
বাংলার খবর২৪.কম,দর্শকদের ভোটে গত বছর দক্ষিণ আফ্রিকার সেরা ক্রিকেটার নির্বাচিত হন ওপেনার হাশিম আমলা। বর্ষসেরা ক্রিকেটারের হওয়ায় এএনএন সেভেন অ্যাওয়ার্ড পেয়েছেন আমলা। দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়ক হাশিম আমলা। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ব্যাট হাতে চমক দেখিয়েছেন তিনি। এমনকি স্মিথের বিদায়ের পর টেস্ট অধিনায়ক হিসেবেও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
এএনএন অ্যাওয়ার্ড পাওয়ায় ৩১ বছর বয়সি আমলাকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী হারুণ লরগাত, ‘আমলাকে অভিনন্দন। তার মতো খেলোয়াড় পেয়ে আমরা সত্যিই গর্বিত। তিনি দক্ষিণ আফ্রিকার সম্পদ। ক্রিকেট বিশ্বের সত্যিকারের রোল মডেল আমলা।’
দক্ষিণ আফ্রিকার হয়ে ৭৯টি টেস্ট, ৯৫টি ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আমলা। টেস্টে আমলার ব্যাট থেকে এসেছে ৬৪১৫ রান। এছাড়া ওয়ানডেতে ৪৬২১ ও শর্ট ফরম্যাটের টি-টোয়েন্টিতে ৬০০ রান করেছেন আমলা।