পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চুরিকৃত ট্রাক আটক Logo লালমনিরহাটে আজহারীর মাহফিল, ১০ লাখ মানুষের জন্য প্রস্তুত ৪ মাঠ Logo প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি Logo বরগুনা বিএনপির মাথার উপর নেই বটগাছ,যে যার মত চালাচ্ছেন দলীয় কাজকর্ম । Logo নরসিংদী সদর ও কিশোরগঞ্জের হোসেনপুরে মোবাইল কোর্ট পরিচালনা Logo বগুড়ায় মনিপঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের কম্বল বিতরণ Logo নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন Logo বাউফলে ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন! Logo আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন Logo সুন্দরগঞ্জে বুরো বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ।

ধর্ষণ মামলার বাদীকে মা ও শিশুর সামনেই গলাকেটে হত্যা

বাংলার খবর২৪.কমindex_52318, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার গ্রামে নূরজাহান বেগম (৪০) নামে এক ধর্ষণ মামলার বাদীকে তার বৃদ্ধ মা ও শিশু সন্তানের সামনেই গলাকেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিহত নূরজাহান ওই গ্রামের মনজু মিয়ার স্ত্রী ও একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে।

গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও নিহত নূরজাহানের মা ছামাত্য বানু (৬৫) জানান, শনিবার রাতে ছয় থেকে সাতজনের একদল দুর্বৃত্ত নূরজাহানের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা নূরজাহানের আট বছরের শিশু নূরুন্নবী ও আমার (বৃদ্ধ মা ছামাত্য বানু) হাত-পা মুখ বেঁধে ফেলে। আমাদের চোখের সামনেই তারা নূরজাহানকে মাটিতে ফেলে গলাকেটে হত্যার পর পালিয়ে যায়।

পুলিশ রোববার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর থেকে স্বামী মনজু মিয়া (৪৫) পলাতক রয়েছেন। মনজু মিয়া একই গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।

ছামাত্য বানু আরো জানান, তিন সন্তানের জননী নূরজাহান বেগম স্বামী পরিত্যক্তা। নূরজাহান প্রায় পাঁচ বছর ধরে ছোট ছেলে নূরুন্নবীকে নিয়ে বাবার বাড়ি থাকতো। গত বছরের ১৩ জুন স্বামী পরিত্যক্তা নূরজাহান বাড়ির পাশে ছাগল চড়াতে গেলে প্রতিবেশী মনজু মিয়া তাকে ধর্ষণ করে। পরে মনজু বিয়ের প্রলোভন দিয়ে তার সঙ্গে মেলামেশা করতে থাকে। এক পর্যায়ে নূরজাহান আট মাসের অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে।

তিনি বলেন, বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর চাপের মুখে চলতি বছরের ১৪ জানুয়ারি মনজু মিয়ার সঙ্গে নূরজাহানের বিয়ে রেজিস্ট্রি (নিকাহ নিবন্ধন) করা হয়। কিন্তু পরবর্তীতে মনজু তার সন্তানের (জাহিদুল বয়স ছয় মাস) স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়। এছাড়া সামাজিকভাবে বিয়ে সম্পন্ন করে ঘরে তুলে নিতে টালবাহানা করে মনজু মিয়া। পরে নূরজাহান বাধ্য হয়ে চলতি বছরের ১৪ মার্চ মনজু মিয়ার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করে। ওই মামলায় গত ১৪ জুন আদালতে জামিন নিতে গিয়ে মনজু মিয়া গ্রেফতার হয়। সম্প্রতি সে আদালত থেকে জামিনে মুক্তি পায়।

মনজু মিয়াই এই হত্যাকা- ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ ঘটনায় নিহতের ভগ্নিপতি ফারুক মিয়া বাদী হয়ে মনজুসহ নয়জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে নিহত নূরজাহানের মা ছামাত্য বানু তার হাত-পা বেঁধে মেয়েকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।

তিনি আরো বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপর অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চুরিকৃত ট্রাক আটক

ধর্ষণ মামলার বাদীকে মা ও শিশুর সামনেই গলাকেটে হত্যা

আপডেট টাইম : ১১:৪৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কমindex_52318, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার গ্রামে নূরজাহান বেগম (৪০) নামে এক ধর্ষণ মামলার বাদীকে তার বৃদ্ধ মা ও শিশু সন্তানের সামনেই গলাকেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিহত নূরজাহান ওই গ্রামের মনজু মিয়ার স্ত্রী ও একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে।

গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও নিহত নূরজাহানের মা ছামাত্য বানু (৬৫) জানান, শনিবার রাতে ছয় থেকে সাতজনের একদল দুর্বৃত্ত নূরজাহানের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা নূরজাহানের আট বছরের শিশু নূরুন্নবী ও আমার (বৃদ্ধ মা ছামাত্য বানু) হাত-পা মুখ বেঁধে ফেলে। আমাদের চোখের সামনেই তারা নূরজাহানকে মাটিতে ফেলে গলাকেটে হত্যার পর পালিয়ে যায়।

পুলিশ রোববার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর থেকে স্বামী মনজু মিয়া (৪৫) পলাতক রয়েছেন। মনজু মিয়া একই গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।

ছামাত্য বানু আরো জানান, তিন সন্তানের জননী নূরজাহান বেগম স্বামী পরিত্যক্তা। নূরজাহান প্রায় পাঁচ বছর ধরে ছোট ছেলে নূরুন্নবীকে নিয়ে বাবার বাড়ি থাকতো। গত বছরের ১৩ জুন স্বামী পরিত্যক্তা নূরজাহান বাড়ির পাশে ছাগল চড়াতে গেলে প্রতিবেশী মনজু মিয়া তাকে ধর্ষণ করে। পরে মনজু বিয়ের প্রলোভন দিয়ে তার সঙ্গে মেলামেশা করতে থাকে। এক পর্যায়ে নূরজাহান আট মাসের অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে।

তিনি বলেন, বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর চাপের মুখে চলতি বছরের ১৪ জানুয়ারি মনজু মিয়ার সঙ্গে নূরজাহানের বিয়ে রেজিস্ট্রি (নিকাহ নিবন্ধন) করা হয়। কিন্তু পরবর্তীতে মনজু তার সন্তানের (জাহিদুল বয়স ছয় মাস) স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়। এছাড়া সামাজিকভাবে বিয়ে সম্পন্ন করে ঘরে তুলে নিতে টালবাহানা করে মনজু মিয়া। পরে নূরজাহান বাধ্য হয়ে চলতি বছরের ১৪ মার্চ মনজু মিয়ার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করে। ওই মামলায় গত ১৪ জুন আদালতে জামিন নিতে গিয়ে মনজু মিয়া গ্রেফতার হয়। সম্প্রতি সে আদালত থেকে জামিনে মুক্তি পায়।

মনজু মিয়াই এই হত্যাকা- ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ ঘটনায় নিহতের ভগ্নিপতি ফারুক মিয়া বাদী হয়ে মনজুসহ নয়জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে নিহত নূরজাহানের মা ছামাত্য বানু তার হাত-পা বেঁধে মেয়েকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।

তিনি আরো বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপর অব্যাহত রয়েছে।