অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo আসন্ন ঈদে পূর্নাঙ্গ উৎসব ভাতা ও সরকারি চাকরিজীবীদের ন্যায় বাড়ি ভাড়ার দাবি বিএমজিটিএ’র । Logo লালমনিরহাটে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে Logo র‍্যাবের ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার Logo বগুড়ায় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত Logo এবার লালমনিরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ একজন আটক Logo যশোরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায়, দুই পাইলট অক্ষত Logo নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন Logo লালমনিরহাটে ১ লক্ষ ৯৮ হাজার ৮শত ৩৭ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে Logo বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালুর দাবিতে পাটগ্রাম রেল স্টেশনে রেলপথ অবরোধ Logo লালমনিরহাটে বিএনপি নেতার ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

একবারেই স্তন ক্যান্সারের সার্জারি

ডেস্ক : এবার একবারেই স্তন ক্যান্সারের সার্জারি করা যাবে। দুইবারের ঝামেলা পোহাতে হবে না। স্তন ক্যান্সারে আক্রান্ত বেশির ভাগ রোগীকেই অপারেশনের টেবিলে যেতে যেতে হয় অন্তত বার দুই থেকে তিন বার। ‘ক্যান্সার ডিটেকশন ইন হিউম্যান টিস্যু স্যাম্পল্স ইউজিং আ ফাইবার-টিপ পিএইচ প্রোব’ শীর্ষক সাড়াজাগানো এক গবেষণা প্রতিবেদনে এ কথাই দাবি করা হয়েছে।

এতে বলা হয়- এবার এক বারেই স্তন বা স্তনগ্রন্থিতে বাসা বাঁধা, দ্রুত বেড়ে ওঠা আর ছড়িয়ে পড়া ক্যান্সার কোষগুলোকে কেটে বাদ দিয়ে দেয়া যাবে। সার্জারির পরে আরো ক্যান্সার কোষ থেকে যাবে না স্তন বা স্তনগ্রন্থিতে। ক্যান্সার কোষ সারাতে বাদ দিতে গিয়ে বাদ পড়ে যাবে না স্তন বা স্তনগ্রন্থির সুস্থ, সবল, স্বাভাবিক কোষ, কলাগুলোও।

গবেষণাপত্রটি নভেম্বরের শেষাশেষি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘ক্যান্সার রিসার্চ’-এ। যার মূল গবেষক অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের এআরসি সেন্টার অফ এক্সেলেন্স ফর ন্যানোস্কেল বায়োফোটোনিক্স (সিএনবিপি)-এর অধ্যাপক চিকিৎসক এরিক শার্টনার। এতে সহযোগী গবেষক হিসেবে কাজ করেচেন ভারতীয় চিকিৎসক প্রবীণ কুমার। তিনি সিডনি বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ডিটেকশন অ্যান্ড মেডিসিন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর।

গবেষণার ব্যাপারে সিডনি বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ডিটেকশন অ্যান্ড মেডিসিন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রবীণ কুমার বলেন, ‘এখন ব্রেস্ট ক্যান্সারের সার্জারির অন্তত ৪০ শতাংশ ক্ষেত্রে মহিলাদের অপারেশনের টেবিলে নিয়ে যেতে হয় অন্তত দুই তিন বার। কারণ, একেবারে নিখুঁতভাবে তাদের অপারেশন করানো যায় না। সার্জনরা অপারেশনের টেবিলে স্তন বা স্তনগ্রন্থিতে বাসা বাঁধা সবকটি ক্যান্সার কোষ, কলা এক বারে খুঁজে পান না। অনেক ক্ষেত্রেই স্তনের সুস্থ, সবল, স্বাভাবিক কোষ, কলাগুলোর সঙ্গে অপারেশনের টেবিলে সার্জনরা স্তন বা স্তনগ্রন্থিতে বাসা বাঁধা ক্যান্সার কোষ, কলাগুলোকে গুলিয়ে ফেলেন।

ফলে, ক্যান্সার কোষ, কলাগুলো বাদ দিতে গিয়ে স্তন বা স্তনগ্রন্থির সুস্থ, সবল ও স্বাভাবিক কোষ, কলাগুলোও দেদার বাদ পড়ে যায়। থেকে যায় কিছু ক্যান্সার কোষ, কলাও। এটাকে বলে ‘ক্যাভিটি শেভিং’। এই অসুবিধা দূর করতে আমরা বিশেষ এক ধরনের অপটিক্যাল ফাইবার বানিয়েছি। প্রথম বার সার্জারির টেবিলেই যা দিয়ে স্তনে বাসা বাঁধা সবকটি ক্যান্সার কোষ, কলার হদিশ পেয়ে যাবেন অঙ্কোলজিস্টরা।’

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আসন্ন ঈদে পূর্নাঙ্গ উৎসব ভাতা ও সরকারি চাকরিজীবীদের ন্যায় বাড়ি ভাড়ার দাবি বিএমজিটিএ’র ।

একবারেই স্তন ক্যান্সারের সার্জারি

আপডেট টাইম : ১২:০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬

ডেস্ক : এবার একবারেই স্তন ক্যান্সারের সার্জারি করা যাবে। দুইবারের ঝামেলা পোহাতে হবে না। স্তন ক্যান্সারে আক্রান্ত বেশির ভাগ রোগীকেই অপারেশনের টেবিলে যেতে যেতে হয় অন্তত বার দুই থেকে তিন বার। ‘ক্যান্সার ডিটেকশন ইন হিউম্যান টিস্যু স্যাম্পল্স ইউজিং আ ফাইবার-টিপ পিএইচ প্রোব’ শীর্ষক সাড়াজাগানো এক গবেষণা প্রতিবেদনে এ কথাই দাবি করা হয়েছে।

এতে বলা হয়- এবার এক বারেই স্তন বা স্তনগ্রন্থিতে বাসা বাঁধা, দ্রুত বেড়ে ওঠা আর ছড়িয়ে পড়া ক্যান্সার কোষগুলোকে কেটে বাদ দিয়ে দেয়া যাবে। সার্জারির পরে আরো ক্যান্সার কোষ থেকে যাবে না স্তন বা স্তনগ্রন্থিতে। ক্যান্সার কোষ সারাতে বাদ দিতে গিয়ে বাদ পড়ে যাবে না স্তন বা স্তনগ্রন্থির সুস্থ, সবল, স্বাভাবিক কোষ, কলাগুলোও।

গবেষণাপত্রটি নভেম্বরের শেষাশেষি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘ক্যান্সার রিসার্চ’-এ। যার মূল গবেষক অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের এআরসি সেন্টার অফ এক্সেলেন্স ফর ন্যানোস্কেল বায়োফোটোনিক্স (সিএনবিপি)-এর অধ্যাপক চিকিৎসক এরিক শার্টনার। এতে সহযোগী গবেষক হিসেবে কাজ করেচেন ভারতীয় চিকিৎসক প্রবীণ কুমার। তিনি সিডনি বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ডিটেকশন অ্যান্ড মেডিসিন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর।

গবেষণার ব্যাপারে সিডনি বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ডিটেকশন অ্যান্ড মেডিসিন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রবীণ কুমার বলেন, ‘এখন ব্রেস্ট ক্যান্সারের সার্জারির অন্তত ৪০ শতাংশ ক্ষেত্রে মহিলাদের অপারেশনের টেবিলে নিয়ে যেতে হয় অন্তত দুই তিন বার। কারণ, একেবারে নিখুঁতভাবে তাদের অপারেশন করানো যায় না। সার্জনরা অপারেশনের টেবিলে স্তন বা স্তনগ্রন্থিতে বাসা বাঁধা সবকটি ক্যান্সার কোষ, কলা এক বারে খুঁজে পান না। অনেক ক্ষেত্রেই স্তনের সুস্থ, সবল, স্বাভাবিক কোষ, কলাগুলোর সঙ্গে অপারেশনের টেবিলে সার্জনরা স্তন বা স্তনগ্রন্থিতে বাসা বাঁধা ক্যান্সার কোষ, কলাগুলোকে গুলিয়ে ফেলেন।

ফলে, ক্যান্সার কোষ, কলাগুলো বাদ দিতে গিয়ে স্তন বা স্তনগ্রন্থির সুস্থ, সবল ও স্বাভাবিক কোষ, কলাগুলোও দেদার বাদ পড়ে যায়। থেকে যায় কিছু ক্যান্সার কোষ, কলাও। এটাকে বলে ‘ক্যাভিটি শেভিং’। এই অসুবিধা দূর করতে আমরা বিশেষ এক ধরনের অপটিক্যাল ফাইবার বানিয়েছি। প্রথম বার সার্জারির টেবিলেই যা দিয়ে স্তনে বাসা বাঁধা সবকটি ক্যান্সার কোষ, কলার হদিশ পেয়ে যাবেন অঙ্কোলজিস্টরা।’