
১৯৯৩ সালের ২২ অক্টোবর চট্টগ্রামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রিয়তম স্ত্রী জাহানারা কাঞ্চন। স্ত্রী বিয়োগের এই শোককে শক্তিতে রুপান্তরিত করে ১৯৯৩ সালের ১ ডিসেম্বর ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই (নিসচা) শীর্ষক একটি সামাজিক আন্দোলন গড়ে তোলেন। আজ ১ ডিসেম্বর নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠন সাফল্য ও গৌরবের ২৪ বছরে পদার্পণ করছে।
এ উপলক্ষ্যে কেন্দ্রীয় সংগঠনসহ সারা দেশের ১১০ টি শাখায় একযোগে দিনটি পালিত হবে। ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সকাল ১০ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন জনাব ওবায়দুল কাদের এমপি, মাননীয় মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. আবদুস সোবহান গোলাপ, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন, পরিচালক, এক্সিডেন্ট রিচার্স ইনস্টিটিউট, বুয়েট, জনাব মোঃ নজরুল ইসলাম, চেয়ারম্যান, বিআরটিএ ও জনাব মুহাম্মদ শফিকুর রহমান, সভাপতি, জাতীয় প্রেস ক্লাব।