বাংলার খবর২৪.কম, ১৭তম এশিয়ান গেমসে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। ১৯ সেপ্টেম্বর প্রতিযোগীতার পর্দা উঠলেও ১৪ সেপ্টেম্বর ফুটবল ডিসিপ্লিনের ম্যাচগুলো শুরু হবে। তবে পরাজয়ের তিক্ত স্বাদ নিয়ে এশিয়ান কাপের মিশন শুরু করল বাংলাদেশ। বুধবার ভিয়েতনামের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামে মামুনুল-ওয়াহেদরা। ম্যাচে ৪-২ গোলে পরাজিত হয় লাল-সবুজ জার্সীধারীরা। মুনহাক ফুটবল ফিল্ড অক্সিলারি পিচ স্টেডিয়ামে স্থানীয় সময় বেলা ৩টায় শুরু হয় ।
প্রথমার্ধের ১৮ মিনিটে লিড নেয় ভিয়েতনাম। এরপর ২৫ মিনিটে পেনাল্টি থেকে আবারো গোলের দেখা পায় তারা। প্রথমার্ধে বাংলাদেশ গোল পরিশধের একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান কমাতে পারেনি। উল্টো দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে ভিয়েতনাম তৃতীয় গোলের দেখা পায়।
৩-০ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশকে গোল পেতে ৭০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে কেষ্টর পরিবর্তে মাঠে নামা ওয়াহেদ বাংলাদেশের পক্ষে প্রথম গোলটি করেন। সোহেল রানার বাড়ানো পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন ওয়াহেদ (৩-১)। ৫ মিনিটের ব্যবধানে আরেকটি গোল করেন তকলিস। একক প্রচেস্টায় ও নৈপুণ্যে ভিয়েতনামের জালে দ্বিতীয় বার বল জড়ান তকলিস (৩-২)। এরপর ম্যাচের শেষ মিনিটে ভিয়েতনামের ফরোয়ার্ডরা চতুর্থ গোল করলে ৪-২ গোলে পরাজিত হয় বাংলাদেশ। এদিকে খেলোয়াড়দের মাঠের পারফরমেন্সে প্রশংসা করেন হেড কোচ লোডভিক ডি ক্রইফ । তবে তিনি জানান, মিশু অনুপস্থিতি থাকায় রক্ষণভাগ খানিকটা দুর্বল ছিল, একারণে আশানুরূপ ফলাফল আসেনি। এশিয়ান গেমসে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, উজবেকিস্তান ও হংকং। ১৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান গেমসের মিশন শুরু করবে বাংলাদেশ। ১৮ ও ২২ সেপ্টেম্বর উজবেকিস্তান ও হংকংয়ের বিপক্ষে খেলবেন ডি ক্রুইফের শিষ্যরা।
শিরোনাম :
ভিয়েতনামের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ডি ক্রুইফের শিষ্যরা পরাজিত
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:৫৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০১৪
- ১৬৬৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ