বাংলার খবর২৪.কম ক্রীড়া ডেস্ক : সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নজরকাড়া ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে বাংলাদেশ ফলো অনে পড়লেও মুশফিকুর রহিম ৪৮ রানে অপরাজিত ছিলেন।
এরপর দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নেন টাইগার দলপতি। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলেও ওয়েস্ট ইন্ডিজের বোলারদের শাসন করেন মুশফিক।
ব্যাট হাতে দারুণ পারফরমেন্স করায় আইসিসি র্যাংঙ্কিংয়ে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ৮ ধাপ এগিয়েছেন মুশফিকুর রহিম। সর্বশেষ র্যাংঙ্কিংয়ে মুশফিকের অবস্থান ৩০তম স্থানে। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্ট খেলেন তিনি। সে সময়ে মুশফিকের অবস্থান ছিল ৩৮তম স্থানে। বাংলাদেশের ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরে রয়েছেন মুশফিক। ৩২তম স্থানে সাকিব আল হাসান। এছাড়া ৩৬ তম স্থানে মুমিনুল হক সৌরভ ও ৪৪তম স্থানে রয়েছেন তামিম ইকবাল।
৩৯টি টেস্টে খেলা মুশফিক ৩৪.৩৫ গড়ে রান করেছেন ২৩৩৭। ৩টি শতকের পাশাপাশি ১৩টি অর্ধশতকের মালিকও তিনি। একই সঙ্গে টেস্টে বাংলাদেশের একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান টাইগার অধিনায়ক।
শিরোনাম :
সাকিবকে টপকালেন মুশফিক
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০১:৪৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০১৪
- ১৭৩৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ