
বাংলার খবর২৪.কম, রাজবাড়ী : কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কালুখালী নামক স্থানে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে এসআই দুল্লাল নামে পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলাবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
রাজবাড়ীর গান্ধীপাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট জামাল উদ্দীন জানান, রাত আনুমানিক ২টার দিকে একদল ডাকাত মহাসড়ক অবরোধ করে যানবাহনে ডাকাতির চেষ্টা করে। এসময় খবর পেয়ে গান্ধীপাড়া হাইওয়ে ফাঁড়ির পুলশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের ধরার চেষ্টা করলে তারা এসআই দুলালকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এসময় পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে।
আহত এসআই দুলালকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।