
সিলেট বিআরটিএ অফিসে দালালদের দৌরাত্বে অতিষ্ট সেবা গ্রহীতাগণ। ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস নবায়ন সহ যাবতীয় কাজে বিআরটিএ অফিসে গেলেই দেখা মিলে একদল দালাল চক্রের। গ্রামগঞ্জ থেকে আসা সেবা গ্রহীতাদের ছলেবলে কৌশলে চক্রটি ফাদে ফেলে অধিক টাকার বিনিময়ে দ্রুত কাজ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। আবার কখনো কখনো টাকা দিয়েও প্রতারণার শিকার হচ্ছেন কেউ কেউ।
অদ্য সিলেট বিআরটিএ অফিসে এক দালালকে আটক করে বিআরটিএ কর্তৃপক্ষ। আটককৃত ব্যক্তির নাম সোহাগ ইসলাম কুদ্দুস। সে বিশ্বনাথের চান মিয়ার ছেলে।
সিলেট বিআরটিএ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রমে ১৫ দিনের কারাদন্ড দেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান দালাল সোহাগ মোটরযান পরিদর্শক আব্দুল বারী তার সাথে যোগসাজশে কাজ করেন সিলেট বিআরটিএ’তে। মোটরযান পরিদর্শক আব্দুল বারী ২ বছর ৮ মাস যাবৎ সিলেট বিআরটিএ’তে এর আগে ও একটানা ৫ বছর ছিলেন সিলেটে। এ কারনে তিনি দালালের আখড়ায় পরিনত করেছে বিআরটিএ সিলেট অফিস।