অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

স্কটল্যান্ডে গণভোট:না ভোটে এগিয়ে স্কটিশরা

বাংলার খবর২৪.কম,500x350_f39ee4c9a4104b2544bc06c34ebca57c_42123_noডেস্ক: স্কটল্যান্ডে গণভোটের ফল আসতে শুরু হয়েছে। এখন পর্যন্ত ২৬টি এলাকার ফলাফল জানা গেছে। ফলাফলে ৫৪ শতাংশ না ভোট পড়েছে। এবং ৪৬ শতাংশ ‘হ্যাঁ’ ভোট পড়েছে। ৩২টি কাউন্সিলের মধ্যে ২৬টির ফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বিশটি এলাকার জনগণ ইংল্যান্ডের সঙ্গে সাথে থাকার পক্ষে ভোট দিয়েছে। স্কটল্যান্ডের সবচেয়ে বড় শহর ও বৃটেনের তৃতীয় বৃহত্তম শহর গ্লাসগো’র জনগণ স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে।
এছাড়াও ডান্ডি, ওয়েস্ট ডানবার্টোনশায়ার এবং নর্থ ল্যাঙ্কারশায়ারের জনগণও স্বাধীনতার পক্ষে। পোলিং বিশেষজ্ঞ প্রফেসর জন কার্টিস বলছেন, এখন পর্যন্ত পাওয়া ফলাফলে মনে হচ্ছে ‘না’ ভোট বিজয়ী হতে যাচ্ছে। ৩০০ বছরেরও বেশি সময় ধরে ইংল্যান্ডের সঙ্গে থাকার পর স্কটল্যান্ড আলাদা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে কিনা তাই নির্ধারিত হতে এই ভোটের আয়োজন। বাকি এলাকাগুলোর ফল হাতে পেলেই জানা যাবে ইংল্যান্ড ভেঙে যাচ্ছে না স্কটিশদের নিয়েই থাকছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

স্কটল্যান্ডে গণভোট:না ভোটে এগিয়ে স্কটিশরা

আপডেট টাইম : ০৪:১৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম,500x350_f39ee4c9a4104b2544bc06c34ebca57c_42123_noডেস্ক: স্কটল্যান্ডে গণভোটের ফল আসতে শুরু হয়েছে। এখন পর্যন্ত ২৬টি এলাকার ফলাফল জানা গেছে। ফলাফলে ৫৪ শতাংশ না ভোট পড়েছে। এবং ৪৬ শতাংশ ‘হ্যাঁ’ ভোট পড়েছে। ৩২টি কাউন্সিলের মধ্যে ২৬টির ফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বিশটি এলাকার জনগণ ইংল্যান্ডের সঙ্গে সাথে থাকার পক্ষে ভোট দিয়েছে। স্কটল্যান্ডের সবচেয়ে বড় শহর ও বৃটেনের তৃতীয় বৃহত্তম শহর গ্লাসগো’র জনগণ স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে।
এছাড়াও ডান্ডি, ওয়েস্ট ডানবার্টোনশায়ার এবং নর্থ ল্যাঙ্কারশায়ারের জনগণও স্বাধীনতার পক্ষে। পোলিং বিশেষজ্ঞ প্রফেসর জন কার্টিস বলছেন, এখন পর্যন্ত পাওয়া ফলাফলে মনে হচ্ছে ‘না’ ভোট বিজয়ী হতে যাচ্ছে। ৩০০ বছরেরও বেশি সময় ধরে ইংল্যান্ডের সঙ্গে থাকার পর স্কটল্যান্ড আলাদা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে কিনা তাই নির্ধারিত হতে এই ভোটের আয়োজন। বাকি এলাকাগুলোর ফল হাতে পেলেই জানা যাবে ইংল্যান্ড ভেঙে যাচ্ছে না স্কটিশদের নিয়েই থাকছে।