
বাংলার খবর২৪.কম, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন গ্রামাঞ্চলে নিউমোনিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহে কমলগঞ্জ উপজেলার প্রায় শতাধিক শিশু আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়াও বিভিন্ন ফার্মেসীতেও চিকিৎসা দেয়া হচ্ছে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মঙ্গলবার ও বুধবার ২দিনে ৮জন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি করা হয়েছে।
ডা. সুশান্ত দাস বলেন, আবহাওয়া পরিবর্তনের ফলে এই রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। গত এক সপ্তাহে শুধু কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রায় অর্ধ শতাধিক রোগী শ্বাসকষ্ট দেখা দিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। এছাড়া বিভিন্ন হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের ভর্তি করা হয়েছে।
এদিকে বুধবার বিকেল ৫টায় ভানুগাছ বাজারে ডা: নুরুল ইসলামের ফার্মেসীতে ১০/১২ বয়সের শিশুরাও প্রাথমিক চিকিৎসা নিতে আসে। এভাবে উপজেলার মুন্সীবাজার, শমশেরনগর, পতনঊষার, আদমপুর, ভানুগাছবাজারের বিভিন্ন ফার্মেসীতে শ্বাসকষ্ট হওয়া শিশুদের নিয়ে আসছে। তাদের মধ্যে ২ মাস বয়স থেকে শুরু করে ১ বছরের শিশুও রয়েছে।