
বাংলার খবর২৪.কম: রাজধানীর খিলগাঁওয়ে স্কুলছাত্রী উম্মে কুলসুম ঋতুর আত্মহত্যার ঘটনায় প্ররোচনাকারী হিসেবে রফিকুল ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজ ভূঁইয়া। এর আগে এই ঘটনায় শেখ মো. নেওয়াজ ইবনে আকরাম ওরফে জিহাদ নামের আরেক যুবককে গ্রেফতার করে রিমান্ডে নেয় পুলিশ। বর্তমানে ওই যুবক কারাগারে রয়েছে।
ওসি আরো জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাওয়া হবে।
প্রসঙ্গত, উম্মে কুলসুম রাজধানীর খিলগাঁও নন্দীপাড়ার ইস্ট পয়েন্ট এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী। সে গত ৬ সেপ্টেম্বর কীটনাশক পান করে আত্মহত্যা করে।
এ ঘটনায় কুলসুমের মা সাথী আক্তার বাদী হয়ে শিমুল ও তাঁর পরিবারের আরো চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। শিমুল ও তাঁর পরিবারের লোকজন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন