অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান Logo ঈদ যাত্রা নিশ্চিত ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে চট্টগ্রাম বিআরটিএ’র সাঁড়াশি অভিযান Logo ৬৬ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন ২২ বছরের কলেজছাত্রী Logo এবারের ঈদযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে: বিআরটিএ চেয়ারম্যান Logo বাস টার্মিনালে বিআরটিএ অভিযান: অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা Logo পাটগ্রামে ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন Logo বাবাকে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টা, বিচার চাইলেন মেয়ে Logo বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীকে ভারতে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানি ও লাঞ্ছিত করার অভিযোগ Logo কুড়িগ্রামে কিশোরীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ Logo নাটোর বিআরটিএ’র উদ্যোগে লক্করঝক্কর গাড়ির বিরুদ্ধে ওয়ার্কশপে অভিযান

শাস্তি কমিয়ে আমৃত্যু কারাদণ্ড সাঈদীর

pid-220110530212416_51752(2)আসাদুজ্জামান বাবুল : জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির দণ্ডাদেশ বাতিল করে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ বুধবার ওই রায় ঘোষণা করেন।

এর আগে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

ওই আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিলের চূড়ান্ত শুনানি শেষে গত ১৬ এপ্রিল মামলাটির রায় অপেক্ষমাণ রাখেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডাদেশের বিরুদ্ধে এটি দ্বিতীয় কোনো আপিল মামলার রায়। এর আগে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের নিষ্পত্তি শেষে গত বছরের ১২ ডিসেম্বর রাতে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গত বছরের ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। এ রায়ের বিরুদ্ধে তিনি খালাস চেয়ে এবং রাষ্ট্রপক্ষ তাঁর মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে। ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাঁর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে আটটিতে তিনি দোষী সাব্যস্ত হন। এর মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিসাবালীকে হত্যার আলাদা দুটি অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। অন্য ছয়টি অভিযোগে আলাদা করে দণ্ড দেওয়া হয়নি। সাঈদী ওই দণ্ডাদেশের বিরুদ্ধে ও খালাস চেয়ে গত বছরের ২৮ মার্চ আপিল করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ দোষী সাব্যস্ত হওয়া বাকি ছয়টি অভিযোগে সাজা চেয়ে একই দিন আপিল করে। আপিল বিভাগে এই আপিল মামলার কার্যক্রম শুরু হয় ২৪ সেপ্টেম্বর। ৫০ কার্যদিবস শুনানির পর তা শেষ হয়।

আপিল শুনানিতে আসামিপক্ষ দাবি করে, ইব্রাহিম কুট্টিকে হত্যার অভিযোগে ট্রাইব্যুনাল সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। অথচ মমতাজ বেগম তাঁর স্বামীর হত্যার অভিযোগে ১৯৭২ সালে যে মামলা করেছিলেন, তার এজাহারে (এফআইআর) আসামি হিসেবে সাঈদীর নাম ছিল না। ওই মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রেও সাঈদী আসামি ছিলেন না। ওই অভিযোগপত্রের অনুলিপি অতিরিক্ত নথি হিসেবে আপিল বিভাগে দাখিল করেছে আসামিপক্ষ।

আসামিপক্ষের দাবি, একাত্তরে পিরোজপুরে দেলোয়ার হোসেন শিকদার নামে এক রাজাকার ছিলেন, রাষ্ট্রপক্ষ ওই রাজাকারের অপরাধকে সাঈদীর ঘাড়ে চাপাচ্ছেন।

পক্ষান্তরে রাষ্ট্রপক্ষের দাবি, ইব্রাহিম কুট্টি হত্যা-সংক্রান্ত যে নথির কথা আসামিপক্ষ বলছে, তা জাল ও মিথ্যা। বরিশাল ও পিরোজপুরের জেলা জজ আদালতে ওই ধরনের কোনো নথির অস্তিত্ব পাওয়া যায়নি। মামলার প্রয়োজনে আসামিপক্ষ ওই নথি তৈরি করেছে, এজন্য সেগুলো বিবেচনা না করার আরজি জানায় রাষ্ট্রপক্ষ।

দুই পক্ষই পাল্টাপাল্টি দাবির পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত মামলার নথি তলবের জন্য আবেদন করেছিল। আসামিপক্ষ ইব্রাহিম কুট্টি হত্যার অভিযোগে তাঁর স্ত্রী মমতাজ বেগমের করা মামলার সাধারণ রেজিস্ট্রার (জিআর) তলব করার আবেদন করেছিল। আর মুক্তিযুদ্ধের পর দালাল আইনে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের মামলার নথি তলবের আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। তবে শেষমেষ ওই দুটি আবেদনই খারিজ করে রায় অপেক্ষমাণ রাখেন আপিল বিভাগ।

Tag :
জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান

শাস্তি কমিয়ে আমৃত্যু কারাদণ্ড সাঈদীর

আপডেট টাইম : ০৬:৫০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০১৪

pid-220110530212416_51752(2)আসাদুজ্জামান বাবুল : জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির দণ্ডাদেশ বাতিল করে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ বুধবার ওই রায় ঘোষণা করেন।

এর আগে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

ওই আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিলের চূড়ান্ত শুনানি শেষে গত ১৬ এপ্রিল মামলাটির রায় অপেক্ষমাণ রাখেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডাদেশের বিরুদ্ধে এটি দ্বিতীয় কোনো আপিল মামলার রায়। এর আগে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের নিষ্পত্তি শেষে গত বছরের ১২ ডিসেম্বর রাতে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গত বছরের ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। এ রায়ের বিরুদ্ধে তিনি খালাস চেয়ে এবং রাষ্ট্রপক্ষ তাঁর মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে। ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাঁর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে আটটিতে তিনি দোষী সাব্যস্ত হন। এর মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিসাবালীকে হত্যার আলাদা দুটি অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। অন্য ছয়টি অভিযোগে আলাদা করে দণ্ড দেওয়া হয়নি। সাঈদী ওই দণ্ডাদেশের বিরুদ্ধে ও খালাস চেয়ে গত বছরের ২৮ মার্চ আপিল করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ দোষী সাব্যস্ত হওয়া বাকি ছয়টি অভিযোগে সাজা চেয়ে একই দিন আপিল করে। আপিল বিভাগে এই আপিল মামলার কার্যক্রম শুরু হয় ২৪ সেপ্টেম্বর। ৫০ কার্যদিবস শুনানির পর তা শেষ হয়।

আপিল শুনানিতে আসামিপক্ষ দাবি করে, ইব্রাহিম কুট্টিকে হত্যার অভিযোগে ট্রাইব্যুনাল সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। অথচ মমতাজ বেগম তাঁর স্বামীর হত্যার অভিযোগে ১৯৭২ সালে যে মামলা করেছিলেন, তার এজাহারে (এফআইআর) আসামি হিসেবে সাঈদীর নাম ছিল না। ওই মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রেও সাঈদী আসামি ছিলেন না। ওই অভিযোগপত্রের অনুলিপি অতিরিক্ত নথি হিসেবে আপিল বিভাগে দাখিল করেছে আসামিপক্ষ।

আসামিপক্ষের দাবি, একাত্তরে পিরোজপুরে দেলোয়ার হোসেন শিকদার নামে এক রাজাকার ছিলেন, রাষ্ট্রপক্ষ ওই রাজাকারের অপরাধকে সাঈদীর ঘাড়ে চাপাচ্ছেন।

পক্ষান্তরে রাষ্ট্রপক্ষের দাবি, ইব্রাহিম কুট্টি হত্যা-সংক্রান্ত যে নথির কথা আসামিপক্ষ বলছে, তা জাল ও মিথ্যা। বরিশাল ও পিরোজপুরের জেলা জজ আদালতে ওই ধরনের কোনো নথির অস্তিত্ব পাওয়া যায়নি। মামলার প্রয়োজনে আসামিপক্ষ ওই নথি তৈরি করেছে, এজন্য সেগুলো বিবেচনা না করার আরজি জানায় রাষ্ট্রপক্ষ।

দুই পক্ষই পাল্টাপাল্টি দাবির পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত মামলার নথি তলবের জন্য আবেদন করেছিল। আসামিপক্ষ ইব্রাহিম কুট্টি হত্যার অভিযোগে তাঁর স্ত্রী মমতাজ বেগমের করা মামলার সাধারণ রেজিস্ট্রার (জিআর) তলব করার আবেদন করেছিল। আর মুক্তিযুদ্ধের পর দালাল আইনে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের মামলার নথি তলবের আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। তবে শেষমেষ ওই দুটি আবেদনই খারিজ করে রায় অপেক্ষমাণ রাখেন আপিল বিভাগ।