![](https://www.banglarkhabar24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বাংলার খবর২৪.কম : ভুয়া সনদধারী পাঁচ সচিবের মধ্যে চারজনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। তবে অপর একজনের সনদ স্থগিত করা হয়েছে।
সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছেন।
মুক্তিযোদ্ধা সনদ বাতিল হওয়া সচিবরা হলেন- কে এইচ মাসুদ সিদ্দিকী, মো. নিয়াজউদ্দিন মিঞা, এ কে এম আমির হোসেন ও আবুল কাশেম তালুকদার। মোল্লা ওয়াহিদুজ্জামানের সনদ স্থগিত করা হয়েছ।
সূত্র জানায়, প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই মন্ত্রণালয় এবার উক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত বা বিভাগীয় ব্যবস্থা নেবে। রাষ্ট্রপতির আদেশে এই প্রজ্ঞাপনে সই করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সলিমুল্লাহ।