
বাংলার খবর২৪.কম, ফেনী : ফেনী জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মনোয়ার হোসেন দুলালকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেল ৪টার দিকে তার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ফেনী শহরের এসএসকে রোডস্থ একটি মার্কেট বুলডোজার দিয়ে ভেঙে ফেলে দুলাল। এ অভিযোগে হাফেজ আহাম্মদ নামে এক ব্যবসায়ী ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। এ কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন এ মার্কেটের মালিকানা নিয়ে বিএনপি নেতা মনোয়ার হোসেন দুলাল ও ব্যবসায়ী হাফেজ আহাম্মদের সঙ্গে বিরোধ চলে আসছিলেন।