
বাংলার খবর২৪.কম: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে ৫ মাসের ‘ভ্রূণ’ উদ্ধার করা হয়েছে। হাসপাতালের বহি:বিভাগের এমআরআই কক্ষের পাশের বাথরুম থেকে শনিবার সকাল ৮টার দিকে এ ‘ভ্রূণ’ উদ্ধার করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে দ্য রিপোর্টকে জানান, ‘সকাল ৮টার দিকে আনসার সদস্যদের মাধ্যমে খবর পেয়ে বাথরুম থেকে ভ্রূণটি উদ্ধার করে (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কে বা কারা সেখানে এটি রেখে গেছেন, তা জানা যায়নি।
তিনি আরও জানান, বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে।