অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo আসন্ন ঈদে পূর্নাঙ্গ উৎসব ভাতা ও সরকারি চাকরিজীবীদের ন্যায় বাড়ি ভাড়ার দাবি বিএমজিটিএ’র । Logo লালমনিরহাটে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে Logo র‍্যাবের ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার Logo বগুড়ায় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত Logo এবার লালমনিরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ একজন আটক Logo যশোরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায়, দুই পাইলট অক্ষত Logo নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন Logo লালমনিরহাটে ১ লক্ষ ৯৮ হাজার ৮শত ৩৭ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে Logo বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালুর দাবিতে পাটগ্রাম রেল স্টেশনে রেলপথ অবরোধ Logo লালমনিরহাটে বিএনপি নেতার ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

৩৬ ঘন্টা পর নবান্ন ছাড়লেন মমতা

ডেস্ক: অবশেষে প্রায় ৩৬ ঘন্টা পর পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্ন ছাড়লেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ নবান্ন ছাড়েন তিনি।

প্রতিদিনের মত গতকাল বৃহস্পতিবার সকালেই নবান্নে আসেন মুখ্যমন্ত্রী। সারাদিনের কাজকর্ম শেষ করার পর সন্ধ্যায় নবান্ন ছাড়ার সময় খবর পান পশ্চিমবঙ্গের বিভিন্ন টোল প্লাজায় সেনা মোতায়েন করা হয়েছে। এরপরই সন্ধ্যাবেলায় সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এরপর রাত দশটা নাগাদ ফের একবার নবান্নে সংবাদ সম্মেলন করে মোদি সরকারকে তোপ দাগেন মমতা। সেনা মোতায়েনের ঘটনাকে জরুরি অবস্থার সামিল বলে বর্ণনা করে রাজ্যের টোল প্লাজা গুলি থেকে সেনা সরানোর দাবি জানিয়ে গতকাল সারা রাত নবান্নেই কাটিয়ে দেন মমতা।

মমতা ব্যানার্জি জানান, নবান্ন অত্যন্ত সংবেদনশীল একটা জায়গা। কলকাতার পুলিশ কমিশনার সেনাকে সরে যাওয়ার কথা বললেও সেনা সরেনি। কিন্তু আমি তো আমার সচিবালয় ছেড়ে দিতে পারিনা। এটা আমার গণতান্ত্রিক সরকার। আমি সিদ্ধান্ত নিয়েছি যে সেনা যতক্ষণ না সরছে আমি এখানে রাতে থাকবো।

এরপর শুক্রবার সারাদিন নবান্নে কাটান তিনি। বিষয়টি নিয়ে দফায় দফায় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ নবান্ন ত্যাগ করেন মুখ্যমন্ত্রী। তবে যাওয়ার আগে ফের একবার সংবাদ সম্মেলন করে সেনা মোতায়েন নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি দেন তৃণমূল কংগ্রেসের প্রধান।

মমতা বলেন ‘আমি সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারীদের ধন্যবাদ জানাচ্ছি। গতকাল সকালে আমরা কাজে এসেছি..পরপর দুইদিন কাজ করা হয়ে গেল। রাতে আমরা কেউই বাড়ি যায় নি। আমরা বলেছিলাম সেনা তোলা না হলে আমরা নবান্ন ছেড়ে যাবো না। আমরা আমাদের কথা রেখেছি। কিন্তু আমরা এখনও দেখছি নতুন নতুন জায়গায় সেনা মোতায়েন করা হচ্ছে। কারণটা বুঝতে পারছি না। সংসদেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলতে চাই সেনা মোতায়েন নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের তরফে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভুল, বিভ্রান্তকর, ভুল তথ্য।

মমতা জানান, আমি ২৩ বছর ধরে সংসদের সদস্য ও মন্ত্রী থাকাকালীন কখনও দিশাহীন, দাম্ভিকতা, কখনও দেখিনি। সেনার নামে রাজনৈতিক উদ্যেশ্য চরিতার্থ করার চেষ্টা করা হচ্ছে বলেও এদিন ফের একবার অভিযোগ করেন মমতা। তাঁর দাবি রাজস্থান, পাঞ্জাব, মারাষ্ট্র, কেরল, ছত্রিশগড়, ওড়িষ্যা, বিহার কিংবা ঝাড়খন্ড-কোন রাজ্যেই সেনা মোতায়েন হয়নি, একমাত্র পশ্চিমবঙ্গে হয়েছে। তার কারণ আমরা যেহেতু মানুষের কথা বলছি।

এ সময় মুখ্যমন্ত্রী মোদি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমি যদি পাল্টা পুলিশের দশটা গাড়ি পাঠিয়ে দিই তবে ভাল হবে তো? এটা শোভনীয় নয়, কাম্য নয়। আমাদের স্বরাষ্ট্রসচিব আজকেও সেনা তোলার ব্যাপারে কেন্দ্রকে চিঠি পাঠিয়েছে। রাজ্য সরকারের অনুমতি ছাড়া এর পরেও কেন্দ্র যদি সেনা মোতায়েন করে রাখে, আমরা আইনগত ব্যবস্থা নেবো। আইন আইনের মতো চলবে। এলড়াই মানুষের লড়াই। এলড়াই চমকে ধমকে চক্রান্ত করে থামানো যাবে না। “

Tag :
জনপ্রিয় সংবাদ

আসন্ন ঈদে পূর্নাঙ্গ উৎসব ভাতা ও সরকারি চাকরিজীবীদের ন্যায় বাড়ি ভাড়ার দাবি বিএমজিটিএ’র ।

৩৬ ঘন্টা পর নবান্ন ছাড়লেন মমতা

আপডেট টাইম : ০৫:৪৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০১৬

ডেস্ক: অবশেষে প্রায় ৩৬ ঘন্টা পর পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্ন ছাড়লেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ নবান্ন ছাড়েন তিনি।

প্রতিদিনের মত গতকাল বৃহস্পতিবার সকালেই নবান্নে আসেন মুখ্যমন্ত্রী। সারাদিনের কাজকর্ম শেষ করার পর সন্ধ্যায় নবান্ন ছাড়ার সময় খবর পান পশ্চিমবঙ্গের বিভিন্ন টোল প্লাজায় সেনা মোতায়েন করা হয়েছে। এরপরই সন্ধ্যাবেলায় সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এরপর রাত দশটা নাগাদ ফের একবার নবান্নে সংবাদ সম্মেলন করে মোদি সরকারকে তোপ দাগেন মমতা। সেনা মোতায়েনের ঘটনাকে জরুরি অবস্থার সামিল বলে বর্ণনা করে রাজ্যের টোল প্লাজা গুলি থেকে সেনা সরানোর দাবি জানিয়ে গতকাল সারা রাত নবান্নেই কাটিয়ে দেন মমতা।

মমতা ব্যানার্জি জানান, নবান্ন অত্যন্ত সংবেদনশীল একটা জায়গা। কলকাতার পুলিশ কমিশনার সেনাকে সরে যাওয়ার কথা বললেও সেনা সরেনি। কিন্তু আমি তো আমার সচিবালয় ছেড়ে দিতে পারিনা। এটা আমার গণতান্ত্রিক সরকার। আমি সিদ্ধান্ত নিয়েছি যে সেনা যতক্ষণ না সরছে আমি এখানে রাতে থাকবো।

এরপর শুক্রবার সারাদিন নবান্নে কাটান তিনি। বিষয়টি নিয়ে দফায় দফায় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ নবান্ন ত্যাগ করেন মুখ্যমন্ত্রী। তবে যাওয়ার আগে ফের একবার সংবাদ সম্মেলন করে সেনা মোতায়েন নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি দেন তৃণমূল কংগ্রেসের প্রধান।

মমতা বলেন ‘আমি সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও সরকারি কর্মচারীদের ধন্যবাদ জানাচ্ছি। গতকাল সকালে আমরা কাজে এসেছি..পরপর দুইদিন কাজ করা হয়ে গেল। রাতে আমরা কেউই বাড়ি যায় নি। আমরা বলেছিলাম সেনা তোলা না হলে আমরা নবান্ন ছেড়ে যাবো না। আমরা আমাদের কথা রেখেছি। কিন্তু আমরা এখনও দেখছি নতুন নতুন জায়গায় সেনা মোতায়েন করা হচ্ছে। কারণটা বুঝতে পারছি না। সংসদেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলতে চাই সেনা মোতায়েন নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের তরফে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভুল, বিভ্রান্তকর, ভুল তথ্য।

মমতা জানান, আমি ২৩ বছর ধরে সংসদের সদস্য ও মন্ত্রী থাকাকালীন কখনও দিশাহীন, দাম্ভিকতা, কখনও দেখিনি। সেনার নামে রাজনৈতিক উদ্যেশ্য চরিতার্থ করার চেষ্টা করা হচ্ছে বলেও এদিন ফের একবার অভিযোগ করেন মমতা। তাঁর দাবি রাজস্থান, পাঞ্জাব, মারাষ্ট্র, কেরল, ছত্রিশগড়, ওড়িষ্যা, বিহার কিংবা ঝাড়খন্ড-কোন রাজ্যেই সেনা মোতায়েন হয়নি, একমাত্র পশ্চিমবঙ্গে হয়েছে। তার কারণ আমরা যেহেতু মানুষের কথা বলছি।

এ সময় মুখ্যমন্ত্রী মোদি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমি যদি পাল্টা পুলিশের দশটা গাড়ি পাঠিয়ে দিই তবে ভাল হবে তো? এটা শোভনীয় নয়, কাম্য নয়। আমাদের স্বরাষ্ট্রসচিব আজকেও সেনা তোলার ব্যাপারে কেন্দ্রকে চিঠি পাঠিয়েছে। রাজ্য সরকারের অনুমতি ছাড়া এর পরেও কেন্দ্র যদি সেনা মোতায়েন করে রাখে, আমরা আইনগত ব্যবস্থা নেবো। আইন আইনের মতো চলবে। এলড়াই মানুষের লড়াই। এলড়াই চমকে ধমকে চক্রান্ত করে থামানো যাবে না। “