
বাংলার খবর২৪.কম : দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় ৯ নাগরিক ও এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার বেলা সাড়ে ১২টায় ২৮৫/৩৭ পিলার সীমানা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় হিলি সিপি ক্যাম্পের বিজিবির সদস্য তাদের আটক করেন।
আটককৃতরা হলেন- সুনীল চন্দ্র রায় (৬০) বাবা চাঁদ মহনরায়, সুবদেব পাল (৬৩) বাবা সুমীর পাল, বাসন্তী রায় (৬০) স্বামী নির্মল রায়, সত্যরানী (৬১), স্বামী শুকুমার রায়, সুমীর চন্দ্র (৩২) বাবা নরেন চন্দ্র, শুকুমার রায় (৬৭) বাবা উমর চন্দ্র, আর্চনা রায় (৩০) স্বামী সুমীর ভৌমিক, ভজন দেব (২০) বাবা দিপেন পাল এবং দিপেন পাল (৪৫) বাবা নগেন দেব। এদের সবার বাড়ি ভারতের কুচবিহার জেলায়।
বাংলাদেশের টাঙ্গাইল জেলার দেলদুয়া উপজেলার চাঁন মোহনের ছেলে সাধন চন্দ্র (৩৫)। এরা সবাই বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।
হিলি সিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মান্নান জানান, আটককৃতরা ভারতীয় নাগরিক। অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় তাদের আটক করা হয়েছে।
উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে সুসর্ম্পক বজায় রাখার জন্য পরে আটকদের বিএসএফ’র কাছে হস্তান্তর করা হয়েছে।