর মধ্যে যেমন রয়েছে সম্পূর্ণ পরোপকারী উদ্দেশ্য, তেমনই রয়েছে সম্পূর্ণ বদ মতলব। যেমন, কাউকে ভয়ানক রোগে আক্রান্ত করা।

আসুন এবার দেখে নেওয়া যাক, কেন মেয়েরা শয্যায় কামুক ও পাগল হয়ে ওঠে-

১. সুখতাড়িত হয়ে: অবভিয়াসলি! আদি অনন্তকাল ধরেই সবাই জানে “মেয়েদের যৌনতা ভালবাসা তাড়িত, আর ছেলেদের যৌনতা ইন্দ্রিয়সুখ তাড়িত”, পশ্চিমি দেশগুলি এই মিথকে উড়িয়ে দেয়। অর্ধেকেরও বেশি সংখ্যক মহিলা কোনও ধরণের রোম্যান্টিক রিলেশনশিপে না থাকা অবস্থায় শুধুই ইন্দ্রিয় সুখের জন্য সেক্স করতে আপত্তি দেখাননি। তবে কারও সঙ্গে রোম্যান্টিক রিলেশনে থাকা অবস্থায় ইন্দ্রিয় সুখের জন্য অন্য কারও সঙ্গে সেক্স করার ব্যাপারে প্রায় ৮০ শতাংস মহিলার ঘোরতর আপত্তি রয়েছে। অর্থাৎ সিঙ্গল অবস্থায় রোম্যান্সবিহীন সেক্সে অনেকেই আগ্রহী হলেও পার্টনারের সঙ্গে ‘চিটিং’কে তাঁরা সমর্থন করেন না।

২. রোম্যান্স: এটাও অবভিয়াস। প্রেমে পড়লে আবেগতাড়িত হয়ে প্রেমলীলায় মত্ত হয়নি এরকম জুটি খুঁজে পাওয়া দুষ্কর।

৩. পার্টনারকে ধরে রাখার জন্য: অনেক সময়ই নিজের আবেগের চেয়ে বড় হয়ে দাড়ায় পার্টনারকে ধরে রাখার প্রচেষ্টা। পার্টনারের আবেদনে সাড়া না দিলে সে ছেড়ে চলে যেতে পারে, এই ধারণা থেকে অনেক সময়ই অনিচ্ছা সত্ত্বেও সাড়া দেন ।

৪. অন্যের প্রেমিককে ছিনিয়ে আনার জন্য: অনেক মহিলাই রোম্যান্টিক সম্পর্ক থাকা সত্ত্বেও পুরুষদের আবেদনে সাড়া দেন এই উদ্দেশ্যে যে, পুরুষটির সম্পর্কে চিড় ধরিয়ে সেই পুরুষটিকে তাঁর দিকে আকর্ষিত করতে।

৫. দায়িত্ববোধের পরিচয় দিতে: অনেক মহিলাই তাদের সঙ্গীদের সকল ধরণের যৌন চাহিদা মেটানো দায়িত্ব বলে মনে করেন। সেক্ষেত্রে আবেগতাড়িত না হয়েও বা পার্টনার চলে যাওয়ার সম্ভাবনা না থাকা সত্ত্বেও সেই দায়িত্ববোধ থেকে শয্যায় সাড়া দেন।

৬. গৃহস্থলি কাজের বিনিময়ে: অনেক বদ মেজাজি পুরুষরাই নাকি সেক্স না করলে গৃহস্থালির কাজকর্ম করবেন না বলে পার্টনারদের ব্ল্যাকমেল করেন। দাবি দ্য গার্ডিয়ানের।

৭. করুণা করে: মানসিকভাবে ভেঙে পড়া কোনও পরিচিত আপনজনকে সান্ত্বনা দেওয়ার জন্যও নাকি মহীয়সী মহিলারা মিলনে সাড়া দেন।

৮. বদ মতলবে: পদোন্নতির জন্য, টাকার জন্য, উপহার পাওয়ার লোভে, পার্টনারের ওপর কোন কারণে ক্ষিপ্ত হয়ে গোপন প্রতিশোধ হিসেবে, কোন শত্রুতার কারণেও অনেক মহিলা শয্যায় কামার্ত হয়ে ওঠেন।

৯. ব্রেক-আপের জন্য: শুনতে অবাক লাগলেও আজকের সমাজে এ কথা খুব দুর্লভ নয়। অনেকে পার্টনার ক্লান্ত হলেও জোর করে সেক্স করার জন্য বাধ্য করেন। উদ্দেশ্য- যেন পার্টনার বিরক্ত হয়ে ব্রেক-আপ করে নেয়।

১০. মেডিক্যাল সেক্স: মাথা-ব্যাথা সহ আরও অনেক শারীরিক সমস্যার চিকিৎসা হিসেবেও নাকি অনেকে সেক্স করে থাকেন।

Tag :

পূর্ণাঙ্গ রায় দেখে আপিলের বিষয়ে সিদ্ধান্ত: অ্যাটর্নি জেনারেল

মেয়েরাও শয্যায় কামুক ও পাগল হয়ে ওঠে

আপডেট টাইম : ১১:১৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫

ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সিন্ডি মেস্টন এবং ইভোল্যুশনারি সাইকোলজিস্ট ডেভিড বাস পৃথিবীর বিভিন্ন প্রান্তের ১০০৬ জন মহিলার সাক্ষাৎকার নিয়েছেন তাদের যৌন অনুপ্রেরণার বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে। আর মাত্র ১০০৬ জন নারীর কাছ থেকেই বেরিয়ে এসেছে যৌনতার ২৩৭ টি আলাদা আলাদা কারণ। যদিও অনেকগুলো কারণের ব্যাপারে প্রায় সবাই একমত, আবার অনেকগুলো কারণ কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ। তো দেখা যাক, কারণগুলি কী কী?

গবেষকরা নারীদের যৌন-প্রেরণাগুলিকে তিন ক্যাটাগরিতে বিভক্ত করেছেন- শারীরিক, আবেগ সংক্রান্ত এবং বস্তুবাদী কারণ। এই ক্যাটাগরির সাব ক্যাটাগরিতেই রয়েছে, আত্মবিশ্বাস বাড়ানো, সেল্ফন স্টিমুলেশন, প্রেমিককে ধরে রাখা। তেমনই রয়েছে- জোর-জবরদস্তির শিকার হওয়া পর্যন্ত। এর মধ্যে যেমন রয়েছে সম্পূর্ণ পরোপকারী উদ্দেশ্য, তেমনই রয়েছে সম্পূর্ণ বদ মতলব। যেমন, কাউকে ভয়ানক রোগে আক্রান্ত করা।

আসুন এবার দেখে নেওয়া যাক, কেন মেয়েরা শয্যায় কামুক ও পাগল হয়ে ওঠে-

১. সুখতাড়িত হয়ে: অবভিয়াসলি! আদি অনন্তকাল ধরেই সবাই জানে “মেয়েদের যৌনতা ভালবাসা তাড়িত, আর ছেলেদের যৌনতা ইন্দ্রিয়সুখ তাড়িত”, পশ্চিমি দেশগুলি এই মিথকে উড়িয়ে দেয়। অর্ধেকেরও বেশি সংখ্যক মহিলা কোনও ধরণের রোম্যান্টিক রিলেশনশিপে না থাকা অবস্থায় শুধুই ইন্দ্রিয় সুখের জন্য সেক্স করতে আপত্তি দেখাননি। তবে কারও সঙ্গে রোম্যান্টিক রিলেশনে থাকা অবস্থায় ইন্দ্রিয় সুখের জন্য অন্য কারও সঙ্গে সেক্স করার ব্যাপারে প্রায় ৮০ শতাংস মহিলার ঘোরতর আপত্তি রয়েছে। অর্থাৎ সিঙ্গল অবস্থায় রোম্যান্সবিহীন সেক্সে অনেকেই আগ্রহী হলেও পার্টনারের সঙ্গে ‘চিটিং’কে তাঁরা সমর্থন করেন না।

২. রোম্যান্স: এটাও অবভিয়াস। প্রেমে পড়লে আবেগতাড়িত হয়ে প্রেমলীলায় মত্ত হয়নি এরকম জুটি খুঁজে পাওয়া দুষ্কর।

৩. পার্টনারকে ধরে রাখার জন্য: অনেক সময়ই নিজের আবেগের চেয়ে বড় হয়ে দাড়ায় পার্টনারকে ধরে রাখার প্রচেষ্টা। পার্টনারের আবেদনে সাড়া না দিলে সে ছেড়ে চলে যেতে পারে, এই ধারণা থেকে অনেক সময়ই অনিচ্ছা সত্ত্বেও সাড়া দেন ।

৪. অন্যের প্রেমিককে ছিনিয়ে আনার জন্য: অনেক মহিলাই রোম্যান্টিক সম্পর্ক থাকা সত্ত্বেও পুরুষদের আবেদনে সাড়া দেন এই উদ্দেশ্যে যে, পুরুষটির সম্পর্কে চিড় ধরিয়ে সেই পুরুষটিকে তাঁর দিকে আকর্ষিত করতে।

৫. দায়িত্ববোধের পরিচয় দিতে: অনেক মহিলাই তাদের সঙ্গীদের সকল ধরণের যৌন চাহিদা মেটানো দায়িত্ব বলে মনে করেন। সেক্ষেত্রে আবেগতাড়িত না হয়েও বা পার্টনার চলে যাওয়ার সম্ভাবনা না থাকা সত্ত্বেও সেই দায়িত্ববোধ থেকে শয্যায় সাড়া দেন।

৬. গৃহস্থলি কাজের বিনিময়ে: অনেক বদ মেজাজি পুরুষরাই নাকি সেক্স না করলে গৃহস্থালির কাজকর্ম করবেন না বলে পার্টনারদের ব্ল্যাকমেল করেন। দাবি দ্য গার্ডিয়ানের।

৭. করুণা করে: মানসিকভাবে ভেঙে পড়া কোনও পরিচিত আপনজনকে সান্ত্বনা দেওয়ার জন্যও নাকি মহীয়সী মহিলারা মিলনে সাড়া দেন।

৮. বদ মতলবে: পদোন্নতির জন্য, টাকার জন্য, উপহার পাওয়ার লোভে, পার্টনারের ওপর কোন কারণে ক্ষিপ্ত হয়ে গোপন প্রতিশোধ হিসেবে, কোন শত্রুতার কারণেও অনেক মহিলা শয্যায় কামার্ত হয়ে ওঠেন।

৯. ব্রেক-আপের জন্য: শুনতে অবাক লাগলেও আজকের সমাজে এ কথা খুব দুর্লভ নয়। অনেকে পার্টনার ক্লান্ত হলেও জোর করে সেক্স করার জন্য বাধ্য করেন। উদ্দেশ্য- যেন পার্টনার বিরক্ত হয়ে ব্রেক-আপ করে নেয়।

১০. মেডিক্যাল সেক্স: মাথা-ব্যাথা সহ আরও অনেক শারীরিক সমস্যার চিকিৎসা হিসেবেও নাকি অনেকে সেক্স করে থাকেন।