
ডেস্ক: পাকিস্তানের একটি স্কুল থেকে ১০০ জন তার্কিশ শিক্ষককে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। দেশটির সরকার জানায়, আগামী এক সপ্তাহের মধ্যে পরিবার নিয়ে পাকিস্তান ত্যাগ করতে হবে তাদের।
২৮টি পাক-তার্ক স্কুলে শিক্ষকতায় নিয়োজিত রয়েছে তুরস্কের ১০০ নাগরিক। তাদের বিরুদ্ধে তুরস্ক সরকার অভিযোগ করে, যুক্তরাষ্ট্রে থাকা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে এই শিক্ষকদের যোগসাজশ রয়েছে। বিষয়টি এই শিক্ষকরা অস্বীকার করলেও পাকিস্তান সরকার তাদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।
পাকিস্তানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
এদিকে পার্ক-তার্ক আন্তর্জাতিক স্কুল এবং কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসা বৃদ্ধি আবেদনে পাকিস্তান সরকার সারা না দেয়ায় স্কুলের তার্কিশ শিক্ষকদের পরিবার সহ দেশ ছেড়ে যেতে হবে। পরিবার সহ তাদের সংখ্যা ৪৫০ জন।